🎙️কবিতা আবৃত্তি:- “হঠাৎ দেখা”
বেশ কিছুদিন পর আবারো আপনাদের মাঝে হাজির হলাম আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে। কবিতা লেখা যেমন আনন্দের, তেমনি কবিতা আবৃত্তি করা আরও বেশি আবেগের। আমি মনে করি, কবিতা আবৃত্তি করা লেখার চেয়েও কিছুটা কঠিন। প্রতিটি শব্দকে হৃদয়ে ধারণ করে উচ্চারণ করতে হয়, অনুভব করে তবেই পাঠ করতে হয়।
তবে একবার যদি এই অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে বারবার কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি আমার নিজের লেখা একটি কবিতা “হঠাৎ দেখা”। এই কবিতাটি আমি লিখেছিলাম ঠিক দশ দিন আগে এবং তখনই আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আর সেই কবিতাটি আপনাদের মাঝে আবৃত্তি করে শোনাবো।আশা করছি আপনারা সবাই কবিতা আবৃত্তি উপভোগ করবেন। চলুন তাহলে শুরু করি...
📜 কবিতার নাম: হঠাৎ দেখা
✍️ লেখক: ফয়সাল আহমেদ
🎙️ কবিতা আবৃত্তি: ফয়সাল আহমেদ
হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার।
চলতে চলতে হঠাৎ
দুর থেকে ভেসে আসবে স্মৃতির হাওয়া।
বয়সের কাঁটা বাঁধবে নতুন পথ,
দীর্ঘদিন পর দেখা হবে আমাদের।
চোখের মধ্যে ছড়িয়ে যাবে স্মৃতির ঝিলিক,
হাসির আকাশে উঠবে এক উজ্জ্বল তারা।
নীরবতায় মিশে যাবে আমাদের পুরোনো কথা,
জীবনের অমলিন সন্ধ্যায় হারিয়ে যাবে দুঃখ।
সব কিছু আবার ফিরে আসবে,
হৃদয়ে ভরবে সেই পুরনো আনন্দ।
হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার।
সে দিন হবে জীবনের এক নতুন সূর্যোদয়,
যে সূর্য ছড়াবে ভালবাসার আলো।
যতটুকু বাকি ছিল কষ্ট,
সেই কষ্ট ঢেকে যাবে ভালোবাসায়।
অসংখ্য দিন-রাত্রি পর,
বেঁচে থাকবে সেই অম্লান সম্পর্কের চিহ্ন।
হঠাৎ করেই একদিন
দেখা হবে তোমার আর আমার,
অতীতের সমস্ত শোক ভুলে
একসাথে চলতে থাকবো আমরাই নতুন পথ।
কবিতা আবৃত্তি:-
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1912742651809374343?t=Ntvl2N_EmxqVjCOiaUYbZA&s=19
https://x.com/mohamad786FA/status/1912784742191362136?t=mgFZrWTsYIEo4V215skS_w&s=19
Ss
দারুন লাগলো ভাই আপনার কবিতা আবৃত্তি টি। নিজের লেখা কবিতা নিজেই আবৃত্তি করেছেন এটা শুনেও বেশ ভালই লাগে। কবিতাটি লিখেছিলেন একেবারে দুর্দান্ত। আশা করি আগামীতেও আমাদের মাঝে এরকম কবিতা আবৃত্তি করে শেয়ার করবেন।
খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের অসাধারন কবিতা আবৃত্তি পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে আপনি এই কবিতা আবৃত্তি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
হঠাৎ করেই যদি আবার সেই মানুষ টার সাথে দেখা হয় তাহলে অনূভুতি কতটা অব্যক্ত হবে সেটাই চিন্তা করছি। দারুণ লাগল আপনার আবৃত্তি টা ভাই। নিজের লেখা কবিতা টা আপনি অসাধারণ আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপনাকে।