📷 " সবুজের মাঝে ই সবটুকু ভালো লাগা "

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজের মাঝে ই সবটুকু ভালো লাগাঃ


20250401_103057.jpg

20250401_104408.jpg

20250401_104317.jpg

20250322_095748.jpg

20250322_095627.jpg

বন্ধুরা,প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকে আমি ফটোগ্রাফি ব্লগ শেয়ার করতে চলে এসেছি।ফটোগ্রাফি আমি সব সময়ই করে থাকি।আমার চোখে যা কিছু সুন্দর লাগে আমি তার ই ফটোগ্রাফি করি।আমার চোখে সব সময় বেশী ভালো লাগে সবুজ প্রকৃতি।

20250322_093150.jpg

আর এজন্য ই যখন প্রকৃতির খুব কাছাকাছি আমি যাওয়ার সুযোগ পাই তখন চোখ দিয়ে সবুজ কে দেখি।আর মন ভরে সবুজের সৌন্দর্য কে উপভোগ করি।আর সুন্দর দৃশ্য গুলো নিজের মোবাইলে ধারণ করে রাখার চেষ্টা করি।রমজানে বাড়িতে যাওয়ার সময় অনেক অনেক ফটোগ্রাফি আমি মোবাইলে ধারণ করেছিলাম গাড়ি থেকে।তার ই মধ্যে থেকে কিছু সবুজ প্রকৃতির সৌন্দর্য আমি আপনাদের মাঝে আজ শেয়ার করে নিলাম।মোবাইলে ধারণ করা ফটোগ্রাফির চাইতে খালি চোখে দেখা প্রকৃতি কিন্তু আরো বেশী সুন্দর ও প্রানবন্ত।

!
20250322_091234.jpg

সবুজের খুব কাছাকাছি থাকার মাঝে যে ভালো লাগা কাজ করে তা আর অন্য কিছুতে করে না।আজ প্রয়োজনে ঢাকাতে আছি।নয়তো বাড়িতে গিয়ে সবুজের সাথেই সময় কাটাতাম।ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে।শহরটার জন্য মায়া হয়ে গেলেও ভালোবাসি সবুজকে।সবুজের মাঝেই যেনো সবটুকু ভালো লাগা মিশে আছে।

20250322_091232.jpg

20250322_091044.jpg

20250322_083514.jpg

20250322_083512.jpg

আমার মতো আর কার কার সবুজ প্রকৃতি এতো ভালো লাগে? আশাকরি মন্তব্য করে জানাবেন।আজ কিছু ভালো লাগা সবুজ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ও ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে।আজ এ পর্যন্তই।

আজ আর নয়। আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভালো লেগেছে।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবরিশাল,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Untitled_design.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

Screenshot_20250402-175659_Chrome.jpg

Screenshot_20250402-175411_Chrome.jpg

Screenshot_20250402-173855_Chrome.jpg

 8 days ago 

প্রকৃতির মত মনমুগ্ধকর কিছু আর বোধায় পৃথিবীতে কিছু নেই। হয়তো প্রকৃতিতে নীল আকাশের নিচে ঘন সবুজ রং আমাদের চোখের প্রশান্তি ঘটায়। আর অনেকখানি নির্মল দেখায়। আপনার আজকের তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ ভালো লাগলো। প্রকৃতির ছবি কাছে আর অন্য কিছু ভালো কি বা হতে পারে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81632.07
ETH 1591.10
USDT 1.00
SBD 0.79