ফটোগ্রাফি : আমার তোলা ছবি।

in আমার বাংলা ব্লগ13 days ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা কিছু ছবি।

চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।

১ নং ছবি।।

IMG_20250328_181117.jpg

উপরের ছবি তে দেখতে পাচ্ছেন এক বাটি ভর্তি ইফতার।
এটি এবছরের আমার করা দ্বিতীয় ইফতার ছিলো।এভাবে পিঁয়াজু, মুড়ি ও অনান্য ভাজা ভাজি দিয়ে ইফতার খেতে অনেক মজা লাগে। তবে ইফতার এ জিলাপি দেওয়া নিয়ে দেখি সবাই ঝামেলা করে।

২ নং ছবি।।

IMG_20250328_093006.jpg
এটি একটি ফুলের ছবি। ফুলটি হয়তো গাদা জাতীয় কোন ফুল। এর নাম আমি জানি না। তবে এর সৌন্দর্য কিন্তু।অপরুপ। এটি হোটেলের বাগান থেকে তুলেছিলাম। এর উপর রোদ এর কারনে এর সৌন্দর্য অপরুপ হয়ে উঠেছিলো।

৩ নং ছবি।।

IMG_20250319_102128.jpg
আসলে চায়ের ছবি তোলা আমার নেশা। যখনই চা খাই আমি এর ছবি তুলি। সেদিন চা খাবার সময় ছবি তুলতে ইচ্ছে করল। আর ছবি ও অনেক সুন্দর আসছিলো,তাই ক্যামেরা বন্দি করেছিলাম।

৪ নং ছবি।।

IMG_20250316_231410.jpg
বহু বছর পর ছোট বেলায় ফিরে গেছিলাম। আমাদের আইপিএস নষ্ট আর সেদিন একটু ঝর হতেই বিদ্যুৎ চলে।গছিলো।তাই দৌড়ে গিয়ে মোমবাতি এনে জ্বালিয়ে রাতের খাবার খেয়েছিলাম। অনেক বছর পর এভাবে মোমবাতি আলোয় কিছু কাজ করলাম বেশ আনন্দেই লাগলো।

৫ নং ছবি।।

IMG_20250315_093308.jpg
হটাৎ করে সেদিন বাবার সাথে সকাল বেলা বাজার গিয়েছিলাম। এখানে শনি ও মঙ্গলবার বড় বাজার বসে। বাজারে ঢুকে দেখি চারদিক শুধু আলু আর আলু। তখনই ছবি টি তুলেছিলাম।

Decice: Xawmi Mt 9i

location

Sort:  
 13 days ago 

Screenshot_2025-04-04-22-59-47-298_com.android.chrome.jpg

Screenshot_2025-04-04-22-59-37-740_com.android.chrome.jpg

Screenshot_2025-04-04-22-59-12-531_com.coinmarketcap.android.jpg

 13 days ago 

Screenshot_2025-04-04-22-59-47-298_com.android.chrome.jpg

Screenshot_2025-04-04-22-59-37-740_com.android.chrome.jpg

Screenshot_2025-04-04-22-59-12-531_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এত বেশি আলু এর আগে আমি কোন সময় দেখেছিলাম না। ফুলের ফটোগ্রাফিটা ও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 12 days ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। দ্বিতীয় ফটোগ্রাফি তে থাকা ফুলটি দেখে মনে হচ্ছে এটি ভৃঙ্গরাজ ফুল। এগুলা দেখতে অপূর্ব সুন্দর হয়। রমজান মাসের ইফতার পার্টি আমরা সারা বছর মিস করি। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 12 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 84074.16
ETH 1570.10
USDT 1.00
SBD 0.80