আমার লেখা কিছু অনু কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
photo editing by Infinix mobile app
অনু কবিতা নং-১
বয়ে চলেছে ফাগুনের বেলা।
গাছের পাতার ফাঁকে লুকিয়ে থাকা পাখিটাও যেন
বের হয়ে এসেছে সজীবতার টানে।
দৃষ্টি মিলেই খুঁজে পাওয়া যায়
সেই ঘন কালো লাজুক পাখিটাকে।
মন মাতানো কুহু কুহু মুখের ধ্বনিতে
পাগল করে তোলে ছোট বড় সবার মন।
ছুটে চলেছে অনবরত নতুন সন্ধানে
প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন মৌনতা।
অনু কবিতা নং-২
বয়সের টানে মৃত্যুর কোলে ঢলে পড়ে কত পাখি।
সেই ছোট থেকে এখনো পরিবর্তন দেখি নাই
আমার পরিচিত কাক পাখির মুখের ধ্বনি।
বয়সের ভার যেন ঠেলে ফেলে দেয়
কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধের সন্ধানে।
কাক পাখির মুখের কা কা শব্দ
এখনো পরিবর্তন হয়নি কিশোর কিংবা বৃদ্ধের টানেউ।
শুধু থাকবো না আমি আর তুমি
আমাদের চলার সেই পথ ধরে।
থেকে যাবে অপরিবর্তন কিছু বিষয়
যেগুলো আজীবন থেকে যাবে।
অনু কবিতা নং-৩
নিতে চায়না কোন সান্তনা।
পেয়ে থাকে শুধু বিরহ বেদনা
অল্প আঘাতে মনে হয় বড় বেশি লাঞ্ছনা।
তবুও বেঁচে থাকতে হয় নতুন কোন আশায়
পড়তে হয় নতুন ভালোবাসায়।
এভাবেই একের পর এক জীবনধারা
তাই বিপদে হতে হয় না দিশেহারা।
অনু কবিতা নং-৪
সৃষ্টি কর্তার দুনিয়াতে শুধু মায়ার অনুভব।
মনের মায়া মনে থেকে যায়
শুধু বয়ে বেড়ায় মনের দুঃখ কষ্ট যন্ত্রণা।
এমন কিছু বন্ধন রয়েছে যেগুলো ছিন্ন করা যায়
ভিন্ন করা যায় না ইতিহাস আছে যত সব।
কবিতার সারাংশ
বিষয় | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফি | রমনা পার্ক |
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
Twitter-promotion
আমার আজকের টাস্ক
আপনার অনু কবিতার সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি বেশ কয়েকজন কবিতা লিখে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আসলেই ভাই ফাগুনের দিন চলে এসেছে পাতা ঝরার দিন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন। অণু কবিতা আমার অনেক ভালো লাগে।আসলে অণু কবিতা পড়তে লিখতে দুটোই আমার ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে অণু কবিতা শেয়ার করে থাকি।ধন্যবাদ সুন্দর কিছু অণু কবিতা আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ।
আসলে পাতা ঝরা এই বিকালটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে। এছাড়াও আমাদের দিন দিন যেন জীবন থেকে সময় চলে যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে আমাদের সময়ের শেষ গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছি। আপনি আজ আপনাদের মাঝে দারুন দারুন কতগুলো ছোট কবিতা শেয়ার করেছেন।
এত সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লেগেছে। অনু কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে লেখা কবিতাগুলো অসাধারণ হয়। অনেক ধন্যবাদ আপনাকে কবিতাগুলো লিখে শেয়ার করার জন্য।
কবিতাগুলো পড়ে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে ছন্দে মিলানো এই অনু কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনিতো চমৎকার অনু কবিতা লিখতে পারেন। ভিন্ন ভিন্ন বিষয়ের আঙ্গিকে চারটি অণু কবিতা লিখে শেয়ার করেছেন। বসন্তের অনুভূতি এবং নিজের খারাপ সময়ের মন্তব্যসহ আরো ভিন্ন বিষয়ে অণু কবিতাগুলি লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা জ্ঞাপন করছি।
আসলেই ভাই জীবনে সুখ দুঃখ আসবেই। আর দুঃখ আছে বলেই তো সুখের এতো দাম। তাই দুঃখের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করা। যাইহোক আপনার অণু কবিতা গুলো সবসময়ই দারুণ হয় ভাই। আজকেও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লাগলো অণু কবিতাগুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।