কিছু ফুলের ফটোগ্রাফি
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে।আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের সিজন থেকে এখন ধীরে ধীরে আমরা সামার সিজনে পদার্পণ করতে যাচ্ছি। সামার সিজন আমার খুবই ভালো লাগে। এখন খুব বেশি গরমও না আবার খুব ঠান্ডাও না।তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে।তখন আবার প্রায় ৩০-৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে আসবে।এই সিজনে এখন ঘর থেকে বের হওয়া যাবে। তবে আনন্দের আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল থেকে বাচ্চাদের স্কুল বন্ধ হতে যাচ্ছে। প্রায় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে।তখন তাদেরকে নিয়ে বের হতে পারবো আর সুন্দর সুন্দর ফটোগ্রাফিও আপনাদেরকে উপহার দিতে পারবো।যাইহোক এবার চলে যাচ্ছি মূল পর্বে। আজকে কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্য ফুলগুলোর নাম জানা নেই, কিছু ফুল নিয়েছি আমার বাগান থেকে, আর কিছু ফুল আমার এক রিলেটিভের। আশা করছি আপনাদের ভালো লাগবে।
প্রথমে আমার বাগানের ফুলগুলো দিয়ে শুরু করে দিলাম। এই ফুলগুলোর নাম অজানা। তবে মনে হয় প্রায়মুলা হবে।অনেকগুলো কালারের হয় এই ফুলগুলো।শীতের সিজনেও এই ফুলগুলো বেঁচে ছিল। ছোট ছোট গাছ কিন্তু অনেক বড় বড় পাতা। ছোট গাছ হলেও অনেক শক্তিশালী গাছ বলা যেতে পারে কারণ এই তীব্র শেতেও বেঁচে ছিল।
এই ফুল গাছটি দেখুন।শুধু ফুল আর ফুল। গাছে একটিও পাতা নেই।কাছ থেকে দারুন দেখতে লাগে এই গাছটি।এই গাছটির ফটোগ্রাফিটি আমার প্রতিবেশীর বাগান থেকে নেওয়া হয়েছে।
এটিও আমার বাগানের নাম না জানা ফুলের গাছ।
এই ফুল গাছটি দেখুন।পাতা নেই শুধু ফুল আর ফুল। দারুণ দেখতে এই ফুলের গাছটি।
উপরের চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফিগুলো ঈদের দিন আমার খালা শাশুড়ির বাসা থেকে নিয়ে ছিলাম।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

Upvoted! Thank you for supporting witness @jswit.
যত গুলো ফুল দেখলাম একটি ফুলের নামও জানি না। দেশের ফুলের নামই জানি না। আর বিদেশি গুলো কিভাবে জানবো। কাঁচা নলেজ।😃
অসম্ভব সুন্দর দেখতে বেশ অনেকগুলি ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ফুলগুলো সচরাচর আমাদের চারপাশে দেখতে পাওয়া যায় না। সত্যি কথা বলতে দু-একটা ফুল ছাড়া আমি অন্যান্য ফুলগুলো বাস্তবে কখনো দেখিনি। অনেক ভালো লাগলো আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ।
খুশির মাঝে খুশির খবর। সামার সিজন আসতে যাচ্ছে আর তার মাঝে বাচ্চাদের স্কুল বন্ধ। এটাতো অনেক বেশি আনন্দের। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে পারবেন এবং ফ্যামিলির সবাই মিলে বেশ আনন্দের সাথে সময় কাটাতে পারবেন। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। বাগানের ফুল গুলো দেখে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে সেখানে সময় কাটানো যায়।
বাচ্চাদের স্কুল বন্ধ হবে মানেই তো অনেক অনেক ঘোরাঘুরি। আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তো ঘোরার আনন্দ বেড়ে যাবে। পাতাবিহীন ফুল গাছটি সত্যি অনেক সুন্দর লাগছে দেখতে।
বাচ্চাদের স্কুল দুই সপ্তাহ বন্ধ থাকলে তো সেই মজা করতে পারবেন আপু। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি বলতে ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
মোটামুটি কয়েকটা পরিচিত। বাকি সবগুলো অপরিচিত। তবত্ত্ব ফুলগুলো বেশ দারুণ এবং সুন্দর। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।