ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " বিভিন্ন ফুলের ফটোগ্রাফি "
শুভ সন্ধ্যা সবাইকে । প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
ফটোগ্রাফি করতে আমার ভীষন ভালো লাগে।তবে আগে বিভিন্ন রেসিপির কিংবা সেলফিই তোলা হতো কিন্তু এখন চেষ্টা করি ভালো ভালো যা কিছু চোখে পরে তার ফটোগ্রাফি করতে।ফটোগ্রাফিটা আসলে একদিনে ভালো হওয়ার নয়।এজন্য দরকার হয় প্রতিনিয়ত চেষ্টার। প্রতিনিয়ত চেষ্টা করলে সবই সম্ভব হয়।
সকালে হাঁটাহাঁটি করা আমার প্রতিদিনের একটি কাজ।আজ ছেলের রেজাল্ট দিলো। তাই স্কুলে গিয়ে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করেছি।আলহামদুলিল্লাহ ছেলে খুব ভালো রেজাল্ট করে চতুর্থ শ্রেনীতে উঠলো এবার।আমি চারিদিকে এতো এতো ফুলের সমাহার দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না।এখন শীতকাল। তাই চারিদিকে গাঁদা ফুলের সমাহার চোখে পরে।তাইতো ফটোগ্রাফি না করে আর পারলাম না।আপনাদের মাঝে শেয়ার করলাম ফটোগ্রাফি। আশাকরি আপনাদের কাছে ও ভালো লেগেছে।
এই ফুলটি প্রায় তিন রকমের দেখতে পেলাম।ভীষণ ভালো লাগছিল দেখতে ফুলটি।যদিও আমার নাম জানা নেই।আপনারা জানলে অবশ্যই জানাবেন।
চারিদিকে ফুলে ফুলে ভরে আছে।দেখতে ভীষন ভালো লাগছিল।আমি ফটোগ্রাফি করছিলাম।আর সবাই আমাকে দেখছিল।কি আর করবো বলেন তাকিয়ে থাকলেও কিছু তো করার নেই।আমি আমার কাজ করে যাচ্ছিলাম।
রঙ্গন ফুল।এই ফুলের ও কালার কয়েকটাই হয়।ফুলটি দেখতে চমৎকার লাগছে তাই না ? তাইতো ফটোগ্রাফি করে নিয়েছি।
নীল অপরাজিতা ফুল। অনেকেই এই ফুলটি পছন্দ করেন আমি জানি।কি সুন্দর কালার ফুলটির।আমার কাছে ও খুব ভালো লাগে। আশাকরি আপনারা ও খুব উপভোগ করেছেন আমার আজকের শেয়ার করার ফটোগ্রাফি গুলো।
আজ আর নয়। আশাকরি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Twitter link
একদম ঠিক বলেছেন আপু, ভালো ফটোগ্রাফি শেখাটাও একদিনে আসে না। এটা ধীরে ধীরে আয়ত্ত করতে হয়। যাক আপনার ফটোগ্রাফি দারুণ ছিল। নাম না জানা ফুলটি মনে হয় কসমস ফুল, তবে আমি সিউর না আপু
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। না ভাইয়া ওটা কসমস ফুল নয়।
বাহ, অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।
আমারও আপনার মত আগে বেশিরভাগ দিনই সেলফি তোলা হতো নিজের ,তবে এইভাবে আলাদা করে ফটোগ্রাফি করা হতো না কখনও। এখন ফটোগ্রাফি করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। সাদা আর গোলাপি রঙের নাম না জানা ফুলগুলো দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের ফটোগ্রাফি করতে এবং ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আপনার শেয়ার করা ফটো গুলো আমার কাছে খুব ভালো লেগেছে ।তবে বিশেষ করে আমার কাছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলগুলোর ফটোগ্রাফির বেশ ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
হ্যাঁ সুন্দর দৃশ্যগুলো যখন ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেটা দেখতে আরো সুন্দর হয়। আজকে ফুলের টবের ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল। খুবই সুন্দরভাবে ফুলের টবের ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো আপু। ফটোগ্রাফি করতে সবাই পছন্দ করে যেটা উপভোগ করতে আমিও পছন্দ করি।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ফুলের ফটোগ্রাফি দেখতে আমি অনেক বেশি পরিমাণে ভালোবাসি৷ আর সবসময়ই আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে অসাধারণ কিছু ফুল শেয়ার করেছেন। প্রথমে আপনি যে গাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আর শেষের দিকে আপনি যে ভিন্ন ভিন্ন রংয়ের ফুল গুলো তুলে ধরেছেন সেটি আমার অনেক ভালো লেগেছে৷
মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
এখন শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফুটবে। ফুল তো আমাদের কাছে বরাবরই খুবই ভালো লাগার। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি সরকার জন্য ধন্যবাদ আপু।