এক গুচ্ছ অনু কবিতা||
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
জীবনের এই পথযাত্রা
হবে না কভুও শেষ,
মনে ক্ষণে ক্ষণে লেগে যায় তন্দ্রা
তবুও সাফল্যের খোঁজে ছুটে চলেছি বেশ।
দুঃখে আনন্দে ভরা এ জীবন
তবুও বেজায় খুশি আমার এ মন।
মনে যদি থাকে দৃঢ়তা
সব বাধা ফেলে পাব তব সফলতা।
📝অনু কবিতা নং:- ২📝
আমার এই মন নামক শূন্য মরুভূমিতে
আমি এক একলা পথিক,
মরীচিকাময়,ক্লান্তিসম এ জীবনকে নিয়ে
একাকী এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে।
নেই কেহ আমার সঙ্গী
রাখিনি কোন আমার রাঘিনী।
ইচ্ছে নেই কাউকে রাখিবার এ মনে
কারণ সবাই বিশ্বাস নিয়ে খেলে দিবা রাতে।
📝অনু কবিতা নং:-৩📝
শীতের এই সকালের উষ্ণ স্নিগ্ধতা
প্রেমিক মনে জাগাবে উষ্ণ শীতলতা।
রয়ে গেলাম আমি, একাকী একা
পেলাম না প্রভু প্রিয়সি তোমার দেখা।
কে গো তুমি রুপ রাজ্যের রূপকুমারী
মন করে আনচান তোমারে দেখিবার লাগি।
কোথায় করেছ আত্মগোপন
দেখা দিয়ে ধন্য কর এ কাঙ্গাল মন।
📝অনু কবিতা নং:-৪📝
মায়াময় মায়াবতির চোখের খোঁজে
অজস্র জায়গায় ঘুরি আমি তারই সন্ধানে।
দেখা তো নাহি মিলে তার
তবুও খুঁজে চলেছি আমি বারবার।
বিশ্বাস আছে এ হৃদয়ে
আসবে তুমি কোন এক রঙিন প্রভাতে।
অপেক্ষায় থাকলাম তোমার পথ চেয়ে
উজ্জ্বল করবে এসে এই অভাগা প্রেমিককে।
কিছু কথা:
কবিতা লেখাটা আমি মনে করি একটি রঙিন শিল্প। যেখানে নিজের ভালো খারাপ দুঃখ-কষ্ট সবগুলোকে রঙিনভাবে ফুটিয়ে তোলা যায়। যা দর্শক হৃদয়ের মনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম। আর অণু কবিতাগুলি আমার সবথেকে ভালো লাগে কেননা এই অনু কবিতাগুলির মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়কে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। আজকে আপনাদের মাঝে বেশ কয়েকটি বিষয়ের অনু কবিতা লিখে শেয়ার করেছি। জীবনের যুদ্ধসম পরিবেশকে অতিক্রম করে সাফল্যের খোঁজে যেতে চাইলে অবশ্যই আপনাকে দৃঢ়তা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার শীতের আগমন ঘটে গেছে সেই দিক থেকে প্রেমিক হৃদয় আনচান করবে অনবরত। আমি তো এক শূন্য প্রেমিক তাই আমিও অপেক্ষা করি আমার প্রিয়োসির তরে। যাই হোক আমার লেখা অনু কবিতা গুলি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না বন্ধুরা।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
আপনি দারুন কবিতা লিখেছেন ভাই। কবিতার লাইনগুলো অসাধারণ। কবিতা আমি অনেক পছন্দ করে থাকি। যেখানে ভালোলাগার অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করা যায় কবিতার মধ্য দিয়ে। আশা করবো আবারও সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন।
কবিতা আপনার কাছে ভালো লাগে জেনে আমাকেও ভালো লাগলো। অবশ্যই ভাই চেষ্টা করবো পরবর্তীতে পুনরায় নতুন কোনো কবিতা নিয়ে নতুন পোস্টে হাজির হওয়ার। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ছোট ছোট অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি চারটে খন্ডে বিভক্ত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রেমিক মনে শীতের উষ্ণ অনুভূতি জাগবে এটাই স্বাভাবিক। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ।
হ্যাঁ ভাই চারটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করেছিলাম। তবে ঠিকই বলেছেন প্রেমিক মনে উষ্ণতা জাগবে এটাই স্বাভাবিক। যাই হোক আপনার মন্তব্যের মাধ্যমে বেশ অনুপ্রেরণা পেলাম।
ডেইলি টাস্ক প্রুফ:
আজকের প্রত্যেকটা অণু কবিতা খুবই সুন্দর হয়েছে। ছোট ছোট এই কবিতাগুলোর মধ্যে অনেক সুন্দর অর্থ লুকিয়ে থাকে। এই কারণে অনু কবিতা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আজকের কবিতাগুলোর মধ্যে শেষের দুইটা কবিতা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
একেবারে সঠিক কথা বলেছেন আপনি এরকম অনু কবিতাগুলোর মধ্যে বেশ কিছু ভাব লুকিয়ে থাকে। যাইহোক গুছিয়ে মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাহ্ আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতা গুলো পড়তে খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে সবগুলো অনু কবিতা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর অনু কবিতা গুলো শেয়ার করার জন্য।
জি ভাই আমার কাছেও এরকম অনু কবিতা গুলি পড়তে এবং লিখতে ভালোই লাগে। তাইতো বেশ কিছু অনু কবিতা শেয়ার করেছিলাম। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
X promotion
আপনি ছোট ছোট বেশ কয়েকটা কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতার মধ্যে শীতের বিষয় নিয়ে উল্লেখ করেছেন। আসলে যখন মনের মধ্যে নতুন নতুন চিন্তাধারা ভালোলাগা উপস্থিত হয় সেগুলো ব্যক্ত করতে মন চায়। আর সেই কথাগুলো তুলে ধরার অন্যতম মাধ্যম কবিতা।
আপনি ঠিকই বলেছেন মনের চিন্তাধারা গুলিকে কবিতার মধ্যে সুন্দরভাবে বহিঃপ্রকাশ করা যায়। চেষ্টা করেছি আমিও আমার মনের অনুভূতিগুলি লিখে শেয়ার করার জন্য। কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
বাহ আপনি তো দেখছি দারুন কবিতা লিখলেন। অনু কবিতাগুলো পড়তে আমার সব সময় ভালো লাগে। এক সময় কবিতা লেখা একদম জানতাম না। এই কমিউনিটিতে আসার পর থেকে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখতেছি প্রতিনিয়ত। তার মধ্যে অন্যতম হচ্ছে কবিতা লেখা। আপনি আজকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
আসলেই আমার বাংলা ব্লগ এর কৃতিত্বে অনেকেই অনেক কিছু নতুন ভাবে করতে শিখেছে। যেমন আপনি কবিতার নতুন জ্ঞান অর্জন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
আজকে আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অনু কবিতা ছন্দে ছন্দে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাচ্ছি কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য
বরাবরই চেষ্টা করি অনু কবিতাগুলোকে ছন্দে ছন্দে সাজিয়ে তোলার জন্য।অনু কবিতা গুলি পড়ে এভাবে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। অসাধারণ কিছু কবিতা লিখেছেন । ভাষাগুলো খুবই ভালো লেগেছে আমার।
আমার লেখা অনু কবিতা গুলি আপনার কাছে ভালো লেগেছে শুনে কবিতা লেখার প্রতি বেশ উৎসাহ পেলাম,ধন্যবাদ।