আমার বাংলা ব্লগ || বন্ধুদের সাথে পিকনিকের ফটোগ্রাফি ও বর্ণনা || তাং ১৯-১২-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আমি @sumon09 'আমার বাংলা ব্লগ' এর সকল বন্ধুদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে আমাদের একটি পিকনিকের ফটোগ্রাফি ও তার কিছু বর্ণনা তুলে ধরতে চাই। চলুন তাহলে শুরু করা যাক।

পিকনিক


পিকনিক আপনার-আমার সকলেরই অনেক পছন্দ একটি বিষয়। তাই সুযোগ সাপেক্ষে বন্ধুদের সাথে পিকনিক করে থাকি। এবারও পাড়া-গায়ের সকল বন্ধুরা মিলে একত্রে পিকনিক করেছিলাম। তবে পিকনিকের ডেট ছিল কিছুটা দিন পূর্বে। বৃষ্টির জন্য ডেট ও স্থান চেঞ্জ করা হয়। তবে বৃষ্টিভেজা একটি স্থানে আমাদের রান্না বারা কার্যক্রম করা হয়েছিল। দিনটি ছিল মেঘাচ্ছন্ন।গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল দিনের বেলায়। তবে রাতে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘে ঢাকা ছিল। ঘন কালো অন্ধকার রাত। শীতের টান তাই আবহাওয়া টা ছিল অনেকটা ঠান্ডা। পিকনিকের মূল আইটেম ছিলো কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি ভাত এবং মুরগির মাংসের রেসিপি।

আপনারা জেনে খুশি হবেন যে খিচুড়ি রান্না আমার বন্ধু করেছিল। তবে মাংসের রেসিপিটা আমি রান্না করেছিলাম,সাথে একটি বন্ধু সহায়তা প্রদান করেছিল। আমরা মোট পনেরো জন মিলে এই পিকনিক করেছিলাম। আমিসহ মারুফ পলাশ শাকিব সোহেল রাকিব নাঈম শিহাব ইকবাল ইত্যাদি।

💖 প্রথম আলোকচিত্র💖


received_1222059381621496.jpeg

  • আমি মাংস রান্না করার সময় আকাতে জাল দিয়েছিলাম তার একটি দৃশ্য। এই মুহূর্তে আকার জাল ভালো হচ্ছিল না মাটি ভেজা থাকার কারণে।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 দ্বিতীয় আলোকচিত্র💖


received_256268003198863.jpeg

  • বন্ধুরা সকলে মিলে খিচুড়ি রান্না করছিল তার একটি দৃশ্য। রান্না করার সময় শাকিব ও মারুফ জাল দিতেছিল। সোহেল পাশে বসে সহায়তা প্রদান করেছিল।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 তৃতীয় আলোকচিত্র💖


received_3128894010765305.jpeg

  • খিচুড়ি রান্না করা শেষে খিচুড়ির হাড়ি টা আকা হতে নামিয়ে নিয়ে এসে সাইডে রাখা পর ছবি তুলেছিলাম।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 চতুর্থ আলোকচিত্র💖


received_555762492160612.jpeg

  • আমি মাংস রান্না করার জন্য প্রস্তুত হয়ে ছিলাম।মসলার বাটিটা কাছে নিয়ে প্রস্তুত হচ্ছিলাম রান্না করার জন্য।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 পঞ্চম আলোকচিত্র💖


received_351347786791860.jpeg

  • রান্না করার জন্য আকার উপরে কড়াটি বসিয়ে দিয়েছিলাম এবং তেল দিয়েছিলাম তার একটি চিত্র।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 ষষ্ঠ আলোকচিত্র💖


received_3026484264345223.jpeg

  • ফুটন্ত তেলে সকল প্রকার মসলাগুলো কড়ায়ের উপরে দেওয়ার চিত্র।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 সপ্তম আলোকচিত্র💖


received_2162909213867167.jpeg

  • মাংস রান্না চলাকালীন দৃশ্য যখন আঁকাতে আগুন ভালোভাবে জ্বলছিল।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 অষ্টম আলোকচিত্র💖


received_418306059836549.jpeg

  • মাংস ভালোভাবে ফুটছে এমন একটি দৃশ্য আঁকাতে চলা ধরিয়ে দেওয়া হয়েছে যার জন্য আগুন নিভে ছিলনা।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 নবম আলোকচিত্র💖


