কবিতা আবৃত্তি।।শেষ বিকেল।।(লেখক শ্রদ্ধেয় rme দাদা)
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু কথা:
আমি অফলাইনে যদিও বা বেশ কয়েক জায়গায় কবিতা আবৃত্তি করেছি কিন্তু অনলাইনে বা আমাদের কমিউনিটিতে কখনো আবৃত্তি করা হয়ে ওঠেনি। আজকেই প্রথম আবৃত্তি শুরু করলাম। হয়তো বা আপনাদের মনের মত করে আবৃত্তি করতে পারবো না বা সবকিছু ঠিকঠাক মতো করতে পারব না তাই আশা করছি ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ এটাও সত্য যে চেষ্টা করতে করতেই একদিন ভালোভাবে আবৃতি করতে পারবো। এই প্রত্যাশায় জীবনের পথ এগিয়ে চলা। আবৃতি প্রকৃতপক্ষে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। কেননা আবৃত্তি থেকে কবিতার ভাব গুলো চরমভাবে বোঝা যায়। আমার মন খারাপ থাকলে আমি বেশ কয়েকটি কাজ করে থাকি তার মধ্যে কবিতা আবৃত্তি অন্যতম। অনেক কথাই বলে ফেললাম, চলুন এবার আবৃত্তিতে ফিরে যাওয়া যাক। আমি আমার সর্বস্ব দিয়ে ভালোভাবে আবৃত্তি করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
•কবিতার নাম: শেষ বিকেল
•লেখক : শ্রদ্ধেয়@rme দাদা
•আবৃতি : মোঃ শাহিদ ইসলাম
❀শেষ বিকেল❀
শেষ বিকেলের মরা রোদ পাখির ডানায়
তাদের এখন ঘরে ফেরার পালা ।
স্তব্ধ চারিদিক, শুধু শন শন বাতাসের শব্দ,
নাড়িয়ে দিয়ে যায় ওই উঁচু উঁচু গাছের শাখা ।
সব কাজ সারা, বসে আছি ক্লান্তি অপার,
উদাস হয়ে দেখছি সব।
একটা মাছরাঙা, বসে আছে বহুক্ষণ
প্রতীক্ষা দীর্ঘ তার একটা মাছের জন্য ।
এক বিষণ্ণ , একাকী বুড়ো কাক
সারাদিন কা কা রবের পরে,
এখন স্তব্ধ তার কণ্ঠ ।
একদল কাঠ পিঁপড়ে টহল দিতে বেরিয়েছে সবে,
পুকুরপাড়ের জীর্ন ঘাটের অসংখ্য ফোকড় থেকে ।
ম্লান সূর্যের আভা উঁকি মারছে পাতার ফাঁক দিয়ে,
তারই আলোয় দেখি অজস্র কাঁচপোকা উড়ছে হাওয়ায় ।
বাঁশ ঝাড়ের ওই ওদিকটায় শোনা যাচ্ছে এখন
ঝিঁ ঝিঁ পোকার একটানা কোরাস ।
পুকুরের মধ্যিখানে কী যেন একটা মাছ
জলের উপরে একটা আলোড়ন তুলে মারলো ডুব,
কোন পাতালে, শীতল জলের গহনে ।
মাছের পুচ্ছের তাড়নায় ঢেউ উঠেছে সারা দীঘি জুড়ে ।
তরঙ্গগুলো দীর্ঘায়িত হয়ে ভাঙছে এসে
জীর্ন ঘাটের শেষ সোপানটায় ।
অন্ধকার কখন ঘন হয়ে এসেছে
টের পাইনি, বুড়ো হচ্ছি তো ।
জীবন সায়াহ্নে এসে ইন্দ্রিয়গুলো এখন করছে বিদ্রোহ ,
অনেক তো হলো আর কেন ?
এবার ছুটি নেওয়ার সময় আগত ।
কবিতা তো নয় যেন কোনো এক বাস্তবিক বিকেলে অবস্থান করছিলাম দাদার "শেষ বিকেল" নামক কবিতাটি পড়ে। শব্দগুলোর বেশ গভীরতা রয়েছে বটে। কবিতাটি আপনি মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন কবিতার মধ্যে কতগুলো ভাব বিদ্যমান রয়েছে। একটি উজ্জীবিত বিকেলকে আপনি উপলব্ধি করতে পারবেন। কবিতার মধ্যে পড়ন্ত বিকেল কে নিয়ে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। মোটকথা কবিতার মধ্যে আপনি বিকেলের সমস্ত বিষয়কে বুঝতে পারবেন একটি বিকেলে যা যা ঘটিত হয় সবকিছুই কবিতার মধ্যে সুন্দর ভাষায় বর্ণনা করেছেন প্রিয় দাদা। আমি তো পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আশা করি আপনাদের ও ভালো লেগেছে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
আমাদের সকলের প্রিয় বড় দাদার কবিতা আপনি আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি করা আমার কাছে ভালো লেগেছে। এরি পাশাপাশি দাদার কবিতাটাও দেখতে পারলাম। এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি দাদার কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য তাতে আপনাদের সাপোর্ট পেয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো ভাই আপনার সুন্দর কবিতা আবৃত্তি শুনে। দাদা লেখা দারুন একটি কবিতা আপনি আবৃত্তি করে আমাদের মাঝে পরিবেশন করেছেন দেখে খুশি হলাম।
আপনাদের ভালোলাগা খুশি থাকাতেই আমার সার্থকতা নিহিত। যাইহোক দুর্দান্ত মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
দাদার লেখা কবিতা আবৃত্তি খুবই চমৎকার হয়েছে। কবিতা আবৃত্তি অনেক ভালো লেগেছে। চমৎকার ভাবে আবৃত্তি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পরিমার্জিত একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি বলতে নিজে থেকে কবিতা পড়ার প্রতি একটা ইচ্ছা আগ্রহ তৈরি হওয়ার পেছনে দাদার কবিতার অবদান অনেক। আর দাদা সে তো বরাবরই অসাধারণ কবিতা লেখেন। কবিতা টা বেশ দারুণ আবৃত্তি করেছেন ভাই। খুবই চমৎকার লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আসলেই দাদার কবিতার মধ্যে সব সময় নতুনত্ব লুকিয়ে থাকে। যাই হোক আপনার প্রশংসা মূলক মন্তব্য পেয়ে বেশ খুশি হলাম ধন্যবাদ।
আপনি দেখছি আজকে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে প্রতিষ্ঠাতা দাদার কবিতা আবৃত্তি শুনতে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে কবিতা টি আবৃত্তি করার চেষ্টা করেছেন। কবিতার প্রতিটি লাইন একদম সাজিয়ে গুছিয়ে বলেছেন।