আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আবৃত্তি করি।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
বধু সেজে গেছ নতুন বাড়ি।
সেজেছো কত রং বাহারি
দেখিয়েছো অনেক পর-হেজগারী।
এভাবেই একদিন যৌবন ছাড়ী
হয়ে যাবে তুমি মুরুব্বী নারী।
তাহলে কেন ঢং বাহাদুরি
জীবনটা তো এক কাগজের ঘুড়ি।
অনু কবিতা নং-২
একটু ভালোবাসা পেলে হবো অনেক বেশি ধন্য।
তোমার ভালোবাসার জন্য আমি চেয়ে চেয়ে থাকি
হৃদয় খাতার এলবামে তোমার ছবি আঁকি।
মনের দেওয়ালে তুমি থাকো সারা জনম ভর
হৃদয় মাঝে আগলে রেখে করি যে আদর।
অনু কবিতা নং-৩
তোমার ভালোবাসার স্রোতধারায় আমি ভেসে যায়।
দূর থেকে দূর দিগন্তের কোন কিনারে।
খুঁজে ফিরি সেথায় একাকী নীরবতাই
বিরহের রঙিন চাদরে মড়া উদাসীন মৌনতা
বারবার খুঁজে ফেরে তোমার সেই ভালোবাসা।
এখনো আলিঙ্গন করি বৈরী হওয়ার সাথে
উষ্ণ আবহাওয়ায় এসে হৃদয়ে মিশে
মনে করে দেয় সেই ফেলে আসা ফাগুন বেলা।
অনু কবিতা নং-৪
নীরবে নিভৃতে শয়ে যাব সব আমি।
মাথায় যদি চাপিয়ে দাও কষ্টের এক পাহাড়
তবুও আমি বুঝে নেব উপহার ছিল তোমার।
সইবো সবি লাঞ্ছনা গঞ্জনা যত আছে
সারা জীবন ভালোবাসা চাইবো তোমার কাছে।
শুধু ভালোবাসার বিনিময়ে সবকিছুতেই রাজি
তোমার ভালোবাসা পাওয়ার জন্য ধরেছি আমি বাজি।
ফটোগ্রাফি | স্মৃতিসৌধ এরিয়া |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
ভালোবাসা কেন্দ্রিক বেশ কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ভালোবাসা কেন্দ্রিক কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমিও আজকাল ভালবাসা কেন্দ্রে কবিতা লিখতে পছন্দ করি। খুব সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/dream_boy56923/status/1910744245105025291?t=i4USymwrXwXKaYz7YBydsw&s=19
https://x.com/dream_boy56923/status/1910744412642333035?t=abQMxCT6RxignymhqmENpA&s=19
https://x.com/dream_boy56923/status/1910745675866025999?t=OaBXz6jA61LYb9hcRdiiyg&s=19
https://x.com/dream_boy56923/status/1910745705075139049?t=3wwRrWgKmXr4brPX-amNzA&s=19