বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন।আজ ১৫ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। ৩০ শে জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।
গত জুন ৫ই জুন হতে ১৩ ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় জাতীয় বৃক্ষ মেলা।এবারের বৃক্ষ মেলার প্রধান প্রতিপাদ্য ছিল " বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ"।প্রতি বছর বিভিন্ন জেলায় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়।আর ঢাকায় বেশ বড় পরিসরে এই মেলা অনুষ্ঠিত হয় চলে মাস জুড়ে।মেলায় অনেক নতুন নতুন গাছ দেখতে পাওয়া যায়।আর গাছ প্রেমিরা বিভিন্ন ধরনের গাছ কিনে এই মেলা থেকে।আমিও একদিন গিয়েছিলাম বৃক্ষ মেলায়।অনেকক্ষন ছিলাম।অনেক নতুন নতুন গাছ দেখলাম।মেলায় অনেক ফলের গাছের পাশাপাশি অনেক নতুন ফুল ও ফলের গাছ দেখতে পেলাম।বেশ ভালো কিছু সময় কাটিয়েছিলাম মেলায়।সেই সাথে কিছু ফটোগ্রাফি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে।
প্রথম ফটোগ্রাফি
এটা অর্কিড ফুলের ফটোগ্রাফি।দেখতে বেশ সুন্দর।এটা বিদেশি অর্কিড। অর্কিড পরগাছা জাতীয় গাছ।তবে আজকাল টবে বিভিন্ন পদ্ধতি অর্কিড এর চাষ করা হচ্ছে।বিক্রেতা অর্কিড ফুলের নাম বলেছিল কিন্তু এখন মনে করতে পারছি না।কেউ নামটি জানলে কমেন্ট করে জানাতে পারেন।
দ্বিতীয় ফটোগ্রাফি
যে দিন মেলায় গিয়েছিলাম সে দিন সকালে বৃষ্টি হয়েছি।তাই প্রতিটি গাছ ও ফুলে বৃষ্টির ছোঁয়া দেখেছিলাম।বেশ সতেজ লাগছিল গাছ ও ফুল গুলো।তেমনি বৃষ্টির পানিতে সতেজ হয়ে উঠা অপরাজিতা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।অপ্রাজিতা ফুলের উপর এক ফোটা বৃষ্টির পানি যেনো ফুলের সৌন্দর্য দ্বিগুণ করে দিল।
তৃতীয় ফটোগ্রাফি
ফুলের রানি গোলাপ এর ফটোগ্রাফি এটি।পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়।গোলাপ সৌন্দর্য এর প্রতীক।গোলাপ এর পাপড়ি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।গোলাপ এর পাপড়ি থেকে বিভিন্ন ধরনের জ্যাম,জেলি,প্রসাধনী ও পারফিউম তৈরি করা হয়।আমার মনে হয় অধিকাংশ মানুষেরই পছন্দের ফুল গোলাপ।
চতুর্থ ফটোগ্রাফি
বাংলাদেশের সর্বত্র কাঠ গোলাপ ফুল দেখতে পাওয়া যায়।কাঠ গোলাপ বিভিন্ন রং এর হয়ে থাকে।তবে আমার কাছে সাদা কাঠ গোলাপ বেশি ভালো লাগে।সারা বছরই এই ফুল ফোটে।মিষ্টি সুগন্ধ যুক্ত এই ফুল সহজেই মন ভরিয়ে দেয়।এই ফুলের গাছ খুব সহজেই মাটি বা টবে চাষ করা যায়।
পঞ্চম ফটোগ্রাফি
শোভা বর্ধনকারি একটি ফুল রঙ্গন।বিভিন্ন রং এর রঙ্গন ফুল আজকাল দেখতে পাওয়া যায়।বিভিন্ন অফিস আদালত, বাড়ির সামনে ও রাস্তার শোভা বর্ধনে এই ফুলের গাছ লাগানো হয়।বর্ষায় রঙ্গন ফুল বেশি ফুটলেও সারা বছরই এই ফুল ফুটতে দেখা যায়।বৌদ্ধ সম্প্রদায় পুঁজার থালা সাজাতে রঙ্গন ফুল ব্যবহার করে।রঙ্গন ফুলের একটি থোকায় ২৫ -৫০টি ফুল থাকে।
আশাকরি আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | Redmi Note A5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩০শে জুলাই, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে অপরাজিতা। অপরাজিতের এই ঘন নীল রং কি অপূর্ব হয় আর আপনি ঠিকই বলেছেন ফুলের উপর গুজার ফোটা জল পড়ে থাকলে অসম্ভব সুন্দর লাগে। সাদা কাঠ গোলাপ আমারও খুব পছন্দের৷
জি আপু বৃস্টির ফোটা পরা ফুল দেখতেই অন্য রকম সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।
ওয়াও আপনার অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দারুন হয়েছে আপু। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Hi, @selina75,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
আপু আপনার বিভিন্ন ফুলের ফটোগ্রাফিগুলো বেশ দারুন হয়েছে। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। চমৎকার স্বপ্নের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
ফুল সবারই ভালো লাগে আপু। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফুলের ছবি দেখলে মনে একটা শান্তি শান্তি ফিল আসে। খুব ভালো লাগলো। রঙ-বেরঙের ফুল দেখলে একটা ভাবনা আসে, দুনিয়ার কত কিছুই তো দেখলাম না। ভালো লাগলো আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া, ফুল দেখলেই একটা শান্তি শান্তি ফিল আসে। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
বৃক্ষ মেলা থেকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আর্কিডের ফুলগুলো তো অনেক সুন্দর লাগছে দেখতে। আগে কখনো দেখা হয়নি এই ফুলগুলো। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। অপরাজিতা ফুলের ফটোগ্রাফিও বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।
জি আপু,অর্কিড ফুল আসলেই সুন্দর। অনেক প্রজাতির অর্কিড আছে। ঢাকায় যেকোন বড় নার্সারিতে গেলেই অর্কিড ফুল দেখতে পাবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপু, আপনার শেয়ার করা আজকের এই পোস্টটিতে বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালই হয়েছে। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে কাঠগোলাপ এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর সাদা কাঠ গোলাপ ফুল আপনার মতো আমারও বেশ ভালো লাগে। তবে আপনি এখানে যে কাঠগোলাপটি শেয়ার করেছেন, সেটি দেখলাম লাল রঙের কাঠগোলাপ।
ঠিক বলেছেন ভাইয়া, লাল রঙের কাঠগোলাপ শেয়ার করেছি। গঠনমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।