ফটোগ্রাফিঃজীবিকা।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। আমিও ভালো আছি। আজ ৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,১৯ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আমাদের সমাজে বিভিন্ন ধরনের পেশা দেখা যায় । যার যার যোগ্যতা অনুযায়ী ব্যাক্তি তার পেশা গ্রহন করেন। কিন্তু এমন অনেক ব্যাক্তি আছেন যে তার যোগ্যতা অনুযায়ী আয়-ইনকাম করতে পারেন না।আমাদের সামাজিক ব্যবস্থার জন্য। মানুষ জীবিকা অর্জনের জন্য বিভিন্ন ধরণের পেশা বা বৃত্তি গ্রহন করেন,তার পরিবারের ভরণ-পোষনের জন্য। আমাদের সমাজে শিক্ষক,উকিল,ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ধরনের পেশাজীবিদের যেমন দরকার আছে তেমনি ফুটপাতের চা বিক্রেতা,সব্জ্বি বিক্রেতা ও অন্যান্য অনেক ধরণের ,পেশার সাথে যুক্ত তারাও কিন্তু কম দরকারি নয়। মেইন বিষয় হচ্ছে সবাই তার যোগ্যতা অনুযায়ি আয়-ইনকাম করছে। এবং এরা সবাই যার যার পরিবারের ভরণ-পোষনের দায়িত্ব পালন করছেন। এখানে যার যার অবস্থানে সে কিন্তু গুরুত্বপূর্ণ। পরিবারের অন্যতম উপার্জনকারি ,পরিবারের কাছে গুরুত্বপূর্ণ। আমার নিয়মিত ব্লগিংএ আজ আমি সেই সকল লড়াকু নিম্ন আয়ের মানুষের জীবিকা নির্বাহের প্রচেষ্টার কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যা বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন রাস্তায় চলার সময় তোলা। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

ph6.jpg

এই পেশারসাথে আমরা কম বেশী সকলে পরিচিত। ফুটপাতে, রাস্তার মোড়ে মোড়ে যা সচরাচর দেখা যায়। ফটোগ্রাফিতে একজন বৃদ্ধ পান , সিগারেট সহ বিভিন্ন জিনিস বিক্রয় করছেন,তার পরিবারের সদস্যদের ভরন পোষনের জন্য।

দ্বিতীয় ফটোগ্রাফি

ph1.jpg

ph3.jpg

রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিবারের দায়িত্ব পালনের জন্য ঘুরে ঘুরে ভ্যান গাড়িতে সেন্ডেল বিক্রি করেন। ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে ভ্যান গাড়ি রাস্তায় দাড় করিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন। হয়ত তিনি ক্লান্ত।

তৃতীয় ফটোগ্রাফি

ph2.jpg

এখানে একজন মধ্যবয়সী ব্যাক্তি তার সামান্য পুঁজি নিয়েই লেবু ও বেল বিক্রি করছেন । এ গুলো বিক্রি করেই নিজের সংসার চালাচ্ছেন। হয়তো তার মেয়ে গার্মেন্টস এ কাজ করে আর তার বৌ কারও বাসায় ঠিকা কাজ করে। তবুও জীবন যুদ্ধে টিকে থাকার চেস্টা করে যাচ্ছেন।

চতুর্থ ফটোগ্রাফি

ph5.jpg

যে বয়সে স্কুলে যাওয়ার কথা সে বয়সে ছেলেটি সংসারে সাহায্য করার জন্য লেবু বিক্রি করছে। অন্য কোন সব্জি বিক্রি করার মতো পুঁজি হয়ত তার ছিল না।

পঞ্চম ফটোগ্রাফি

ph7.jpg

এ ই ছবিটি একজন সব্জি বিক্রেতার। ভ্যানে সব্জি বিক্রি করছে। কেননা তার দোকান নিয়ে বসার পর্যাপ্ত পুঁজিনেই।। তাই এরা গলির ভিতর রাস্তায় সব্জি বিক্রি করে। এখানেও তাদেরকে চাঁদা দিতে হয় পাড়ার মাস্তানদের।

ষষ্ঠ ফটোগ্রাফি

ph8.jpg

এই ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে একজন ব্যাক্তি ফেরি করে মিস্টি বিক্রি করেছেন। রাস্তায় চলতে চলতে দেখতে ভাল লাগছিল,তাইতো ফটোগ্রাফি করে নিলাম।
ঢাকার রাস্তায় চলতে চলতে কত ভিন্ন ধরনের পেশা যে দেখা যায় তার কোন হিসাব নেই। এ ফটোগ্রাফিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা থেকে তোলা। আশকরি। ফটোগ্রাফিগুলো আপনাদের ভাল লেগেছে। আসুন সকল পেশাকে সম্মান করি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১৯ জুন,২০২৩
ফটোগ্রাফি লোকেশনঢাকার বিভিন্ন রাস্তা থেকে তোলা।

পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আমাদের পেশা যাই হোক না কেন সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ এবং পৃথিবীর শ্রেষ্ঠ জীব। যাই হোক আপনার ফটোগ্রাফগুলো অত্যন্ত সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

জীবিকার তাগিদে মানুষ কত কিছুই না করে। প্রত্যেকের চেহেরার মধ্যে একটি টেনশন ভেসে উঠছে। আর সেটি হলো জীবিকার জন্য লড়াই। আজকে আপনি গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে ব্লগ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া জীবনের তাগিদে বিভিন্ন ব্যাক্তি বিভিন্ন পেশা গ্রহন করে । সকল জীবিকাই প্রয়োজন । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার পোষ্টের মাধ্যমে আজ অন্যরকম একটি ফটোগ্রাফি দেখতে পেলাম। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। একেকজনের কর্মজীবনের খুব সুন্দর ফটোগ্রাফি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জীবিকা তাগিদে মানুষকে অনেক কিছুই করতে হয়। কোনো পেশায় ছোট না। সবাই জীবিকার তাগিদে ছুটছে। আপনার আজকের পোষ্টের মাধ্যমে ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি দেখলাম। দেখে খুবই ভালো লাগছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে ফটোগ্রাফি করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জীবনের তাগিদে মানুষ বিভিন্ন পেশা গ্রহন করে । অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু একটি পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তিটি আসলেই সবার কাছে গুরুত্বপূর্ণ । আর আপনি আজকে নিম্ন আয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু লোকের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলেই এরা অনেক কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহ করে সংসার চালায়। কারো কাজই ছোট নয়।

 2 years ago 

সবাই যার যার সংসার চালানোর জন্য লড়ে যাচ্ছে । অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ আপু আপনি অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বিশেষ করে পোষ্টের টাইটেলটা দেখেই বুঝেছিলাম আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে। আসলে জীবিকা নির্বাহের জন্য কোন বয়স হয় না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জীবনের তাগিদে বিভিন্ন বয়সে মানুষ বিভিন্ন পেশা গ্রহন করে ।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64