কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।। 10% beneficary for @shyfox & 5% abb-school ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

photo_2023-07-21_16-52-53.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগের মাধ্যমে কিছু্ এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক ভাল লাগবে।

বন্ধুরা আজকে আমি আমার ফোনের গ্যালারি চেক করতে গিয়ে অনেক দিন আগের কিছু ফটোগাফি পেয়েছি। আমি চিন্তা করেছি যেহোতো ফটোগুলো এতদিন সংরক্ষন ছিল সেহেতো ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। বিভিন্ন সময় বিভিন্ন কাজের পরিপেক্ষিতে ফটোগ্রাফি গুলো করেছি। প্রত্যেকটা ফটোর মধ্যে অনেক স্মৃতি লুকিয়ে আছে। একটি টাকার ছবি রয়েছে যে ছবিটার মধ্যে আমার অনেক আবেগ অনুভূতি লুকিয়ে আছে।

আমি স্টুডেন্ট অবস্থায় আমার কোন মোবাইল ছিল না,আবার ফেমিলির মোবাইলও হাতে তেমন নিতাম না। কারন তখন মোবাইলের দিকে তেমন নেশা ছিল না। পড়াশোনার প্রতিই বেশি আকর্ষন ছিল। হাতে মোবাইল না থাকার কারনে তেমন ফটোগ্রাফিও করা হয়নি। তবে বিশেষ বিশেষ সময়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম। সে গুলো এখন শেয়ার করতে যাচ্ছি।

photo_2023-07-31_14-08-21.jpg

আমার ছোট বোনের নিজ হাতে তৈরী পাপ্পোন। পাপ্পোন ভাজা আমার খুব প্রিয়। দোকানে যেভাবে বানানো হয় আমার বোন সেভাবেই বানিয়েছে। বিট লবন দিয়ে খেতে দারুন টেষ্টি লাগে। আমাকে এগুলো খেতে দিয়েছিলো, আমি ফটোগ্রাফি করে রেখে দিয়েছিলাম।

সময়-বিকাল ৪ টা ২০ মিনিট
মোবাইল-রেডমি নোট-৮
তারিখ- ১২-০৭-২০২৩
স্থান- ব্রাহ্মণবাড়িয়া

photo_2023-08-03_15-55-58.jpg

আমার বাগানের নয়নতারা ফুলের মধ্যে প্রজাপতি বসেছে। প্রজাপতি সব জাগায় বসে না। যে জায়গাটা তাদের পছন্দ হয় সেখানেই বসার চেষ্টা করে। আমি বিকাল বেলা আমার হাসবেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছিলাম তখনই প্রজাপতিটা দেখে সাথে সাথে ক্যাপচার করে ফেললাম।

সময়-সকাল ৮ টা ২০ মিনিট
মোবাইল-রেডমি নোট-৮
তারিখ- ১৬-০৭-২০২৩
স্থান- ব্রাহ্মণবাড়িয়া

photo_2023-08-12_21-05-46.jpg

এই ফটোগ্রাফিটা ২০২০ সালের প্রথম দিকের ছবি। আমার জীবনের প্রথম প্রাইভেট পড়ানোর টাকা। আমাদের পাশের বাড়ির এক ভাবির দুই মেয়েকে প্রাইভেট পড়িয়েছিলাম। প্রথম প্রাইভেটের টাকা পেয়ে কত যে খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না। টাকা অল্প কিন্তুু আবেগ আর অনুভূতি অনেক বেশি ছিল।

সময়- রাত ৯ টা ৩০ মিনিট
মোবাইল-রেডমি নোট-৮
তারিখ- ১০-০২-২০২০
স্থান- ব্রাহ্মণবাড়িয়া

photo_2023-08-12_21-06-10.jpg

এটি আমার ছোট বোনের আরেকটি কর্ম। চকোবিন দিয়ে রংধনু সাত রং তৈরী করেছে। দোকান থেকে সাত কালারের চকোবিন এনে একটি প্লেটে পানি দিয়ে কিছুক্ষন ভিজিয়ে রাখলেই রংধনুর সাত রং দেখা যায়। আপনার ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।

