ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কবিতা - তোমাকে দিলাম সবটুকু ভালোবাসা

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। ফেব্রুয়ারি মাসে চলছে একুশে বইমেলা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পুরো মাসে আমি আমার বাংলা ব্লগে শুধুমাত্র বই নিয়ে লিখব। কিন্তু আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই ভাবলাম একটি কবিতা লেখি। কবিতা স্বরচিত হলেও, এটা অবশ্য সাহিত্যের কাতারেই পড়ে।


couple-5892661_1280.jpg

Image by Darius Smiley from Pixabay

তোমাকে দিলাম সবটুকু ভালোবাসা

তুমি পাহাড়ের গা বেয়ে নেমা আসা স্রোতধারা
শহর, নগর, গ্রাম, ঘুরে মিশে যাও সমুদ্রে।
তুমি গ্রীষ্মের তীব্র গরমে দক্ষিণা বাতাস
শীতল আবহে হিম কর উষ্ণ শরীরের তীব্রতা।

তুমি নদী জোয়ারে ভেসে যাওয়া পালতোলা নৌকা,
মাঝির চোখে ফুটে ওঠা শ্রম লাগবের চিহ্ন।
তুমি ফসলের মাঠে বেড়ে ওঠা ফলন।
তোমার চাহিদা অন্য সবার চেয়ে ভিন্ন।

তুমি উত্তরের আকাশে সদা উজ্জ্বল ধ্রুব তারা
পথ দেখাও উত্তাল সমুদ্রে ভেসে থাকা জাহাজের নাবিককে
তুমি পূর্ব দিগন্তে জেগে ওঠা নতুন সূর্য,
নতুন আলোয় ভাসাও সব, দূর কর অন্ধকারকে।

তুমি আমার দুঃখের সময়ের বিশস্ত সঙ্গী,
তুমি হতাশার দিনে জোগাও মনে আশা।
তুমি আমার কুঁড়েঘরের একমাত্র অলংকার,
তাই তোমায় দিলাম হৃদয়ের সবটুকু ভালোবাসা।


asdasdas.png

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।





Sort:  
 9 days ago 
Screenshot_20250215-012202.pngScreenshot_20250215-012015.pngScreenshot_20250215-011927.pngScreenshot_20250215-011047.png
Twitter PromotionCMC PromotionDEXScreen Vote#CoinGem# Vote

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67