কবিতা আবৃত্তি।। প্রথম ভালোবাসা।। শ্রদ্ধেয় স্বাগতা দিদি।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
Source
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি। আর আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করবো তার নাম হচ্ছে "প্রথম ভালোবাসা"। আর এই কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন স্বাগতা দিদি। কবিতাটি যেদিন পড়েছিলাম সেই দিনই চিন্তা করে রেখেছিলাম যে এই কবিতাটি আবৃত্তি করবো আমি। যদিও বা এখনো সুস্থতায় ফিরতে পারিনি পরিপূর্ণভাবে তারপরেও আগের থেকে মোটামুটি বেটার ফিল করতেছি। যাই হোক এবার আসি মূল কথায়।কবিতার মধ্যে কবি জীবনের প্রথম প্রেম প্রণয়ের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি কেমন হয় তার সুন্দর একটি বর্ণনা ফুটে উঠেছে প্রথম ভালোবাসা নামের কবিতাটির মধ্যে। যেখানে দুজনের মধ্যে একজন আরেকজনকে ভালোবাসি কথাটি বলার পর অন্যজনের কিরকম রিএকশন বা অন্যজনের মনের মধ্যে কেমন অনুভূতির সৃষ্টি হয়েছিলো তার অনুভূতি নিয়ে লেখা হয়েছে। সর্বশেষ কবিতা থেকে এটাই বোঝা যায় যে প্রেম কেবলমাত্র প্রকাশের মধ্যেই পরিচয় পায় না বরং কিছু কিছু প্রেম ভালোবাসা নিরবেই গড়ে ওঠে। যাই হোক চলুন বন্ধুরা তাহলে আবৃত্তি টি শুনে নেওয়া যাক। যদিওবা আমি আবৃত্তি করতে তেমন একটা দক্ষ নাই। তারপরেও আমার পক্ষ থেকে যথাসাধ্য ভাবে চেষ্টা করেছি ভালোভাবে আবৃত্তি করার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আবৃত্তি, তা কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন।
স্বাগতা দিদি
যখন প্রথম বললাম— "ভালোবাসি,"
হৃদয়ের আঙিনায় তখনো বসন্তের আভাস,
শব্দেরা কাঁপছিল ঠোঁটের কিনারে,
কিন্তু চোখের ভাষা ছিল নির্ভার, অবিচল।
তুমি তাকিয়ে রইলে,
ঠিক যেমন কেউ আকাশ দেখে—
নতুন চাঁদের আলোয় প্রথম বিস্ময়,
অথবা সমুদ্র দেখে যে প্রথমবার
ঢেউয়ের গভীরতা বোঝার চেষ্টা করে।
আমি অপেক্ষা করলাম,
তোমার চোখে কোনও প্রশ্ন আছে কি?
অথবা শব্দের ফাঁকে লুকিয়ে থাকা
একটা মৃদু হাসি,
যা আমার অপেক্ষার প্রতিদান দেবে?
হয়তো সময় একটু থমকে গিয়েছিল,
হয়তো বাতাসের বয়ে যাওয়া থেমেছিল এক মুহূর্ত,
আর তার মাঝেই
তুমি তোমার নরম কণ্ঠে বললে—
"আমি জানতাম!"
তখন বুঝলাম,
প্রেম শুধু প্রকাশের অপেক্ষায় থাকে না,
প্রেম কখনো কখনো
নিঃশব্দেই গড়ে ওঠে,
সময় তার স্বাক্ষর রেখে যায়
অবচেতন অনুভূতির গভীরে।
প্রথম প্রেমের নিবেদন,
শব্দের নয়— অনুভূতির,
যেখানে ভাষার চেয়েও
নীরবতা অনেক বেশি অর্থবহ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় এডমিন স্বাগতা দিদির লেখা চমৎকার একটি কবিতা আবৃতি করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। স্বাগতা দিদির কবিতা গুলো চমৎকার হয়। আপনি কবিতাটি খুব সুন্দর করে আবৃতি করেছেন। আপনার আবৃতি অনেক ভালো লাগলো। চমৎকার একটি আবৃতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
https://x.com/mdetshahidislam/status/1889327606543388952?t=mwi2VMfoWKPzbcszQ4TMmQ&s=19
Deily task proof:-
স্বাগতা দিদি দারুণ কবিতা লেখে মাঝে মাঝে উনার কবিতা পড়া হয়। আপনি আজকে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করেছেন । খুবই সুন্দর ভাবে আপনি সম্পূর্ণ কবিতাটি পড়েছেন। আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
শ্রদ্ধেয় এডমিন স্বাগতা দিদির স্বরচিত অনেক সুন্দর একটি কবিতা আবৃতি করেছেন শুনে ভীষণ ভালো লাগলো ভাই। এ ধরনের ভালোবাসার কবিতা গুলো খুব ভালো লাগে আমার কাছে। আশা করছি আরো অনেক ভালো ভালো কবিতা আবৃতি আপনার কাছে থেকে শুনতে পাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
আপনি দেখছি আজকে আমাদের সকলের প্রিয় @swagata21 দিদির লেখা কবিতা আবৃত্তি করেছেন। আসলে আমার কাছে তার লেখা কবিতা গুলো পড়তে বেশ ভালোই লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে স্বাগতা দিদির লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন।পুরো কবিতা টি একদম সুন্দর ভাবে পাঠ করেছেন।
ভাইয়া আপনি স্বাগতা দিদির লেখা খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। দিদি সবসময়ই খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। তারমধ্যে এই কবিতাটি খুবই সুন্দর ছিল। কবিতাটি যেমন সুন্দর তেমনি আপনার আবৃত্তিও খুব সুন্দর হয়েছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
বাহ চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন আপনি। প্রিয় স্বাগতা দিদির লেখা কবিতাটি আপনি আবৃত্তি করে আমাদেরকে শেয়ার করলেন। আপনার কবিতা আবৃত্তি শোনে মুগ্ধ হয়ে গেছি। অনেক ধন্যবাদ আশা করি আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পাবো।
এই কবিতাটি স্বাগতা বৌদির পোস্টের মাধ্যমে পড়া হয়েছিল আমার। কবিতাটি আসলেই খুব সুন্দর। তাছাড়া আপনি দারুণভাবে কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
স্বাগতা দিদি বরাবরই বেশ চমৎকার কবিতা লেখে। কবিতার মধ্যে আলাদা একটা ভালোবাসা অনূভুতি জড়িয়ে থাকে। কবিতা টা দারুণ লাগল ভাই। খুবই সুন্দর আবৃত্তি করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।