রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে।অনেকদিন ফটোগ্রাফি করা হয়নি।ইদানিং প্রয়োজনীয় কাজে বারবার বাইরে যেতে হচ্ছে কারণ হাজব্যান্ড অসুস্থ রয়েছে।হঠাৎ করে তার ব্যাক সাইডে কোমরের কাছে প্রচন্ড ব্যথা হয়। মাংসের ভিতরে বড় একটি লাম্প এর মত হয়েছিল।এরপর হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা বলল অপারেশন করতে হবে। গতকাল অপারেশন হয়েছে। অপারেশন সাকসেসফুল হয়েছে,এখন মোটামুটি ভালই রয়েছে। যেহেতু হাজব্যান্ড কয়েকদিন অসুস্থ ছিল তাই জরুরী কাজকর্মের জন্য বারবার বাইরে যেতে হয়েছিল।তাই কিছু ফটোগ্রাফি করা হয়েছিল।তার মধ্য থেকে কিছু ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_6344.jpeg

IMG_6343.jpeg

প্রথমেই গোলাপ এর মতো দেখতে সুন্দর ফুল দিয়ে শুরু করে দিলাম। এগুলো কিন্তু গোলাপ ফুল নয়, গোলাপের অন্য একটি প্রজাতি।এই ফুলগুলোর কোন ঘ্রাণ থাকে না।নরমালি শীতের সিজনে কোন গোলাপ গাছে ফুল ধরে না, সকল গাছগুলো মরার মত পরে থাকে। আবার যখন গরম পরা শুরু হয় তখন গাছগুলো জেগে ওঠে।শুধু গোলাপ নয় কোন ফুলই শীতের সিজনে পাওয়া যায় না।এটি একটি ব্যতিক্রমী ফুলের গাছ তাই তীব্র শীতেও গাছে অনেক ফুল ধরে।এই ফুলের ফটোগ্রাফি দুটি রাস্তার পাশ থেকে নিয়েছিলাম মেয়েকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম। যেহেতু হাজব্যান্ড অসুস্থ তাই আমাকেই নিয়ে যেতে হয়েছিল।

IMG_6273.jpeg

IMG_6275.jpeg

IMG_6271.jpeg

IMG_6272.jpeg

উপরের সবগুলো ফুলের ফটোগ্রাফি Tesco শপিংমল থেকে নিয়েছিলাম।

IMG_6279.jpeg

দেখুন এই সাইডে ফল গুলো রেখেছে। নানান রকমের জানা অজানা ফল রয়েছে Tesco শপিং মলে।

IMG_6284.jpeg

IMG_6283.jpeg

এই সাইডে চালগুলো রেখেছে।একসাথে ১০ কেজি করে মোট ৪টি বস্তা নিয়ে নিলাম।একটু সস্তা ছিল তাই বেশি করে নিয়ে নিলাম।১ বস্তা £23 যা বাংলাদেশী টাকার ৩০০০ টাকার মত, আর club card thakle £16। ঐদিন হাজব্যান্ড অসুস্থ শরীর নিয়েই আমার সাথে গিয়েছিল কারণ আমি একা ম্যানেজ করতে পারতাম না।কারণ সামনে রোজা অনেক কেনাকাটা করতে হয়েছিল।

IMG_6281.jpeg

ফ্রোজেন বিন্সগুলো কিনে নিলাম কারণ রমজান এর সময় খিচুড়ির মধ্যে বিভিন্ন ভেজিটেবল এর সাথে বিন্স অ্যাড করলে খুবই টেস্টি হয়।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 days ago 

একটু সস্তায় পেয়েছেন বলে অনেক কিছু কেনাকাটি করে নিয়েছেন দেখছি। আপনার পোস্টগুলি থেকে বিদেশের বিভিন্ন জিনিসপত্র এবং কেনাকাটি সম্বন্ধে একটা আইডিয়া পাই। যেমন আজকে চালের দাম জানতে পারলাম। আর সবার প্রথমে ফুলের ছবিগুলি অসাধারণ হয়েছে।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 days ago 

ভাইয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনটাই দোয়া করি আপু।পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন এমনটাই চাওয়া।আপনি বাইরে বের হওয়ার সুবাদে বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি ও বর্ননা পড়ে খুবই ভালো লাগলো। আর অনেক কিছুই জানা হলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 4 days ago 

ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে এটা শুনে খুবই ভালো লাগলো। দোয়া করি যেন তিনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠেন। যেহেতু ভাইয়া অসুস্থ ছিল, তাই আপনি অনেক বার বাহিরে গিয়েছিলেন। আর তখন এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো।

 4 days ago 

আপু অসুস্থতা তো আপনাদের ছেড়েই যাচ্ছে না।একের পর এক অসুস্থতা লেগেই আছে আপনাদের।তবে ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে শুনে ভালো লাগলো।আর দারুণ কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। ফুলগুলো দেখেই ভীষণ ভালো লাগছে।

 4 days ago 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 4 days ago 

প্রথম ফুল গুলো দেখে তো ভেবেছিলাম গোলাপ ফুল। তবে গোলাপ ফুল গাছের পাতা অন্যরকম। খুবই সুন্দর লাগছে ফুল গুলো দেখতে। শপিং মল থেকে ক্যাপচার করা ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফুল অনেক সুন্দর। শেষের এগুলো সম্ভবত ফ্রোজেন করা মটরশুটি। এগুলো খিচুড়ির সাথে দিলে আসলেই ভালো লাগে। আমরা ফ্রোজেন করে রাখি এগুলো। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 days ago 

ভাইয়ার সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তিনি অসুস্থ থাকায় তাহলে আপনাকে বেশ ব্যস্তময় সময় পার করতে হচ্ছে। বিভিন্ন কাজের তাগিদে বাইরে যেতে হচ্ছে। তারই প্রেক্ষিতে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলেন। তবে প্রথমের ফুলটি দেখে মনে হচ্ছে গোলাপ ফুল যদিও বা এটি গোলাপ ফুল নয়। সত্যি বলতে আপনার আজকের রেনডম ফটোগ্রাফি পোস্টটি একেবারে মন ছুঁয়ে গেছে।

 4 days ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 4 days ago 

আপনি অনেক সুন্দর ভাবে ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করে আমাদের দেখিয়েছেন। আপনার এই ভিন্ন ভিন্ন ধরনের জন্য ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অতি চমৎকার ছিল আপনার ধারণ করা ফটোগুলো। ফলগুলো যেমন সুন্দরভাবে সাজানো। ফুলগুলো ঠিক সেভাবেই সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে। এমন সুন্দর ভাবে গোছানো জিনিস দেখলে সত্যি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83869.48
ETH 2099.37
USDT 1.00
SBD 0.63