আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 days ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আবৃত্তি করি।


1000014019.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


পরেছো তুমি লাল শাড়ি

বধু সেজে গেছ নতুন বাড়ি।

সেজেছো কত রং বাহারি
দেখিয়েছো অনেক পর-হেজগারী।

এভাবেই একদিন যৌবন ছাড়ী
হয়ে যাবে তুমি মুরুব্বী নারী।

তাহলে কেন ঢং বাহাদুরি
জীবনটা তো এক কাগজের ঘুড়ি।



অনু কবিতা নং-২


নিঃস্ব হয়ে যাব আমি নিঃস্ব তোমার জন্য

একটু ভালোবাসা পেলে হবো অনেক বেশি ধন্য।

তোমার ভালোবাসার জন্য আমি চেয়ে চেয়ে থাকি
হৃদয় খাতার এলবামে তোমার ছবি আঁকি।

মনের দেওয়ালে তুমি থাকো সারা জনম ভর
হৃদয় মাঝে আগলে রেখে করি যে আদর।



অনু কবিতা নং-৩


মন চায় ভেসে যায় ভালোবাসার স্রোতে

তোমার ভালোবাসার স্রোতধারায় আমি ভেসে যায়।
দূর থেকে দূর দিগন্তের কোন কিনারে।

খুঁজে ফিরি সেথায় একাকী নীরবতাই
বিরহের রঙিন চাদরে মড়া উদাসীন মৌনতা
বারবার খুঁজে ফেরে তোমার সেই ভালোবাসা।

এখনো আলিঙ্গন করি বৈরী হওয়ার সাথে
উষ্ণ আবহাওয়ায় এসে হৃদয়ে মিশে
মনে করে দেয় সেই ফেলে আসা ফাগুন বেলা।



অনু কবিতা নং-৪


পাহাড় পরিমাণ দুঃখ যদি দিতে চাও তুমি

নীরবে নিভৃতে শয়ে যাব সব আমি।

মাথায় যদি চাপিয়ে দাও কষ্টের এক পাহাড়
তবুও আমি বুঝে নেব উপহার ছিল তোমার।

সইবো সবি লাঞ্ছনা গঞ্জনা যত আছে
সারা জীবন ভালোবাসা চাইবো তোমার কাছে।

শুধু ভালোবাসার বিনিময়ে সবকিছুতেই রাজি
তোমার ভালোবাসা পাওয়ার জন্য ধরেছি আমি বাজি।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিস্মৃতিসৌধ এরিয়া
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 3 days ago 
 3 days ago 

আমার আজকের টাস্ক

1000014025.jpg

1000014023.jpg

1000014021.jpg

 3 days ago 

ভালোবাসা কেন্দ্রিক বেশ কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ভালোবাসা কেন্দ্রিক কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমিও আজকাল ভালবাসা কেন্দ্রে কবিতা লিখতে পছন্দ করি। খুব সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84941.08
ETH 1639.84
USDT 1.00
SBD 0.76