স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
ভালোবাসা মানে শুধু শব্দ নয়,
একটা অদৃশ্য শক্তি, হৃদয়ের জয়।
বিশ্বাস গড়ে প্রেমের প্রতি,
তাতেই জ্বলে সুখের বাতি ।
চোখে চোখে কথা বলা,
বিশ্বাসে গাঁথা ভালোবাসার মালা।
(২)
তোমার চোখে দেখি ভরসার আলো,
মনে হয় তুমি চিরকাল চাও ভালো।
শুধু কথা নয়, তোমার কাজেই,
ভালোবাসা বাজে নীরব সাজেই।
বিশ্বাসে থাকে পাশে থাকার ছায়া,
এইটুকুই প্রেম, এইটুকুই মায়া।
(৩)
হাসির মাঝে লুকায় কাঁদা মন,
সবাই বুঝে না, কেউ হয় না আপন।
দিন যায় কষ্টের ছায়া মেখে,
রাত কাটে চোখের জলে ভিজে।
তবু আশা রাখি হৃদয়ের কোণে,
আলো একদিন আসবে এই বেঁচে থাকার বনে।
(৪)
জীবন যেন নদীর মতো,
কখনো শান্ত, কখনো ব্যথা যত।
হাসির আড়ালে চাপা কষ্ট,
দিনের পরে রাতের অনির্বচনীয় দৃষ্ট।
তবুও থেমে যাই না আমরা,
ভাঙা মনেও খুঁজি রাঙা প্রহরটা।
(৫)
চুপচাপ বসে থাকি একা,
মনে ভরে কষ্টের রেখা।
সব হারানো দিনের গান,
আজও বাজে নিঃসঙ্গ প্রাণ।
তবু আশায় থাকি চেয়ে,
আলো আসবে অন্ধকার পেরিয়ে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আজকের কবিতাগুলি অনেক সুন্দর হয়েছে কিছু ভালবাসার আবেগে পরিপূর্ণ কিছু বিরহ ব্যথায়। তবে আপনি সুন্দর ছন্দ মিলিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লেগেছে আপনার কবিতা গুলি পড়ে।
আপু আপনি আজকে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন পড়ে ভীষণ ভালো লাগলো। আমাদের জীবন নদীর মতই বহমান কখনো সুখ কখনো শান্তি এভাবেই চলতে থাকে। প্রত্যেকটা অনু কবিতা চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি আজ অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই অনু কবিতা গুলোর সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু ভালোবাসা মানে শুধু শব্দ নয়। এটি আমাদের শক্তি এটা আমাদের হৃদয়ের জয়। আমরা আমাদের প্রিয় মানুষটির চোখে সব সময় ভরসার আলো দেখি। মনে হয় চিরকাল সে আমাদের ভালো চায়। প্রতিটা কবিতার লাইন আমার কাছে অসাধারণ লেগেছে। এই ধরনের ছোট ছোট অণু কবিতা গুলো পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনার লেখা প্রতিটা কবিতা দুর্দান্ত ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে অনু কবিতা পড়তে আমার কাছে খুব ভালো লাগে। কারণ ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
1 | https://x.com/bristy110/status/1913651689862619545

2 | https://x.com/bristy110/status/1913655416825037146
3 | https://x.com/bristy110/status/1913656322144317685
4 | https://x.com/bristy110/status/1913657077618168094
আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনু কবিতা লিখতে যেমন ভালো লাগে তেমনি কবিতাগুলো পড়তেও বেশ ভালো লাগে। প্রতিটি কবিতা হৃদয় ছুঁয়ে গেল। অনু কবিতার ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একের পর এক চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর অনু কবিতা পড়ে খুব ভালই লাগলো। যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে এই অনু কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার প্রতিভাকে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার অনেক পছন্দ হয়েছে৷
আমাদের জীবন একটা নদী। যেট কখনোই থেমে থাকে না। সর্বদা বয়ে চলে। আর ভালোবাসা কখনোই শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব না। বেশ সুন্দর লিখেছেন অনু কবিতা গুলো আপু। ধন্যবাদ আপনাকে।।