আমার লেখা অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে। তাহলে বন্ধুরা চলুন কবিতাগুলো আবৃত্তি করি।
১
ফিরে পাবে বারবার মনের ঘরে এই আমার।
ছুটে আসবো বারবার তোমার কমল ছায়ায়
আবারো আমি ফিরব তোমার মনের মায়ায়।
ভালোবাসার ছোঁয়া নিয়ে আসবো ছুটে আমি
হৃদয় জানে তুমি আপন প্রাণের চেয়েও দামি।
২
যেই বন্ধন ছিড়ে যাওয়া যায় না।
গড়ে তুলেছ ভালোবাসার এক স্বপ্ন বাসর
পুষ্পসজ্জিত ঘরখানা যেন তোমারি নির্মিত।
তোমার হাতের কোমল ছোঁয়া আমায় কাছে ডাকে
মায়ার বন্ধনে আবদ্ধ করে পাশাপাশি শুধু রাখে।
৩
তোমাকে ঘিরে এ হৃদয় নীড়ে কত স্বপ্ন আশা।
যেখানেই যাই তোমাকেই পাই সবখানে শুধু তুমি
তোমার মুখের কোকিল কন্ঠে পাগল হয়ে আমি।
বেধেছো তুমি এ কোন মায়ায় রঙিন স্বপ্ন দিয়ে
ভাবতে থাকি সারাটি ক্ষণ শুধু তোমাকে নিয়ে।
৪
ছলনাময়ী রূপ দেখিয়ে পোড়ায় অন্তর।
তুমি কি তেমন রূপ লাবণ্যে আমায় ভুলিয়েছো
সত্যি বলো বন্ধু তুমি কতটা ভালোবাসো।
মন প্রাণ উজাড় করে তোমায় ভালোবাসি
তোমার জন্য শত শতবার গলায় পড়বো ফাঁসি।
ভালোবেসো এমনই করে মন প্রাণ উজাড় করে
সর্বক্ষণ হৃদয় আমার তোমার জন্য পোড়ে।
ফটোগ্রাফি | একুরিয়াম |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
অনু কবিতাগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আপনি দেখছি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন । আসলেই কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে
লিখেছেন ।আপনার কবিতার মাঝে ভালোবাসার দিক ফুটে উঠেছে ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
সবকিছু আপনাদের মাধ্যমে শিখার চেষ্টা।
Twitter-promotion
আমার আজকের টাস্ক
বাহ অনু কবিতা লিখতে দেখতেছি আপনি ভীষণ এক্সপার্ট। প্রিয় মানুষের অনুভূতি নিয়ে চমৎকার অনু কবিতা গুলি লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে যেখানে নিজের মনের ভিতর জমে থাকা আবেগ গুলি প্রকাশ পেয়েছে। এরকম স্মৃতিগুলো হর হামেশাই আমাদের মনের মধ্যে জন্মায় মনের সেই মনিকোঠায় থাকা প্রিয় রূপসীকে নিয়ে। এভাবেই চেষ্টা করুন আশা করি আগামীতে পূর্ণাঙ্গ কবিতা লিখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
একটু একটু অভ্যাস রয়েছে।
বাহ ভাইয়া আপনিতো সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে মনের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে আপনি বিভিন্ন অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
হ্যাঁ ভাইয়া, অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়।