বাংলা কবিতা 📖📖বেলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

১৩আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ

২৮সেপ্টেম্বর , ২০২৩ খ্রিস্টাব্দ
১২রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


প্রতিটা নিঃশ্বাস আমাদেরকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে, প্রতিটা সূর্যাস্ত আমাদের জীবন থেকে একটি করে দিন কেড়ে নিচ্ছে। এরকমভাবে সবকিছুই গত হয়ে যাচ্ছে। দিনে দিনে আমাদের বয়স কমতে শুরু করছে। কখন যেন ডাক এসে যায় পরপারের। পৃথিবীতে আসার যেমন একটি সিরিয়াল রয়েছে, কিন্তু পৃথিবী থেকে ফেরত যাওয়ার কোন সিরিয়াল নেই। ছেলের কাঁধে বাবার লাশ বাবার কাছে ছেলের লাশ এটাই বাস্তবতা। আমাদের জীবন ক্ষণস্থায়ী। জীব মাত্রই মৃত্যুবরণ করবে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে কেন এই ছোট্ট জীবন দিয়ে পৃথিবীতে পাঠালেন। কখনো কি ভেবেছেন একবার?? যেকোনো কাজ করার পিছনে আমাদের যেমন উদ্দেশ্য অবশ্যই থাকে, তেমনি সৃষ্টিকর্তা ও কোন উদ্দেশ্য করেই আমাদেরকে পৃথিবীতে বিচরণ করাচ্ছে। এজন্য ভাই আমাদেরকে পরকালের করি যোগাড় করতে হবে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তিনি সেই উদ্দেশ্য সফল করতে হবে। তাহলেই পৃথিবীর জীবন সফলকাম হবে। ঠিক এই বিষয়গুলোই কবিতার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


lake-696098_1280.jpg

Source


ঘড়ির কাঁটা চলছে ,

নাইরে থেমে কখনো,
সময় গুলো চলছে ক্রমাগত ।

দিবারাত্রি জাগছে চন্দ্র, সূর্য ,
নিচ্ছে আবার বিদায়,
কত শতশত চন্দ্র সূর্য হারালো মেঘমালায়।

মোরা চলছি উন্মাদ হয়ে,
নিজের মত করে,
নেই কোন ভয় মনে।

যে কারণে পাঠাইলো বৃধি,
সবাইকে ভুবনে,
করতে পেরেছি কি তার জয়।

হেলায় মোদের পেরুলো বেলা
কতো শতো রাত পেরিয়ে হলো ভোর,
পারের কড়ি কতো হলো বলো আপন মন।

রঙ তামাশায় ঢং করিয়া কাটছে মোদের বেলা,
রঙিন চশমা পারে দেখি রঙিন দুনিয়া,
জয় করিতে এসে পরাজয়ের খাতা লিখি,

রঙ্গের বাড়ী আপন জন,
মধুর হাঁড়ি বিনোদন,
যেতে হবে ছাড়ি সবই।

জন্মেছি মরিতে হবে
এটা ধর্মের বাণী,
চিরন্তন সত্যি জানি,

তবুও আমাদের বাহাদুরী,
বক্র পথে চলি,
সময় থাকতে শুধরাতে হবে।
খুজতে হবে পরপারের কড়ি।



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কবিতার পটভূমি দারুণ ছিল ভাইয়া। আসলে একটি কবিতার ভিতরে কি আছে সেগুলো পটভূমি পড়লে বুঝা যায়। জীবন সম্পর্কে দারুণ অভিজ্ঞতা ছিল আপনার। আসলে আমরা যত বড় হচ্ছি আমাদের বয়স যতই বাড়তেছে আমরা যেন মৃত্যুর কাছাকাছি যাচ্ছি। দারুণ একটি কবিতা লিখলেন বেলা নিয়ে। কবিতাটি পড়তে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাই আমাদের জীবনের বেলা শেষ হয়ে যাওয়ার পূর্বেই আমাদেরকে মহান সৃষ্টিকর্তার শরণাপন্ন হতে হবে। সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই । আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ ভালো লেগেছে আমার। আসলে আমাদের জীবন থেকে সময় পার হয়ে যাচ্ছে। আমরা সময়ের গুরুত্ব দিচ্ছি না সময় থাকতে যদি জীবন পরিবর্তন না করি। তাহলে এক সময় তার জন্য খুবই আফসোস করতে হবে‌।

জন্মেছি মরিতে হবে
এটা ধর্মের বাণী,
চিরন্তন সত্যি জানি,

এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ছন্দের মিল আর বাস্তবতাকে একসাথে মিল রেখে ধারণ কবিতা লিখেছেন। এই কবিতার মাধ্যমে অনেক কিছুই শেখার আছে। সত্যি বলতে কবিতাটা কাজী নজরুল ইসলামের কবিতার মত লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79869.57
ETH 1588.25
USDT 1.00
SBD 0.66