received_2162909213867167.jpeg

  • আমি রান্না করছিলাম আকার জালটি খুব ভাল ছিল যার জন্য কারো সহায়তা নেওয়া প্রয়োজন মনে করি নাই।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 দশম আলোকচিত্র💖


received_295483799104566.jpeg

  • অতিরিক্ত জলের জন্য মাংসের ঝোল কমে আসছে এমন একটি পর্যায়ে তোলা ছবি।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 একাদশ আলোকচিত্র💖


received_1078619242940269.jpeg

  • কিছুটা পানি দিয়ে মাংস ঢেকে দিয়েছিলাম গামলা দিয়ে।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 দ্বাদশ আলোকচিত্র💖


received_1310741909377691.jpeg

  • মাংস যখন রান্নার শেষ পর্যায়ে তখন পলাশ এসেছিল সহায়তা দেওয়ার জন্য। আর সাইডে শাকিব খিচুড়ি খাওয়ায় ব্যস্ত।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 ত্রয়োদশ আলোকচিত্র💖


received_577918753491075.jpeg

*মাংস রান্না শেষ পর্যায়ে কড়া থেকে নামানো হবে এমন একটি মুহূর্তের তোলা ছবি।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 চতুর্দশ আলোকচিত্র💖


received_562692934822576.jpeg

  • মাংসের রেসিপি প্রস্তুত হয়ে গেছে তখন গামলা থেকে তোলা একটি ছবি। রেসিপির মিষ্টি গন্ধ মন জুড়ে যেতে লাগলো ছবিটি তোলার সময়।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 পঞ্চদশ আলোকচিত্র💖


received_451715303040256.jpeg

  • একটি দোকানের মাচার উপরে খিচুড়ি এবং মাংস সমানভাবে বন্টন করা হয়েছিল সবার মাঝে।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

💖 ষষ্ঠদশ আলোকচিত্র💖

received_1539353589765293.jpeg

  • পিকনিকের খিচুড়ি এবং মাংস একত্রে খাওয়ার আগ মূহুর্তে তোলা আলোকচিত্র। সকলের মাঝে মাংস-খিচুড়ি বন্টন করা হয়ে গেলে বন্ধুরা সবাই মিলে একত্রে একটি দোকানের রকে বসে খাওয়া আরম্ভ করলাম এবং শেষ করলাম। তখন রাত সাড়ে এগারোটায় বাজে।

  • সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যা জিনিসপাতি ঠিক তাকে বুঝিয়ে দিয়ে সবাই নিজ নিজ বাড়িতে চলে এলাম।

আলোকচিত্র তোলার তারিখ : ১৪ই নভেম্বর ২০২১
স্থান : জুগীরগোফা, গাংনী-মেহেরপুর।

[Location:]
(https://maps.app.goo.gl/BciEkuyYoPNkfk7EA)

আশা করি,আমার এই ফটোগ্রাফি পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে ও বুঝতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

পোস্টটি পড়ার জন্য আপনাকে জানাই ধন্যবাদ।

🇧🇩💞💞🇧🇩


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
মোবাইলitel vision 1
ক্যামেরাAl dual camera
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা
Sort:  
 3 years ago 

আপনার দিনটি অনেক সুন্দর হয়েছে। শীতের সময় পিকনিক করার মজাই আলাদা। তাও আবার যদি বন্ধু সাথে থাকে তাহলে কথাই নেই। ধন্যবাদ আপনাকে আনন্দময় দিনটি আমাদের সাথে পোস্টের মাধ্যমে উপস্থাপন করার জন্য। দোয়া ও ভালোবাসা রইলো!

 3 years ago 

ধন্যবাদ বন্ধু,এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। গ্রামীণ পিকনিক গ্রাম বাংলার ঐতিহ্য।ছোট থেকেই বন্ধুরা মিলে এভাবে পিকনিক করে আসতেছি। যার জন্য সকল বন্ধুদের মধ্যে একটি মিলবন্ধন রয়ে গেছে।

  • বন্ধুদের সাথে সুন্দর একটা সময় কাটিয়েছেন এবং পিকনিক করেছেন সুন্দর একটা মোমেন্ট কাটিয়েছেন বোঝা যাচ্ছে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল আমাদের মাঝে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
 3 years ago 

হ্যাঁ ভাই, সবাই মিলে একসাথে পিকনিক করলে বন্ধুত্ব সম্পর্ক ভালো থাকে। সবাই মিলে অনেক আনন্দ আয়োজন করা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67