আমার লেখা একাধিক ছোট বড় কবিতা
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের কবিতা থাকবে ছোট আর বড় দুই রকমের কবিতা। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।
অনু কবিতা নং-১
এবুকের ছোট নীড়ে।
এখনো যে মন পড়ে
যখন আঘাত লাগে অন্তরে।
তোর আমার কি হবে রে মিল
দেখতে চাবি কি ঠোঁটের তিল।
আসবে কি ফিরে মধুর ক্ষন
বুক মাজারে আপনজন।
আজও তোর প্রতীক্ষায় মন রয়ে যায়
বছরকে বছর চলে গেলেও আমি ভুলি নাই।
অনু কবিতা নং-২
তাইতো আমি থেমে যায়।
থেমে যায় আমার পথচলা
কারণ ভুলতে পারিনা তোমায়।
যতই ভুলে থাকতে চাই
বারবার ফাগুন ফিরে আসে।
মনে পড়ে যায় সেই ঝরা পাতার দিনে
দুজনে হাত ধরে চলেছি আনমনে।
চলেছি রমনা লেকের পাড় ধরে
শত শত তৃষ্ণার্ত প্রেমিকের পাশ দিয়ে।
মনে করছি স্বার্থক হবে আমাদের প্রেম
গভীর অনুভূতির মাঝে আজ তুমি নাই।
অনু কবিতা নং-৩
থেমে যাবে সকল চলাচল।
দিনশেষে ভেবে দেখি
কি আছে আমার সম্বল।
প্রিয়জন যখন কথা শোনে না
ডিপ্রেশন তখন বাধা মানে না।
মন চায় ঝরে যায় ফুলের মতন
থেমে যাক নিভে যাক এই প্রাণচঞ্চল।
এমন নিষ্ঠুর মন মানসিকতা নিয়ে
ছিল তোমার বিচরণ আমার মনের ঘরে।
হাসি মাখা মুখ দেখিয়েছিলে আমায়
বিষ রেখেছিলে অন্তরে।
সেই হাসিতেই ভুলে ছিলাম আমি
ভেবেছিলাম তোমায় জীবনের চেয়ে দামি।
বেসেছিলাম ভালো অন্তরের অন্তর থেকে
তাইতো যখন তখন করতাম পাগলামি।
এভাবে ধোকা দিয়ে যাবে সারা জীবনের জন্য
এমনটা কখনো ভাবিনি।
বেঁচে থেকেও দুইজন দুই কূলে
কিভাবে থাকো তুমি।
ফটোগ্রাফি | ফুল |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Infinix mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
বর্তমান অবস্থান | ঢাকা সাভার |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
আমার আজকের টাস্ক
চমৎকার কিছু অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কবিতায় প্রিয় মানুষকে নিয়ে অনেক আক্ষেপ প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষের প্রতি আমাদের অনেক আশা থাকে। প্রিয় মানুষ কাছে না থাকলে কষ্টের শেষ থাকে না। কবিতার মধ্যে প্রিয় মানুষকে ঘিরে লেখা ছন্দে ছন্দে সকল কথাই বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য।
আমিও আপনাদের থেকে শিখেছি
আসলে এই পৃথিবীতে আমাদের সম্বল বলে কিছুই নেই। আমরা এই পৃথিবীতে যেমন একা এসেছি তেমনই একাই চলে যাব। যতটা ভালো কর্ম করে যাওয়া যায় ততই ভালো। আপনার স্বরচিত অনু কবিতাগুলো খুবই ভালো লাগলো ভাই। প্রত্যেকটি অনু কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে।
হ্যাঁ ঠিক বলেছেন
আপনি দারুন কিছু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো ছোট বড় মিলিয়ে লিখা। ভালো লাগলো আপনার কবিতা গুলো পড়ে। শেষ করে শেষের কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
দারুন কিছু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার স্বরচিত কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। শেষের কবিতাটি আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু
আসলেই একদিন না একদিন প্রতিটি মানুষের জীবন প্রদীপ নিভে যাবে। এর চেয়ে সত্য পৃথিবীতে আর নেই। সুতরাং সময় থাকতে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া উচিত আমাদের। যাইহোক শেষের অণু কবিতাটি পড়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।