বাংলা কবিতা 🗒️বর্ষাকাল 🌧️☔☔
১৫শ্রাবন , ১৪৩০ বঙ্গাব্দ
৩১জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ
১২মহররম, ১৪৪৪ হিজরী
সোমবার 💞
বর্ষাকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
আজ আপনাদের মাঝে নতুন আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। পুরো কবিতাটিতে বর্ষাকালের সৌন্দর্য এবং বৈচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। যদিও এবার বর্ষাকাল এখনো দেখা পায়নি। তবে পূর্বের বর্ষাকাল যেমন দেখেছি সেই ধারণা থেকেই আজকের কবিতাটি লেখা। বর্ষাকালের রিমঝিম বৃষ্টি ব্যাঙের ডাক কেয়া কদম ফুলের সুবাস। সবাই মিলে একসাথে স্কুল মাঠে ফুটবল খেলা ।নদীখাল-বিল পানিতে ভরে ওঠা চারিদিকে মাছের ছড়াছড়ি। এক কথায় পরিবেশটা খুবই সুন্দর থাকে। তবে এবারের বর্ষাকালটা সম্পূর্ণ ভিন্ন গ্রীষ্মকালটাই বেশি অনুভব করি। যা হোক চেষ্টা করেছি বর্ষাকালের চিত্র ফুটে তোলার জন্য কবিতার মাঝে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
বর্ষাকাল
বর্ষাকাল এক ভিন্ন ঋতু বড়ই অপরূপ,
নীল আকাশে বৃষ্টির মেঘ,
খ্যাক শিয়ালের বিয়ে,
রিমঝিম বৃষ্টি ঝরে প্রকৃতি থাকে চুপ ।
কখনো বৃষ্টি কখনো রৌদ্র,
কখনো বা পড়ে বাজ,
এ যেন এক ভিন্ন ঋতু,
অপরূপ তার সাজ ।
ভারী বর্ষনে নদী নালা আর খাল বিল যায় ভরে, মনের আনন্দে কুনোব্যাঙরা ঘ্যাঙর ঘ্যাঙ করে।
নৌকা নিয়ে চলছে মাঝি,
পাটনি নায়ে করে,
দু কড়ি দিলেই তবে ঘাট পাড় হবে।
বর্ষার দিনে একাকি মনের বিরহ যায় বেড়ে,
রবীন্দ্র সংগীতে কষ্টঘুচে ঘুম ঘুম চোখে,
পাড়ার ছেলেরা ফুটবলে মাতে লেখাপড়া সব ছেড়ে। টিনের চালের ঝনঝন সুরে চোখে এসে যায় ঘুম, বর্ষার রাতে নগর-গ্রামে বৃষ্টি ঝুমঝুুম।
কদম, কেয়ার মিষ্টি গন্ধে মনটা ভরে যায়,
বর্ষাকে তাই ভালোবাসি আমি, ভালোবাসে সবাই ।
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
VOTE @bangla.witness as witness

OR

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Posted using SteemPro Mobile
নীল আকাশে বৃষ্টির মেঘ,
খ্যাক শিয়ালের বিয়ে,
রিমঝিম বৃষ্টি ঝরে প্রকৃতি থাকে চুপ ।
কখনো বৃষ্টি কখনো রৌদ্র,
কখনো বা পড়ে বাজ,
এ যেন এক ভিন্ন ঋতু,
অপরূপ তার সাজ ।
ভারী বর্ষনে নদী নালা আর খাল বিল যায় ভরে, মনের আনন্দে কুনোব্যাঙরা ঘ্যাঙর ঘ্যাঙ করে।
নৌকা নিয়ে চলছে মাঝি,
পাটনি নায়ে করে,
দু কড়ি দিলেই তবে ঘাট পাড় হবে।
বর্ষার দিনে একাকি মনের বিরহ যায় বেড়ে,
রবীন্দ্র সংগীতে কষ্টঘুচে ঘুম ঘুম চোখে,
পাড়ার ছেলেরা ফুটবলে মাতে লেখাপড়া সব ছেড়ে। টিনের চালের ঝনঝন সুরে চোখে এসে যায় ঘুম, বর্ষার রাতে নগর-গ্রামে বৃষ্টি ঝুমঝুুম।
কদম, কেয়ার মিষ্টি গন্ধে মনটা ভরে যায়,
বর্ষাকে তাই ভালোবাসি আমি, ভালোবাসে সবাই ।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রকৃতি এখন সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে। কখনো রোদ কখনো বৃষ্টি। কালো মেঘ ধোঁকা দিয়ে রোদের দেখা মেলায়। যাইহোক ভাইয়া অসাধারণ কবিতা রচনা করেছেন।
ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
আরে বাহ আপনি তো খুব সুন্দর করে বর্ষাকাল নিয়ে কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আমার কাছে। আসলে বর্ষাকালের সবাই একসাথে স্কুল জীবনে যখন স্কুলে যেতাম অনেক ভালো লাগতো। আর বর্ষাকাল আসলে চারিদিকে থৈই থৈই করে। তবে আপনি কবিতার মাধ্যমে বর্ষাকাল খুব সুন্দর করে তুলে ধরেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ খুব সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আমার কবিতার মাঝে বর্ষাকালে সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।
