স্বরচিত কবিতা: একটি শিমুল ফুল !!! (10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার - আদাব



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷


Picsart_23-02-18_19-56-59-837.jpg
Pixabay



সুপ্রিয়,আমার বাংলা ব্লগবাসি সবাইকে মনের অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আর প্রতিনিয়ত আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছেন ।

জানি না বেশ কয়েকদিন যাবত বিদ্যুৎ যেন অনেকটাই জ্বালাতন করছে । একবার বিদ্যুৎ গেলে আসার আর কোনো নাম নেই । এমনটাই চলতেছে প্রায় দুই তিন দিন ধরে তাই একটিভিটিস কিংবা কোন কিছুই খুব একটা ভালো ভাবে করতে পারতেছি না । আর এর ফলেই সবচেয়ে বেশি দেখা দিয়েছে নেটওয়ার্ক প্রবলেম । এমনিতেই তো আমাদের বাংলাদেশ একটু বেশি ইন্টারনেটের কাজ বা ব্যবহার করলেই নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয় । তার উপর আবার যদি বিদ্যুৎ না থাকে তাহলে তো আরো বেশি ভোগান্তির শিকার হতে হয়।

যাহোক প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি অনেক ব্লগ নিয়ে । আমি প্রতিদিনই চেষ্টা করি নিত্য নতুন ব্লগ উপস্থাপন করার । আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করি । আসলে কবিতা অনেকটাই এখন হৃদয় জুড়ে রয়ে গেছে । বিশেষ করে আমরা বাংলা ব্লগে আসার পর । যদিও আমি আগে এমন কবিতা লেখার কোন অভিজ্ঞতা ছিল না । তবে এখানে সকল বন্ধুগণ এবং কি ছোট দাদা বড় দাদা এবং কি সর্বোপরি এবিবি ফান থেকে এত সুন্দর কিছু কবিতার আসর । যা থেকে মনের আবেগ হতেই কবিতা চলে আসে ।

যাহোক প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার চেষ্টা করেই চলেছি আর তার ওই ধারাবাহিকতায় আজকেও একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আপনাদের কাছে কতটা ভালো লাগবে বা কতটা হৃদয়ে ঠাই নেবে । জানিনা তবে আমি আমার সমস্ত কিছু দিয়েই লেখার চেষ্টা করেছি । হয়তো আপনাদের কাছে খুব একটা ভালো নাও লাগতে পারে। তবে আপনাদের কাছে আমার একটাই কাম্য যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে সেগুলো ধরিয়ে দেবেন । এমনকি কিভাবে লিখলে আরো সৌন্দর্য হয়ে উঠবে কবিতা গুলো। সেই উপদেশ টুকুই দিবেন।

যা হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি । আমার আজকের স্বরচিত কবিতা: শিমুল ফুল



কবিতা


❤️ শিমুল ফুল ❤️


কিছু ফুল দিতে পারি
দিতে পারি একটা সোনালী আকাশ
কিছু জ্যোৎস্না একটা নক্ষত্র খচিত রাত
কিংবা একটু বাতাস
দক্ষীণা সুমেরন

দিতে পারি একজোড়া মুগ্ধ চোখ
একটা নিঃস্বার্থ বিশ্বাস
তুমি চাইলেই দিতে পারি
কুড়িয়ে আনা সব স্বপ্ন

তুমি চাইলেই আমি
খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে পারি শেষ গন্তব্য পর্যন্ত
তুমি হাত বাড়ালেই
দিতে পারি একটি নীল প্রজাপতি

তুমি হাত বাড়ালেই দিতে পারি
একটা বিশাল আকাশ
যেখানে রঙের বেরঙের ঘুড়ি উড়াবো

প্রিয়তমা তোমাকে দেওয়ার আমার কিছু নেই
শুধু দিতে পারি আমার অগোছালো
জীবনের সবকটি ভুল
আর দিতে পারি তোমাকে নিয়ে ভাবানোর নির্ঘুম রাত
আর দিতে পারি এই বসন্তে
একটি শিমুল ফুল।

সমাপ্ত

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk (1).png

ভুল ত্রুটি মার্জনীয়




তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার মনের আবেগ অনুভূতি নিয়েই লেখা কবিতা ৷ জানি না আপনাদের কতটা ভালো লেগেছে৷ তবে আশা রাখি সবার অনেক ভালো লাগবে এবং কি সামনে আরো অনুভূতি নিয়ে হাজির হবো৷ যদি আমার এই কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগে ৷ সবার কাছেই আসা ব্যক্ত করছি সবাই মন্তব্য করে উৎসাহ দিবেন ৷ এমনটাই আশা রেখে আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি৷

সবাইকে ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

Sort:  
 2 years ago 

কয়েকদিন থেকে সব জায়গাতেই বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। লোডশেডিং এর কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর নিজের কাজগুলো করতে অসুবিধা হচ্ছে। যদিও কয়েকদিন থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে আমার। তাই নিজের কাজগুলো ভালোভাবে করতে পারছিলাম না। যাই হোক প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনি একটি কবিতা লিখে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে ভাইয়া।

 2 years ago 

হুম আপু ঠিক বলেছেন কয়েকদিন ধরে বিদ্যুৎ অনেক
সমস্যা করছে ৷ আর যার নেটওয়ার্ক প্রবলেম ৷ যা হোক কবিতা টি ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 years ago 

লোডশেডিং এর সমস্যা পুরো দেশ জুড়েই, তবে ইদানিং আমাদের এই দিকটায় সমস্যাটা কিছুটা কমেছে।
যাক আপনি আজকে খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন শিমুল ফুলকে কেন্দ্র করে কবিতাটি লিখলেও বেশ আবেগ অনুভূতির সাথে প্রিয়জনকে জড়িয়ে চমৎকার লিখেছেন।
ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আমার কবিতা ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷ যদিও কতটা পারি জানি না ৷ তবে চেষ্টা করি ৷

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কিছুদিন যাবত এত নেটের সমস্যা দেখা দিচ্ছে যে শান্তি মত কাজই করা যাচ্ছে না। আর সব সময় কারেন্ট যাওয়া আসা করছে।যাইহোক "একটি শিমুল ফুল" কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম নেটওয়ার্ক প্রবলেম এর জন্য শান্তি করে কাজ করা যাচ্ছে না ৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷

 2 years ago 

আসলেই বিদ্যুৎ এর সমস্যা কয়েকদিন ধরে বেশ ভালোই হচ্ছে ৷ বিদ্যুৎ এক বার গেলে আসার কাথা নাই ৷ যাই হোক , আজ চমৎকার একটি কবিতা লিখেছিস বন্ধু ৷ কবিতাটি এক কথায় অসাধারণ হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার কবিতার প্রতিটি লাইন ৷ ধন্যবাদ তোকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

হুম বন্ধু সুন্দর হতেই হবে ৷ আমি তাহলে কবি হতে পারবো ৷ হি হি হি
যা হোক বন্ধু অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85825.98
ETH 2340.92
USDT 1.00
SBD 0.65