📷 " প্রকৃতিরা সাজে নিত্যনতুন রুপে "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
প্রকৃতিরা সাজে নিত্য নতুন রুপেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্ট মূলত ফটোগ্রাফি পোস্ট। আমি সব সময় চেষ্টা করি মনের মতো যা কিছু দেখি তার ফটোগ্রাফি করার।আর চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে তা উপস্থাপন করার।প্রকৃতি বড্ড সুন্দর আমার চোখে।প্রকৃতি প্রতিনিয়ত নিত্য নতুন রুপে সেজে উঠে।প্রকৃতির এই মুগ্ধতায় কতো কবি কতোই না কবিতা,গল্প ও নানান রচনাবলীর সৃষ্টি করেছেন।প্রকৃতির এই মুগ্ধতায় সুন্দর কবিতা না লিখতে পারলেও সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমি খুব সহজেই করে নিতে পারি।কারন সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করা আমার কখনো বাদ পরে না।গোধুলি বেলার দৃশ্য দুটো আমি মোবাইলে বন্দী করে নিয়েছিলাম।
এরপর আমি প্রকৃতির নানান দৃশ্য গুলো তুলে ধরার চেষ্টা করছি।আসলে সেদিন বাসা থেকে বের হয়েছিলাম ঘুরতে।ঘোরার কোন জায়গা আসলে ঝালকাঠির মধ্যে নেই।আমাদের ড্রাইভার ভাই বলল ঝালকাঠিতে ইকো পার্ক করবে সেখানে চলেন।আমিতো খুব আশা করেই গেলাম সেখানে।কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে বড় মাঠ ছাড়া আর কিছুই নেই।কোন এক সময় ইকো পার্ক করবে এখানে।ছেলে গাড়ির পেছনে ওর সাইকেলটা নিয়ে এসেছিল।আমি বললাম ছেলেকে ইচ্ছে মতো সাইকেল চালাও।অন্য দিকে আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম।
বড় বিশাল মাঠ ছাড়া তেমন কিছুই আসলে এখানে নেই।তবে মাঠের পাশে নদী বয়ে গিয়েছে।সেখানে ছোট ছোট নৌকা দেখা গেলো।
উপরের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যেনো সবুজ গালিচা বিছানো।মানুষ গুলো যে কেমন তা ভেবে পাইনা।চারিদিকে ময়লা,কাগজ ফেলে জায়গাটা নোংরা করে রেখেছে।
ঐ যে দূরে ব্রিজ দেখতে পাচ্ছেন ওটা গাবখান ব্রিজ।এই ব্রিজ মানুষের মধ্যে দূরত্বকে কমিয়ে সব কাজ সহজ করে দিয়েছে।গ্রামের মানুষ ইচ্ছে করলেই এখন শহরে এসে তাদের সকল কাজ সম্পন্ন করতে পারেন।এই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আমার শেয়ার করা প্রকৃতির ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
বিভিন্ন সময় প্রকৃতি বিভিন্ন রূপে সেজে ওঠে। আপনার আজকের ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। পাতা শূন্য গাছগুলোর ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। গ্রাম বাংলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
শীতকালে বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় ফলে সবকিছুই কেমন যেন ন্যাড়া লাগে কিন্তু প্রকৃতির সৌন্দর্যের কোন কমতি হয় না। ইকোপার্ক হয়ে গেলে তখন আর এই ফাঁকা জায়গাটা ফাঁকা থাকবে না। আর আপনি আরো একটা ব্লগের নতুন করে লিখবেন যে ফাঁকা জায়গা দেখে এসেছিলাম সে আজ ভরে গেছে৷ ব্রিজের অনেক মাহাত্ম্য আছে৷ জীবন ও যাতায়াত দুই সহজ করে তোলে ব্রিজ৷
প্রকৃতির নানা রূপ সত্যিই অবাক করে দেয়, আর আপনার আজকের ফটোগ্রাফিগুলোতে সেই রূপ যেন জীবন্ত হয়ে উঠেছে। পাতা ঝরা গাছগুলোর ছবি সত্যিই দারুণ, একে অপরের সাথে মিলিয়ে যেন সময়ের গল্প বলছে।ধন্যবাদ আপনাকে, এমন সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
বাহ দারুণ লাগল আপু। চমৎকার বলতেই হয়। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি। প্রকৃতি টাকে দারুণ ভাবে তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। দারুণ ছিল সবমিলিয়ে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।