আপনার বর্ষাকাল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি প্রকৃতিকে নিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। বর্ষাকালে পানি চারদিকে ভরাট থাকে। পানির শব্দ এবং ব্যাঙের ডাক শুনতে বর্ষাকালে আলাদা একটা অনুভূতি আসে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য।
বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখতে আমার ভালো লাগবে যেহেতু বর্ষাকাল চলছে তাই বর্ষাকাল নিয়ে লিখলাম আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।
ভাইয়া বর্ষাকাল নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। এখন বর্ষাকাল আর গ্ৰীষ্মকাল একই রকম। ছোটবেলায় এই সময়ে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারতাম না আর এখন গরমের জন্য ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে। প্রতিটা ঋতুর অনেক পরিবর্তন দেখা দিয়েছে। যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ।
আমি তো একটু বৃষ্টি হলেই স্কুলে যেতাম না।
যদিও বা বাহিরে বেরোতাম বই নিয়ে একটু পরেই গা হাত পা কাঁদা কাঁদা নিয়ে বাড়িতে চলে আসতাম হাহা।
বর্তমানে আমাদের এই কমিউনিটিতে খুবই সুন্দর সুন্দর কিছু কবিতা সবাই লিখে থাকেন। আপনি আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন আপনি খুবই সুন্দরভাবে সামঞ্জস্য রেখে লিখেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আমাদের কমিউনিটিতে আমরা অনেক রাধুনী পেয়েছি ।কবি পেয়েছি। অনেক ভালো ভালো লিখনের মানুষ পেয়েছি ।যেগুলা পড়ে প্রতিনিয়ত আমরা উপকৃত হচ্ছি।
বর্ষাকাল কবিতাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে পূর্বের বর্ষাকাল যেমন ছিল এখন তো তার মত কিছুই হয়নি। আপনি পূর্বের বর্ষাকাল নিয়ে আজকের এই কবিতাটা লিখেছেন জেনে ভালো লাগলো। আসলে এরকমটা টপিক নিয়ে যদি কবিতা লেখা হয় তখন খুবই ভালো লাগে পড়তে। এক কথায় অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই বর্ষাকাল কবিতাটা।
আসলে পূর্বের ঋতুগুলো সবই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের তা আর সময় হচ্ছে না।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।
বর্ষা আর মাঝি কে কেন্দ্র করে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর কবিতাটি আবৃত্তি করতে আমার বেশ ভালো লাগলো। আগেকার কবিরা এবং শিল্পীরা বেশিরভাগ নদী এবং নৌকা কে কেন্দ্র করে বিভিন্ন প্রকার লেখালেখি করত, ঠিক তেমনি মনে হল আপনার এই কবিতা আবৃতি করতে গিয়ে।
কবিতার মাঝে চেষ্টা করেছিলাম বর্ষাকাল তথা নদী নৌকা মাঝি এবং তার চারিপাশের রূপ তুলে ধরার জন্য।
ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ধন্যবাদ।
ভাইয়া সময়টা বর্ষাকাল চলছে সেই সাথে কবিতাটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।এই বর্ষাকালে সময়টা হচ্ছে এই যে বৃষ্টি আবার এই যে রোধ। কিন্তু এইবার বৃষ্টিটা একটু কম মনে হচ্ছে। আসলে আগে যেমন বর্ষাকাল হতো সেই রকম বর্ষা আর দেখতে পাওয়া যায় না। সবকিছু চেঞ্জ হয়ে গেছে কেমন জেন। সবমিলিয়ে ভালো লাগছে আজকের কবিতাটি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলে সময়টা বর্ষাকাল চললেও বর্ষাকালের আবহাওয়াটা আমাদের গায়ে লাগছে না।
মনে তো হচ্ছে গ্রীষ্মকাল।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।