আমার লেখা অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট ছোট কবিতা নিয়ে। কিছু ভালোলাগা, কিছু স্বপ্ন, কিছু অনুভূতি মিলেই আমার কবিতা গুলো। কমিউনিটিতে দেখেছি অনেক ভাই-বোনেরা সুন্দর করে ছোট বড় কবিতা লিখে থাকেন। সকলের দেখা দেখি আমিও অনুপ্রাণিত। পূর্বে হালকা কবিতা লেখার অভ্যাস থাকায়, সবার পাশাপাশি নিজেও কবিতা লেখার প্রতি অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। আর সেই অনুভূতি থেকেই কবিতাগুলো লেখা। আশা করবো, আমার এই কবিতা আপনাদের ভাল লাগবে।


1000006361.jpg

photo editing by mobile app




আমি হারিয়ে ফেলেছি

এক নিষ্ঠা ভালবাসার মৌনতা।

যেখানে আলিঙ্গন করতে তুমি
এক বুক ভালোবাসার অনুভূতিতে।

এখন সেথায় শুধু কুয়াশা ঘেরা
আধার নেমে আসে হয়ে দিশেহারা।

আমিও সকল সুখের আশা ছেড়ে
তোমার কাছে যেন কবেই গেছি হেরে।

হারিয়েছি শত সুখের ঠিকানা
ভালোলাগার রাস্তা গুলো হয়েছে অচেনা।





এক মুঠো সুখ যদি তুমি আমায় দিতে

তোমার সুখের ছোঁয়া রাখতাম সারা জীবন ধরে।

তুমি যদি বাসতে ভালো হৃদয় উজার করে
সারা জীবন থাকতাম তোমার ভালোবাসার করিডোরে।

যদি বলতে তোমায় মন থেকে ভালবাসি
হাসিমুখে বরণ করে নিতাম মিথ্যে অভিযোগের ফাঁসি।

যদি তুমি আসো সারা জীবনের জন্য
এ দুনিয়ায় জন্ম আমার সত্যি হয়ে যেত ধন্য।

এভাবেই অন্ধ হয়ে তোমায় ভালোবাসি
তোমার ভালোবাসা পেলে হৃদয় মাঝে ফুল ফোটে রাশিরাসি।





লেকের পাড়ে বসে থেকে তোমায় যখন ভাবি

মনে হয় এই জীবনে একটাই শুধু দাবি।

ভালোবেসো প্রানো বন্ধু হৃদয় উজার করে
নামটি তুমি টুকে রেখো তোমার অন্তরে।

মনে রেখো তোমার প্রতি কত ভালোবাসা
তোমায় পেয়ে ধন্য হব এটাই মনের আশা।





দূর দিগন্তে তাকিয়ে দেখি শুকতারা জেগে আছে

তুমিও কি জেগে আছো আমায় মনে করে।

মনে কি কর আমার কথা সারাটি দিনভর?
আমি তোমার মনের মানুষ বাকি সবাই পর।

মনে মন রেখে যদি আমায় ভালোবাসো
মনে হয় সারাটি ক্ষণ তুমি আমার আছো।

অবুঝ মন মানতে পারেনা তোমার দূরে থাকা
হৃদয় মাঝে তোমার ছবি যত্ন করে রাখা।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিসরিষা ফুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 50 pro
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 2 months ago 
 2 months ago 

চমৎকার কবিতা লিখেছেন লাইনগুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে ভালবাসা কেন্দ্রিক কবিতাগুলো পড়তে ভালো লাগলো লাগে আবার লিখতেও ভালো লাগে যার কারণে আপনার লেখা কবিতাটি একটু বেশি ভালো লেগেছে যাই হোক শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

আমিও ইম্প্রেসড হয়েছিলাম ভালোবাসার কবিতা পড়ে।

 2 months ago 

আজকাল অনু কবিতাগুলো পড়তে আমার অনেক আগ্রহ হয়। আগ্রহ থেকে আপনার অনু কবিতা গুলো পড়তে লাগলাম যখন পড়তে শুরু করলাম তখন বুঝলাম কবিতার মর্ম। প্রতিটি কথা, ছন্দ মিলিয়ে কবিতা গুলো অতুলনীয় হয়েছে।

 2 months ago 

ভিন্ন ভিন্ন অঙ্গিকে অনু কবিতাগুলো লেখা হয়। একসাথে এতগুলো কবিতা পড়তে ভালোই লাগে। খুব সুন্দর ছন্দ এবং শব্দ সাজিয়ে কবিতার লাইনগুলো লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last month 

আমার কাছেও অনু কবিতাগুলো ভালো লাগে

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে অনেকেই খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। তাদের দেখা দেখি আপনিও অনু কবিতা লেখার চেষ্টা করেছেন জেনে খুশি হলাম। আপনার কবিতা গুলো ও খুব সুন্দর হয়েছে। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। আপনার চারটি কবিতাই সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 last month 

আমি তাদের দেখেই চেষ্টা করছি

 2 months ago (edited)

অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আপনার সুন্দর সুন্দর অনু কবিতাগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে দুই নম্বার অনু কবিতাটির মধ্যে দারুন একটি প্রেমিক হৃদয়ের অনুভূতি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি অনু কবিতার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

মন্তব্য দেখে অনেক খুশি হলাম ভাইয়া

 2 months ago (edited)

আমার আজকের টাস্ক

1000006437.jpg

1000006435.jpg

1000006441.jpg

 2 months ago 

আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। এবং আপনার বিভিন্ন ধরনের অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। এবং সুন্দর সুন্দর টফিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last month 

উৎসাহ পেলে আরো সুন্দর হবে

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82651.25
ETH 1892.25
USDT 1.00
SBD 0.77