📷 " বোনের বাসার কিছু গাছের ফটোগ্রাফি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
বোনের বাসার কিছু গাছের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ ফটোগ্রাফির।আপনারা অনেকেই জানেন আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি।তাই যেখানে যাই না কেন যা কিছু ভালো লাগে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আর সেখানে যদি হয় গাছ ও সবুজের ফটোগ্রাফি তবে সবার আগে তাই ফটোগ্রাফি করে নেই আমি।
এইতো রমজানের প্রথমদিকে বোনের বাসায় গিয়েছিলাম।আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম।বোনের বাসায় বেড়াতে গিয়ে আমি ফটোগ্রাফি গুলো করেছিলাম।ওর বাসার বারান্দায় একটি মরিচ গাছে এতো পরিমান মরিচ ধরেছিল যা দেখে ভীষণ ভালো লেগেছিল আমার।সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো গাছের কোন কিছু খেতে পারার মধ্যে আনন্দ আছে।
বারান্দা ও ঘরে নানা রকমের গাছ ও লাগিয়ে রেখেছে।শহরে তো সবুজ খুব একটা দেখা যায় না।তাই যে যার জায়গা থেকে বারান্দা,ঘর আর বাসার সামনে জায়গা থাকলে কিছু কিছু গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।আর গাছ লাগানোর মধ্যে তৃপ্তি ও আছে।
আমিতো ওর বাসায় গিয়ে অনেকটা সময় ধরে বারান্দায় বসে ছিলাম।বাসার সামনের দিকের গাছ গুলোতে কতো ছোট ছোট পাখি কিচির মিচির করছিলো তা আর কি বলবো।খুব ভালো লাগছিল শহরে বসে পাখির ডাক শুনতে।
যেকোনো গাছ বাসার সৌন্দর্যকে অনেকটা ই বৃদ্ধি করে।সেই সাথে মনের তৃপ্তি তো আছেই।আমি সবুজ প্রকৃতির মাঝে থাকতে খুবই পছন্দ করি।ওদের এলাকাটা গাছ গাছালিতে ভরপুর।শহরে থাকলে ও প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। আশাকরি আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়। আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভালো লেগেছে।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | samsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বসুন্ধরা আবাসিক এলাকা ,বাংলাদেশ |
আমার পরিচয়
.
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
https://x.com/shimulakter403/status/1914276519670845573?t=4ogBPfyxzHdQQgLJtuSFIg&s=19
https://x.com/shimulakter403/status/1914277702888026146?t=VTdMDgeK9NTQqXYcKhAfyg&s=19
https://x.com/shimulakter403/status/1914279770021646340?t=H2jBH0kDNPe9FoDjyRos1A&s=19
https://x.com/shimulakter403/status/1914281567415050655?t=sEwIT32lRFaN0f08MEzHjg&s=19
আপু এখন অনেক জায়গাতে দেখা যায় বাসার সামনের টপের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগাই। আপনি দেখছি রমজানের প্রথম দিকে বোনের বাসায় গেলেন। আর সেখানে টপের মধ্যে লাগানো বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। তবে আপু টপের মধ্যে মরিচ গাছ লাগালে এমনিতে বেশি মরিচ ধরে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
https://x.com/shimulakter403/status/1914357671076970507?t=BKoZkb4lQRe-gEa4noOQyA&s=19
https://x.com/shimulakter403/status/1914359877436142036?t=HwyRA4zI-obmgb29TIrPoQ&s=19
আসলে শহরের মানুষের জীবনের একটি অনেক বড় অংশ হলো বেলকনিতে একটু সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য এরকম সুন্দর বাগান তৈরি করা। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে দেখতেও অনেক ভালো লাগে। আপনি দেখছি সেই সৌন্দর্য খুব সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন। ভালো লাগলো দেখে।