আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ12 days ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।


1000009699.jpg

photo editing by Infinix mobile app




অনু কবিতা নং-১


পাতা ঝরা দিন এসে গেছে

বয়ে চলেছে ফাগুনের বেলা।

গাছের পাতার ফাঁকে লুকিয়ে থাকা পাখিটাও যেন
বের হয়ে এসেছে সজীবতার টানে।

দৃষ্টি মিলেই খুঁজে পাওয়া যায়
সেই ঘন কালো লাজুক পাখিটাকে।

মন মাতানো কুহু কুহু মুখের ধ্বনিতে
পাগল করে তোলে ছোট বড় সবার মন।

ছুটে চলেছে অনবরত নতুন সন্ধানে
প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন মৌনতা।



অনু কবিতা নং-২


দিন চলে যায় রাত চলে যায়

বয়সের টানে মৃত্যুর কোলে ঢলে পড়ে কত পাখি।

সেই ছোট থেকে এখনো পরিবর্তন দেখি নাই
আমার পরিচিত কাক পাখির মুখের ধ্বনি।

বয়সের ভার যেন ঠেলে ফেলে দেয়
কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধের সন্ধানে।

কাক পাখির মুখের কা কা শব্দ
এখনো পরিবর্তন হয়নি কিশোর কিংবা বৃদ্ধের টানেউ।

শুধু থাকবো না আমি আর তুমি
আমাদের চলার সেই পথ ধরে।

থেকে যাবে অপরিবর্তন কিছু বিষয়
যেগুলো আজীবন থেকে যাবে।



অনু কবিতা নং-৩


কষ্টের সময় গুলো যেতে চাই না

নিতে চায়না কোন সান্তনা।

পেয়ে থাকে শুধু বিরহ বেদনা
অল্প আঘাতে মনে হয় বড় বেশি লাঞ্ছনা।

তবুও বেঁচে থাকতে হয় নতুন কোন আশায়
পড়তে হয় নতুন ভালোবাসায়।

এভাবেই একের পর এক জীবনধারা
তাই বিপদে হতে হয় না দিশেহারা।



অনু কবিতা নং-৪


চেহারার পরিবর্তন দেখি, অর পরিবর্তন মনোভাব

সৃষ্টি কর্তার দুনিয়াতে শুধু মায়ার অনুভব।

মনের মায়া মনে থেকে যায়
শুধু বয়ে বেড়ায় মনের দুঃখ কষ্ট যন্ত্রণা।

এমন কিছু বন্ধন রয়েছে যেগুলো ছিন্ন করা যায়
ভিন্ন করা যায় না ইতিহাস আছে যত সব।





কবিতার সারাংশ


কিছু ভিন্ন ভিন্ন চিন্তাধারা নিয়ে লেখা আমার আজকের এই কবিতাগুলা। এখন আমাদের মাঝে ফাল্গুন মাস বিরাজমান। এই সময়ে বিভিন্ন গাছের পাতা ঝরে যায়। পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখিরা খুব সহজে মানুষের দৃষ্টিগোচর হয়। প্রাকৃতিক পরিবেশ ও মানুষের জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তবে প্রাকৃতিক পরিবেশের আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর পরিবর্তন আসে না। মানুষের জীবনে সুখ দুঃখ আসবে এটা স্বাভাবিক। সবকিছুর মাঝে নিজেকে মানিয়ে চলতে হবে। আপনি আমি যতই চেষ্টা করব আপনজনের বন্ধন ছিন্ন করতে। কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থেকে যাবে। যেটা মুছে ফেলা যায় না।


বিশেষ বিশেষ তথ্য


বিষয়অনু কবিতা
ফটোগ্রাফিরমনা পার্ক
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 12 days ago 
 12 days ago (edited)

আমার আজকের টাস্ক

1000009753.jpg

1000009777.jpg

1000009757.jpg

 12 days ago 

আপনার অনু কবিতার সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি বেশ কয়েকজন কবিতা লিখে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আসলেই ভাই ফাগুনের দিন চলে এসেছে পাতা ঝরার দিন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

খুব চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন। অণু কবিতা আমার অনেক ভালো লাগে।আসলে অণু কবিতা পড়তে লিখতে দুটোই আমার ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে অণু কবিতা শেয়ার করে থাকি।ধন্যবাদ সুন্দর কিছু অণু কবিতা আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ।

 12 days ago 

আসলে পাতা ঝরা এই বিকালটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে। এছাড়াও আমাদের দিন দিন যেন জীবন থেকে সময় চলে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে আমাদের সময়ের শেষ গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছি। আপনি আজ আপনাদের মাঝে দারুন দারুন কতগুলো ছোট কবিতা শেয়ার করেছেন।

 12 days ago 

এত সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতাগুলো অসাধারণ হয়। অনেক ধন্যবাদ আপনাকে কবিতাগুলো লিখে শেয়ার করার জন্য।

 12 days ago 

কবিতাগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে ছন্দে মিলানো এই অনু কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আপনিতো চমৎকার অনু কবিতা লিখতে পারেন। ভিন্ন ভিন্ন বিষয়ের আঙ্গিকে চারটি অণু কবিতা লিখে শেয়ার করেছেন। বসন্তের অনুভূতি এবং নিজের খারাপ সময়ের মন্তব্যসহ আরো ভিন্ন বিষয়ে অণু কবিতাগুলি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা জ্ঞাপন করছি।

 8 days ago 

আসলেই ভাই জীবনে সুখ দুঃখ আসবেই। আর দুঃখ আছে বলেই তো সুখের এতো দাম। তাই দুঃখের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা। যাইহোক আপনার অণু কবিতা গুলো সবসময়ই দারুণ হয় ভাই। আজকেও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লাগলো অণু কবিতাগুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82651.25
ETH 1892.25
USDT 1.00
SBD 0.77