আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত কোন কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
তাদের মধ্যে কোন প্রকার বিবেক কি নাই?
ভুল করে কি মনে হয় না এখন ঘুমানোর সময়
ঘুমিয়ে আছে কত বৃদ্ধ পিতা অসুস্থ সারা গায়।
বিরক্ত হচ্ছে গানের শব্দে ফেলছে অস্বস্তির নিঃশ্বাস
আগামী ভবিষ্যৎ প্রজন্ম লেখাপড়ার হচ্ছে সর্বনাশ।
তবুও কেন বিবেক হয় না কেমন আনন্দ উল্লাস
নিজের ফুর্তি করতে গিয়ে অন্যের করে সর্বনাশ।
অনু কবিতা নং-২
কথাবার্তা চলাফেরার ভুল ধরে কোন গুরুজনে।
শ্রদ্ধা ভক্তির বালাই নেই বর্তমান সমাজে
নষ্ট হচ্ছে যুবসমাজ অশ্লীলতার টানে।
সবকিছু জেনে থেমে রয়েছে অভিভাবকগণ
নিজেদের মধ্যে ত্রুটি রয়েছে এটাই বিশেষ কারণ।
অনু কবিতা নং-৩
যুবসমাজ ধ্বংস হওয়ার এটাই বড় ভয়।
নষ্ট হচ্ছে প্রতিনিয়ত কত শত স্টুডেন্ট
টিকটক ভিডিও দেখছে সাথে খেলছে ইচ্ছে মতো গেম।
ক্ষতি জেনে অভিভাবকরা কেন চুপ করে রয়
ভবিষ্যতে অমঙ্গল হবে এটাই বড় ভয়।
জেগে উঠুন বিবেকবান সমাজ সংস্কার করতে
ঐক্যবদ্ধ হতে হবে অশ্লীলতা দূর করতে।
অনু কবিতা নং-৪
বিবেকহীন মূর্খরা মিথ্যে কথা কয়।
মানুষ ঠকিয়ে অনেকেই নিজের ভাবে জয়
প্রতারকের ঠকবাজি কতদিন আর রয়।
সমাজটা যেন হয়ে উঠেছে ধান্দাবাজির মেলা
কবে তুমি মানুষ হবে ফুরিয়ে যাচ্ছে বেলা।
যেতে যেতে চলে যাবে মূল্যবান সময়
সৃষ্টিকর্তারে স্মরণে রেখে মনে আনো ভয়।
কবিতার সারাংশ
ফটোগ্রাফি | ধনিয়া ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
দারুণ অনু কবিতাগুলো উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। আপনার কবিতার মাঝে সুন্দর কিছু কথা তুলে ধরেছেন। নতুন প্রজন্ম যেন অশ্লীলতায় বেশি ধ্বংস হয়ে গেছে তাই আশেপাশে গুরুজন দেখলেও সম্মান করতে চায় না। আর মোবাইল তো এখন নতুন জন্ম নিয়া শিশুরাও অনেক ভক্ত হয়ে গেছে। আপনার লেখা প্রতিটা কবিতাই অসাধারণ হয়েছে।
এইজন্য আমাদের অনেক সজাগ হতে হবে আপু।
ভাইয়া আপনার স্বরচিত কিছু অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
খুব সুন্দর মন্তব্য করে পাশে আছেন দেখে খুশি হয়েছি।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। তবে আপনার ছোট ছোট অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আর বিভিন্ন ট্রাফিক নিয়ে অনু কবিতা লিখেছেন এবং মনের ভাব প্রকাশ করেছেন। আর এই ধরনের অনু কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে। এবং সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি লেখার চেষ্টা করব ভাইয়া।
বেশ দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই মোবাইলে আসক্ত হয়ে যুব সমাজ
ধ্বংস হচ্ছে। বাস্তবতা নিয়ে লিখেছেন বেশ ভালো লাগলো।অনেক ধন্যবাদ ভাই চমৎকার কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপু।
আপনি খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন এবং সব সময় আপনার অনু কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়েও খুব ভালই লাগছে৷ এখানে আপনি এই অনু কবিতা তৈরি করার মধ্য দিয়ে এই অনু কবিতাগুলোর লাইনের সামজ্ঞস্যতা খুব ভালোভাবে বজায় রেখেছেন৷ সবগুলো অনু কবিতা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷
উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভাই এখনকার বেশিরভাগ মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। তাদের বিবেক বুদ্ধি নেই বলেই তো এসব করে। তাদের জন্য মানুষের যে রাতের ঘুম হারাম হয় এবং অনেক মানুষ বিরক্ত বোধ করে, সেটা তারা বুঝেও বুঝতে চায় না। যাইহোক দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো অণু কবিতাগুলো পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন।