আবেগের কবিতা || শূন্যতার মাঝে পূর্ণতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতা সত্যি অনেক বড় একটা নেয়ামত, আমরা যখন অসুস্থ হয়ে যাই তখনই কেমল আমরা সেটাকে কঠিনভাবে বিশ্বাস করি। যেমন দাঁত থাকা অবস্থায় কোন কিছুতেই আমাদের গুরুত্ব থাকে না কিন্তু যখনই দাঁত পড়ে যায় তখন বেশ গুরুত্ব দেই এবং অন্যদেরও উপদেশ দেয়ার চেষ্টা করি। তখন অন্যরা সেই একই কাজ করে থাকেন নিজের দাঁত না হারানো অব্দি কারো কথার কোন গুরুত্ব দেন না। বাস্তবতা সত্যি অনেক বেশী কঠিন, আমরা যতটা চিন্তা করি তারচেয়েও কঠিন। যখন আমরা এমন কোন কঠিন পরিস্থিতিতে আটকে যাই তখনই কেবল বিশ্বাস করি বাস্তবতা আসলেই কঠিন। আমাদের জাগতিক বিষয়গুলো সত্যিই এমন, আটকে না গেলে কিছুই বিশ্বাস করতে চাই না।

যা কাছে আছে কিংবা যা পেয়েছি সেগুলোকে কখনোই আমরা গুরুত্ব দিতে চাই না বরং যা পাইনি কিংবা অপ্রত্যাশিতভাবে যা কাছে আসেনি সেগুলোকেই সর্বদা অধীক গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই অপূর্ণতা কখনোই পূর্ণতা পায় না কিংবা পাবেও না, এটাই সবচেয়ে বড় এবং নির্মম বাস্তবতা। হৃদেয়র গভীরে থাকা কারো শূন্যতা কিংবা না পাওয়ার কিছুর অপূর্ণতার অনুভূতিকেই আজকের কবিতার মূল উপজিব্য বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। কিছুটা ভিন্নভাবে অপূর্ণতার বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছি। যথারীতি আশা করছি আজকের কবিতাটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি-

man-6867474_1280.jpg

কখনো কখনো শূন্যতা
এনে দেয় হৃদয়ের পূর্ণতা,
স্বপ্নগুলো যদিও থাকে অপূর্ণ
অপ্রাপ্তির বিষাদে হৃদয় থাকে সম্পূর্ণ।

পাশে থাকা বিষয়গুলোকে
মনে হয় খুবই অযাচিত সামান্য,
অধরা কল্পনাগুলোর আঘাতকে
মনে হয় খুবই অভিলাষিত নগণ্য ।

কখনো কখনো উত্তাল সমুদ্র
হয়ে যায় খুবই অভদ্র,
আবেগে ভেসে থাকা আবিষ্কার
মুহুর্তে ডুবিয়ে করে তিরস্কার।

হৃদয়ে জাগ্রত কামনাগুলোকে
মনে হয় খুবই কাংখিত চাওয়া,
নিরাসক্ত প্রভাহীন সময়গুলোকে
মন হয় খবুই অবাঞ্ছিত পাওয়া।

তবুও হৃদয়ে উত্থিত কারো ছায়া
সময় অসময়ে উদ্যত কারো মায়া,
শূন্যতার আঁধার মাড়িয়ে ছুটে অজানায়
পূর্ণতার ভরসায় সংগ্রামী নতুন সীমানায়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

মানব ধর্মই বোধ হয় এমন ভাই। যা আছে, যা পেয়েছে - তা চায় না কিংবা মূল্যায়ন করে না। যে চাওয়া অপূর্ণ, সেটাই যেনো চাই!! সেই না পাওয়ার অপূর্ণতা দিয়েই হৃদয় পূর্ণ করে রাখে! খুব ভালো লিখেছেন আপনি কবিতাটি।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য, ঠিকই বলেছেন আপনি।

 2 months ago 

আসক্তিহীন জীবনযাপন সাধুরা করে। আমরা তো মানুষ মাত্র। তাই আমাদের যেটুকু আছে সেটুকুর মর্ম না বুঝেই না পাওয়ার দিকে আসক্তি বাড়িয়ে তুলি। কি অদ্ভুত এই জীবন। আমরা আসলে হাওয়ায় ভাসতে ভালোবাসি। ট্যাক্স দিতে হয় না তো তাই। 😃

 2 months ago 

একটি গান আছে -" যা পেয়েছি আমি তা চাই না,যা চেয়েছি কেন তা পাই না।"আসলে এমনটা ই হয়।না পাওয়া কোন কিছুতে হৃদয় কে পূর্ণ করে রাখা। খুব সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলেই ভাই আমরা অসুস্থ হলেই বুঝি সুস্থতা আল্লাহ তায়ালার কতো বড় নেয়ামত। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো সম্পূর্ণ কবিতাটি পড়ে। বরাবরের মতো এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আজ আপনি আমাদের মাঝে শূন্যতা নিয়ে এত সুন্দর একটা কবিতা শেয়ার করলেন যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আসলে আপনার কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভাইয়া আপনি শূন্যতার মাঝে পূর্ণতা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন অসাধারণ হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইনের গভীরতা অনেক।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

শূন্যতার মাঝে পূর্ণতা দারুন একটি কবিতা আমাদের মাঝে উপহার দিলেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।আপনার কবিতার প্রত্যেকটি লাইন বেশ অর্থ বহন করে।কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।দারুন লিখেছেন ভাই। ধন্যবাদ চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96620.82
ETH 2790.65
SBD 0.65