সময়- সকাল ১১ টা ৩০ মিনিট
মোবাইল-রেডমি নোট-৮
তারিখ- ১৮-০৭-২০২৩
স্থান- ব্রাহ্মণবাড়িয়া

photo_2023-08-14_21-34-40.jpg

এটি ইলিশ মাছের শুঁটকি। আমার আব্বু এই শুটকিটা খুব পছন্দ করে। তাই মাঝে মাঝে বাজার থেকে নিয়ে আসে। একদিন সন্ধার সময় আব্বু এই শুটকিটা নিয়ে এসেছিলো। আব্বুর জন্য রান্না করতে যাবো আর তখনই কারেন্ট চলে যায়। ভেবেছিলাম একটি রেসিপি বানাবো কিন্তুু বিদ্যুৎ চলে যাওয়ার কারনে সেটা আর হলো না। তবে প্রথম ফটোগ্রাফিটা রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।

সময়- সন্ধা ৭ টা ৩০ মিনিট
মোবাইল-রেডমি নোট-৮
তারিখ- ২৫-০৭-২০২৩
স্থান- ব্রাহ্মণবাড়িয়া

বন্ধুরা আজকে আর দীর্ঘায়িত করবো না। আবার আগামীকাল নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভাল লাগবে। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। ডেঙ্গু মহামারি আকার ধারন করতেছে,সবাই সাবধান থাকবেন,সতর্ক থাকবেন। আমি সবার জন্য দোয়া করি। নিজেও সবার নিকট দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ।।

সবাইকে ধন্যবাদ by @titash.

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3yPNYivGJdqH6B9D1B9GXFbD3dJzQrYgDA2fPfS3ZHNhhEkcpTcJnN3QULYgUTRVotiJ123jGrA41SH2EjaT7L14Q39dw5rYykqAVuEdE1gSbZnp5vSsPJrcnUbUBfGHFw64k.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrigHRpcui9esXgmzET2bzsQeMg4RmCSqymiE62YF9FX9CSeYHcZbStqFqiFen18HjyXNbtXG.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7J8W9NZEbNsUTLEMkrtgqwUMHmRbAh6UqX4xVw4ivcS7bbpBquT2w2543nYruerj3XBGzuKvCPijibJe6h1hHzcjF.gif

Sort:  
 2 years ago 

স্টুডেন্ট লাইফে মোবাইল না নেওয়াই অনেক ভালো আপনি খুব ভালো কাজ করছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। তবেই যে টাকার অনুভূতিটা ছিল সেটা অসাধারণ বলতে হয়। আসলে প্রথম জীবনের ইনকাম মানে হচ্ছে অনেক আবেগি ঘটনা অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল বিশেষ করে ফুলের এবং প্রজাপতির ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই ফটোগ্রাফি আমাদের উপহার দিতে থাকুন ধন্যবাদ।।

 2 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন যার মধ্যে সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। নয়নতারা ফুলের উপরে প্রজাপতি বসে থাকায় সেই ছবিটা আমার কাছে আরো ভালো লেগেছে যাইহোক সুন্দর ফটো গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি তো খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক সুন্দর করে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। নয়নতারা ফুলের উপরে প্রজাপতি বসে থাকার দৃশ্যটা দেখে আমি একটু বেশি মুগ্ধ হয়েছি। বিশেষ সময়ে তোলা এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আপনি যদি গ্যালারি চেক না করতেন তাহলে আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতেন না এবং কি আমরাও দেখতে পারতাম না।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে এই ফুলের ফটোগ্রাফি আমার অসাধারণ লেগেছে।

 2 years ago 

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে করেছেন। আসলে আমাদের প্রত্যেকের মোবাইলের গ্যালারিতে অনেক ফটোগ্রাফি রয়েছে। যেগুলো শেয়ার করা হয়নি। তবে আপনি গ্যালারি চেক করতে গিয়ে এই ফটোগ্রাফি গুলো দেখেছিলেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর করে। অনেক সুন্দর লেগেছে আমার কাছে ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর ভাবে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল। নয়নতারা ফুলের উপরে প্রজাপতি বসে থাকার ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার এলোমেলো কিছু ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে চকোবিন পানির মধ্যে ভিজিয়ে রংধনু দেখা যায় এই আইডিয়াটা বেশ ভালো লেগেছে। এছাড়াও আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এলোমেলো হলেও ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফি সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে বিশেষ করে আমার কাছে ফুলের উপর বসে থাকা প্রজাপতির ফটোগ্রাফি এবং চকোবিন দিয়ে রংধনুর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জী আপু চকোবিন দিয়ে রংধনু তৈরি করাটা খুব ভালো লেগেছিল। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 83993.63
ETH 2328.45
USDT 1.00
SBD 0.68