স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।যাইহোক আজকের পোস্টে আমি ভিন্ন ভিন্ন কিছু অনুকবিতা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।
(১)
চুপিচুপি হৃদয়ের কোণে,
লুকিয়ে থাকে কিছু ব্যথা, কিছু সুখ।
অনুভূতির আড়ালে মিলিয়ে যায়,
মনের গহীনে সুরের এক রেশ।
শব্দেরা নিরব, কিন্তু অনুভুতি কথা বলে,
যতটা না বলা, ততটাই গভীরতায় চলে।
(২)
আবেগের স্রোতে হারিয়ে যাই,
মন চুপিচুপি বেদনায় কাঁদে।
ভালোবাসার আলোয় সুর বাজে,
তবুও কেন মন যেন অশান্তিতে সাজে?
দুঃখের মেঘে আচ্ছন্ন থাকে রাত্রি,
তবুও আশায় জ্বলে হৃদয়ের অন্তরের বাতি।
(৩)
চোখের জল হয়ে মনের ব্যথা ঝরে,
নীরবে গাঁথে আকুতির মালা।
বিনা শব্দে হৃদয় চুপ থাকে,
দূরত্বের মাঝে আশা হেঁটে চলে।
(৪)
ভালোবাসা গভীর অন্ধকার রাতের দীপ,
চিরকাল আলোকিত হৃদয়ে এক স্মৃতির প্রদীপ।
বিষাদে ভরা তবুও তার ছায়া মিষ্টি,
অপেক্ষার মাঝে চিরন্তন চিন্তার সৃষ্টি।
যত গভীর হয়, তত প্রশস্ত হয় হৃদয়,
ভালোবাসা এক চিরন্তন নদী ছড়িয়ে দেয় প্রণয়।
(৫)
যত্নে বাঁধা থাকে প্রতিটি স্বপ্ন,
মনের কোণে সুরভি হয় বিকশিত।
হৃদয়ের মাঝে যত্নের আলোকরেখা,
যত্নেই হয় ভালোবাসা চিরকাল জীবিত।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Task 1
https://x.com/bristy110/status/1908503833548107796
Task 2
https://x.com/bristy110/status/1908504619396841811
Task 3
https://x.com/bristy110/status/1908505714391138628
Task 4
https://x.com/bristy110/status/1908506869791924388
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার পাঁচটি অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। তবে অনু কবিতার মধ্যে মনের অনুভূতি উপলব্ধি করা যায়। ধন্যবাদ ভিন্ন ভিন্ন ট্রাফিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।
বাহ, দারুন দারুন কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাগুলো ভীষণ ভালো লাগলো। চমৎকারভাবে একটি লাইনের সাথে আরেকটি লাইন দেখে কবিতা লিখেছেন। এত সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।