কবিতা আবৃত্তি:- "ভালোবাসার মানে"

in আমার বাংলা ব্লগ7 hours ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

কবিতা আবৃত্তি করা সত্যিই সহজ নয়। তার উপর যদি হয় নিজের লেখা কবিতা, তাহলে তো কথাই নেই! শব্দের প্রতিটি অনুভূতি তখন যেন আরও গভীরভাবে ছুঁয়ে যায় হৃদয়কে। তবুও, নিজের লেখা কবিতা আবৃত্তি করার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে,একটা আত্মতৃপ্তির অনুভূতি, নিজের সৃষ্টি নিজের কণ্ঠে প্রাণ পাওয়ার এক বিশেষ মুহূর্ত।

কিছুদিন আগে আমি আমার লেখা "ভালোবাসার মানে" কবিতাটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ সেটিই আবার আবৃত্তি করে শোনাবো।আমি জানি, আমার উচ্চারণ নিখুঁত নাও হতে পারে, কণ্ঠে হয়তো কম্পন থাকবে, তবুও নিজের লেখা কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করতে পারাটাই আমার জন্য এক বড় আনন্দ।যেমনি হোক না কেন, আশা করছি আজকে কবিতার আবৃত্তি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি...

1000057076.png

কবিতা : "ভালোবাসার মানে"
কবি : মোঃ ফয়সাল আহমেদ
কবিতা আবৃত্তি : মোঃ ফয়সাল আহমেদ

ভালোবাসা মানে কি শুধু কাছে পাওয়া,
নাকি লুকোনো ব্যথায় চোখের জল ঝরানো?

ভালোবাসা মানে কি হাতের উষ্ণতা,
নাকি দূরত্বেও রাখার প্রতীক্ষা?

ভালোবাসা মানে কি একসাথে চলা,
নাকি একলা পথে স্মৃতির আলো?

ভালোবাসা মানে কি হাসির মেলা,
নাকি অভিমানে নীরব চাহনি?

ভালোবাসা মানে কি চিরসঙ্গী হওয়া,
নাকি একে অন্যকে বুঝে নেওয়া?

ভালোবাসা মানে কি সুখের গান,
নাকি বিরহের বেদনায় অবিরাম?

ভালোবাসা মানে কি ফুলের সুবাস,

নাকি কাঁটাতেও থাকা বিশ্বাস?

ভালোবাসা মানে কি কাছে থাকায়,
নাকি দূরেও হৃদয়ে আঁকায়?

ভালোবাসা মানে কি না পাওয়ার যন্ত্রণা,
নাকি দূর থেকেও ভালো থাকার প্রার্থনা?

কবিতা আবৃত্তি:-

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 7 hours ago 
 7 hours ago 

1000057136.jpg

 5 hours ago 

মিষ্টি গলায় মিষ্টি একটি কবিতা আবৃত্তি করেছেন। আসলে ভালবাসার মানে অনেক বিশাল কিছু, আর সেটি খুব সুন্দরভাবে লাইনে লাইনে বুঝিয়ে দিয়েছেন এবং খুব সুন্দর গলায় আবৃত্তি করেছেন। সব মিলিয়ে বেশ ভালো ছিল ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 83064.44
ETH 1882.37
USDT 1.00
SBD 0.79