কবিতা - অগ্রযাত্রা
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতাটি মানুষের অজানাকে জয় করার ইচ্ছা নিয়ে।

অসীম ওই সমুদ্র পাড়ি দিয়ে,
ঝড়-ঝঞ্জা, বিক্ষুব্ধকে এড়িয়ে,
হাঙর, অক্টোপাসকে চোখ রাঙ্গিয়ে,
অজানাকে জানার নেশায় বুদ হয়ে,
কলম্বাস গিয়েছে সুদুর আমেরিকায়,
ভাস্কো-দা-গামা এসেছে ভারতবর্ষে।
কোন এক নাম না জানা সারথি
পৌঁছেছে বরফে ঢাকা এন্টার্কটিকায়।
যুগের পর যুগ ধরে আকাশ ছোঁয়ার চেষ্টায়,
ভিঞ্চির আঁকা ছবি নিয়ে, হাজারো প্রচেষ্টায়,
কতশত তিক্ত বাক্যবাণে জর্জরিত, অবহেলায়,
আকাশে মেলেছে ডানা, ভেসেছে হাওয়ায়।
হাজারো আরোহী জানতে চেয়েছে,
হিমালয়ের ওই চূড়ায় কি আছে?
কতশত প্রাণ বরফে হারিয়ে গেছে,
তবুও হাল ছাড়েনি, চূড়ায় উঠেছে।
অজেয়কে জয় করার নেশায়,
কত মানুষ যে গিয়েছে হারায়,
তবুও বীরেরা এসবে না ডরায়,
মানবে না কোন বাধা অগ্রযাত্রায়।

প্রিয় আমার বাংলা ব্লগবাসি, অজানাকে জয় করার নেশায় মানুষ অনেক কিছুই করেছে। সেই আমেরিকা থেকে নিউজিল্যান্ড, প্রশান্ত থেকে আটলান্টিক, এন্টার্কটিকা থেকে আর্কটিকা; সবকিছুই মানুষ জয় করেছে। হিমালয়ের চূড়া জয় করেছে। জয় করেছে সমুদ্রের গভীরতাও। মানুষের এই অজানাকে জানার চেষ্টা, অজয়কে জয় করার চেষ্টা, সাহসী মানুষদের প্রচেষ্টা সবকিছুকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। এ ধরনের মানুষরা সাহস করেছে বলেই মানুষ চাঁদে পা দিতে পেরেছে। খুব শীঘ্রই হয়তো আমরা মঙ্গলেও পৌঁছে যাব। শুধু সময়ের অপেক্ষা। কারণ পৃথিবীতে রয়েছে এমন মানুষ যারা অজানাকে জানার জন্য সব সময় উদগ্রীব থাকে। এটাই ছিল আমার কবিতার বিষয় বস্তু।

https://x.com/akib_66/status/1913252409918496792
https://x.com/akib_66/status/1913192314047963467
https://x.com/akib_66/status/1913159160289796433
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
মনের অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লিখা অগ্রযাত্রা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে মনের অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। আর কবিতার মধ্যে নিজের সুন্দর মনের ভাব এবং অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।