কবিতা আবৃত্তি।। টুম্পার হাতের লাল গোলাপ (কবি:সেলিনা সাথী)
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু কথা:
আমি অফলাইনে যদিও বা বেশ কয়েক জায়গায় কবিতা আবৃত্তি করেছি কিন্তু অনলাইনে বা আমাদের কমিউনিটিতে কখনো আবৃত্তি করা হয়ে ওঠেনি। আজকেই প্রথম আবৃত্তি শুরু করলাম। হয়তো বা আপনাদের মনের মত করে আবৃত্তি করতে পারবো না বা সবকিছু ঠিকঠাক মতো করতে পারব না তাই আশা করছি ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ এটাও সত্য যে চেষ্টা করতে করতেই একদিন ভালোভাবে আবৃতি করতে পারবো। এই প্রত্যাশায় জীবনের পথ এগিয়ে চলা। আবৃতি প্রকৃতপক্ষে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। কেননা আবৃত্তি থেকে কবিতার ভাব গুলো চরমভাবে বোঝা যায়। আমার মন খারাপ থাকলে আমি বেশ কয়েকটি কাজ করে থাকি তার মধ্যে কবিতা আবৃত্তি অন্যতম। অনেক কথাই বলে ফেললাম, চলুন এবার আবৃত্তিতে ফিরে যাওয়া যাক। আমি আমার সর্বস্ব দিয়ে ভালোভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
•কবিতার নাম: টুম্পার হাতের লাল গোলাপ
•লেখক : শ্রদ্ধেয়@selinasathi1আন্টি
•আবৃতি : মোঃ শাহিদ ইসলাম
❀টুম্পার হাতের লাল গোলাপ❀
আজ বিকেলে, নীলফামারী বড় মাঠে,
টুম্পার সাথে আমার দেখা,
হৃদয় ভরে উঠলো এক
অপরিসীম আনন্দে,
যেন স্বপ্নের মতো, মায়ের চোখে
সোনা রঙের আলো।
সে আমার জন্য হাতে করে এনেছে
টুকটুকে লাল গোলাপ,
ফুল গুলো যেন ভালোবাসার
, শুভ সূচনা,এক নতুন সম্পর্কের প্রতীক,
যার মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়বে।
মা হিসেবে আমার অনুভূতি
সীমানা ছাড়িয়ে গেছে,
আমার ছেলে, যার ভবিষ্যৎ আজ থেকে
নতুন এক পথে হাঁটবে,
টুম্পা তাকে নিয়ে আসবে সুখের রাজ্যে,
যেখানে প্রেম, স্নেহ, আর সমর্থন থাকবে
একে অপরের পাশে।
গোলাপের রঙে ভরা হৃদয়, যেন বলে যায়,
এটাই তো সেই মুহূর্ত,
যেখানে নতুন সূর্য উদিত হয়,
টুম্পা আসবে তার জীবনে আলো দিতে,
আর তাদের সম্পর্ক হবে অটুট,
সুখের পথে চলবে।
মা হিসেবে আমি জানি,
সামনে অনেক চ্যালেঞ্জ আসবে,
কিন্তু সঙ্গী হিসেবে টুম্পা থাকবে পাশে,
ভালোবাসা, শ্রদ্ধা, আর একে
অপরের সমর্থন,
তাদের সম্পর্ক হবে শক্তিশালী,
স্থায়ী এবং সাফল্যমণ্ডিত।
এটাই তো স্বপ্ন, এক নতুন অধ্যায়ের সূচনা,
যেখানে মা হিসেবে, আমি কেবল
আশীর্বাদ জানাতে চাই,
টুম্পা আর আমার ছেলের জীবন হবে
সুখে পরিপূর্ণ, যেন প্রতিটি মুহূর্তে
ভালোবাসা আর আনন্দে ভরা।
আজকের এই স্নিগ্ধ মুহূর্ত,
স্মৃতিতে চিরকাল থাকবে,
এটি আমার ছেলের জীবনের
এক অমূল্য রত্ন হয়ে থাকবে।
আমি জানি, তাদের পথচলা
একে অপরের হাত ধরে,
তাদের সম্পর্ক হবে নিখুঁত,
এবং সারা জীবন থাকবে সঙ্গী,
সুখী ও সফল ভাবে।
