কবুতরের ছবি
কবুতোর বা পায়রা প্রকৃতিতে এরা গৃহপালিত পাখি।এর মাংসা মনুষ্য খাদ্য হিসাবে ব্যবহৃত।এতে অনেক উপাকারি আছে।অসুস্থ ব্যক্তিদের কবুতরের মাংসা খেতে বলে।এর মাংস খুবই সুস্বাধু।কবুতোর পালন করা খুব লাভজনক।একজোড়া কবুতোরে মাসে ২টা করে বাচ্চা দিয়ে থাকে।
কবুতোর চাষ করে খুব লাভজনক।অনেক টাকা আয় করা যাই। কবুতর পোষাই তেমন কোনরখরচ নাই।ওরা নিজেরাই খাবার খুজে খাই।ছবিগুলা আমার বাড়ির ছাঁদ থেকে তোলা।