কবিতার মধ্যে কবি তার ছেলে এবং ছেলের বউকে নিয়ে আলোকপাত করেছেন। যাতে মায়ের দায়িত্ববোধ নিয়েও আলোচনা করেছেন। একজন সন্তান যত বড়ই হোক না কেন মা হচ্ছেন তার সব থেকে বড় শিক্ষা গুরু। এই মা তার ছেলে এবং বউয়ের বিবাহিত জীবনের অগ্রিম কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছেন। মূলত কবিতাটি লিখেছেন তিনি তার হবু ছেলে বউয়ের থেকে উপহার পাওয়া লাল গোলাপ এর আনন্দে। জীবন চলার পথে পুরুষের পাশে নারী থাকলে যে কোন বাধা কে পুরুষ অতিক্রম করতে পারে। মূলত নারী ছাড়া পুরুষ অপরিপূর্ণ। তাইতো নারীকে পুরুষের পরিপূর্ণ রূপ বলা হয়। একে অপরের পাশে থাকলে তবেই একটা দম্পতির দাম্পত্য জীবন সুখের হয়। কবি তার ছেলে এবং ছেলের বউকে সব সমস্যার সমাধান যাতে তারা পাশে থেকে একে অপরকে সমর্থন করে সমাধান করতে পারে সেই বিষয়েও আলোকপাত করেছেন। সর্বশেষ আমি এটাই বলব একজন মা হিসেবে কবি তার ছেলে এবং বউয়ের ভবিষ্যৎ জীবনের সুন্দর একটা দিকনির্দেশনা দিয়েছেন কবিতার মধ্য দিয়ে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
X promotion
নিজের ছেলে ও বৌমাকে কেন্দ্র করে নিজেকে দারুন ভাবে উপস্থাপন করেছে কবিতার মধ্যে সেলিনা সাথী আপু। এই কবিতাটি এর আগে আমি পড়িনি। আজকে আপনার রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া
জ্বী আপু,সাথী আপু তার ছেলে এবং বৌমাকে নিয়েই এই কবিতাটি লিখেছিলেন।খুবই গোছালো এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি কবিতা আপনি আবৃত্তি করেছেন। বেশ ভালো লাগলো সেদিন আপুর কবিতা জেনে। উনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। খুব সহজে দ্রুত লিখে ফেলেন। উনার দক্ষতায় আমি মুগ্ধ। যাহোক ভালো লাগলো আপনার কন্ঠে শুনতে পেরে।
আসলেই সাথী আপু দারুন সব কবিতা লিখে থাকেন।তার লেখা কবিতা পড়ে আমিও মুগ্ধ হই,আপনার কমেন্ট পড়েও মুগ্ধ হয়ে গেলাম।
সেলিনা সাথী আপুর লেখা টুম্পার হাতের লাল গোলাপ কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করে আমাদের শোনালেন।আপনার আবৃতি শুনে মনটা একদম ভালো হয়ে গেল।অনেক সুন্দর হয়েছে।
চেষ্টা করেছি সুন্দর করে আবৃত্তি করার,আপনার মন ভালো হয়ে গেছে শুনো খুবই ভালো লাগলো।গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাথী আপুর লেখা কবিতা আপনি এত সুন্দর করে আবৃত্তি করেছেন শুনে মুগ্ধ হয়েছি।অসাধারণ হয়েছে আপনার কবিতা আবৃত্তি। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এমন মুগ্ধময় কমেন্ট করে ,আবৃত্তি করার প্রতি আরো উৎসাহ যোগানোর জন্যে,ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমাদের সবার প্রিয় সাথী ম্যাডামের লেখা সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতাটি বেশ দারুন ভাবে আবৃতি করেছেন, শুনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যথেষ্ঠ চেষ্টা করেছি ভালোভাবে আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম ,ধন্যবাদ।