||জারুল ফুলের ফটোগ্রাফি||
আমার বাংলা ব্লগ
পরিবারের সবাই কেমন আছেন?
Deviec-Wiko-T3
আশা করি সকলেই ক্লান্ত বিকেলেই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তাই দুপুরের খাওয়া-দাওয়া করে একটু ক্লান্ত লাগছিল পোস্ট করতে দেরি হয়ে গেল। যদিও কয়েকদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না। তারপরও চেষ্টা করি আমি কাজ গুলো করার। তো ভাবলাম পোস্টটা করে নিবো। প্রতি সপ্তাহের মত এবারেও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে দেখতেও তেমনি অনেক ভালো লাগে। আজকাল ফটোগ্রাফি করতে বড্ড বেশি ভালো লাগে। যে কোনো সুন্দর কিছু দেখলে ক্যামেরায় বন্দি করে নিতে ইচ্ছে করে। আজ আমি যে ফটোগ্রাফি শেয়ার করব সেটা হচ্ছে জারুল ফুলের ফটোগ্রাফি। অর্থাৎ জারুল গাছের ফুল।
Deviec-Wiko-T3
এটা যে জারুল গাছ এবং জারুল ফুল সেটা আমার জানা ছিল না। জারুল ফুল আমি খুবই কম দেখেছি। দেখেছি হয়তো বিভিন্ন ধরনের জারুল ফুল রয়েছে বিভিন্ন কালারের। বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হলে বেশ সুবিধা হয় অনেক সুন্দর সুন্দর ফটো নেওয়ার সম্ভব। গতকাল আমি বাচ্চাদেরকে নিয়ে গানের স্কুলে গেছিলাম। গানের ক্লাস ৫ টাই শেষ করে আর বাসায় আসিনি। সোজা চলে গেলাম একটু বিকেল বেলায় হাঁটার জন্য।
যে জায়গায় ঘুরতে গেছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল। তার মধ্যে জারুল ফুলের গাছটি দেখতে অসাধারণ ছিল। গাছটির সাইজে অনেক বড় একদম সরু ছিল। অনেক গুলো ডাল আকাশের দিকে সরু ছিল। দেখে ভীষণ ভালো লাগে তাই অনেক গুলো ফটোগ্রাফি নিয়ে নিছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
Deviec-Wiko-T3
Deviec-Wiko-T3
তো ফুলের নাম আমার জানা ছিল না অনেক কষ্ট করে গুগল সার্চ করে জারুল ফুল গাছের নাম টি আবিষ্কার করলাম। এটি মূলত ভারতীয় উপমহাদেশের একটি গাছ। যে গাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। জারুল গাছের ছাল মানবদেহের শরীরের জন্য অনেক উপকারী। এই গাছের ছাল অনেক রোগ নিরাময় করে যা আমি জেনে অবাক হয়ে গেছি। যেটা আমরা ফুলের বাগানে সুন্দরের জন্য ফুলের বাগানে রাখি সেই ফুলের গাছের নাকি অনেক উপকারিতা বেশ ভালই লাগলো। এই গাছের ছাল দিয়ে বাত ব্যথার, ডায়াবেটিস কিংবা আরো অন্যান্য রোগের জন্য অনেক উপকারী।
Deviec-Wiko-T3
যাক উপকারীতার কথা আর নাই বললাম। যে গাছে এত ফুল দেয় তা আমাদের অনেক দরকার। সত্যি আমার অনেক ভাল লাগছে। যদিও বা আমাদের ঔষধি হিসেবে ব্যবহার করা না হোক। বাড়ির আঙ্গিনা কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা জারুল গাছের অনেক বেশি দরকার আমি মনে করি। কারণ ফুল গুলো এত সুন্দর দেখাচ্ছিল দূর থেকে মনে হচ্ছিল যে গাছটি একদম ফুলে ফুলে ভরে গেছে। ফটোগ্রাফি গুলো নিতে ও আমার অনেক ভালো লেগেছিল। আশা করি আমার আজকের জারুল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে। |
---|
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
লোকেশন | কক্সবাজার |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
প্রতি সপ্তাহের মতো এবারও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো আপু। আমিও কয়েকদিন থেকে ভাবছি ফটোগ্রাফি করতে হবে। তবে খুব একটা বাইরে যাওয়া হচ্ছে না। তাইতো ফটোগ্রাফি করা হচ্ছে না। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এই ফুলগুলো দেখতে সত্যিই অনেক সুন্দর।
হ্যাঁ আপু বের হলে অনেক সুযোগ-সুবিধা আছে ফটোগ্রাফি নিতে বেশ সুবিধার হয় বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নেওয়া সম্ভব।
https://steemit.com/hive-129948/@samhunnahar/6wvcoj-or-or-or-or
অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন আপু। ফটোগ্রাফি একটি শিল্প,সেটা আপনি ভালই করেছেন। কৃষ্ণচূড়া আর সোনালু ফুলের সমারহে প্রকৃতি এখন রাঙাচ্ছে সেখানে জারুল ফুলের গাছ ও ফুলকে ক্যামেরায় ধারণ করে আমাদের সামনে তুলে ধরেছেন,এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।ছবি গুলো সুন্দর হয়েছে।
ঠিক বলছেন আপু কৃষ্ণচূড়া ফুল এবং সোনালু ফুল এখন বেশ দেখা যাচ্ছে এই সিজনে। তবে জারুল ফুলটা অসাধারণ সুন্দর ছিল।
জারুল ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে। জারুল ফুলের উপকারীতা সম্পর্কে আগে জানা ছিলো না। এধরনের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এক সাথে অনেক গুলো ফুল ফোটে। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।
যার এত সুন্দর গুণ সেই ফুল দেখতেও অনেক সুন্দর। সব মিলিয়ে অসাধারণ একটি ফুল গাছ বলা যায় জারুল গাছ।
জারুল ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা আপনি ঠিক কথা বলেছেন এই গাছের বাকল অনেক রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়।
আগে জানতাম না ভাইয়া জারুল ফুল গাছ কোন ধরনের এবং এর উপকারিতা কি তবে ফটোগ্রাফি গুলো নেওয়ার পরে গুগল সার্চ করে জানতে পারলাম।
সত্যি বলেছেন আপু জারুল ফুল গুলো তেমন দেখতে পাওয়া যায় না। যাইহোক জারুল ফুল গুলো দেখতে বেশ কিউট লাগছে। আপনি মেয়েকে নিয়ে বাসায় না ফিরে হাঁটতে গিয়ে বেশ ভালো ফটোগ্রাফি করেছেন জেনে অনেক ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু জারুল ফুল দেখতে অসাধারণ সুন্দর ছিল। আর সময়টা বেশ উপভোগ করেছি কারণ অনেক সময় বের হতে হতে সন্ধ্যা হয়ে যেত। কিন্তু সেদিন একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম গন্তব্যস্থলে তাই অনেক মজার ছিল।
জারুল ফুল আমাদের শরীরের জন্য এত উপকারীতা আমার জানা ছিল না। জারুল ফুল এর আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে ভালো লেগেছে। জারুল ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
যখন ফটোগ্রাফি গুলো করছিলাম তখন বেশি উৎসাহিত ছিলাম আপু কারণ আপনাদের সাথে শেয়ার করব এবং সুন্দর সুন্দর মন্তব্য পড়তে পারব তার জন্য।
খুব সুন্দর জারুল ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। এরকম ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বর্ণনা সহকারে আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ফুলগুলো আমার একটু বেশি পছন্দের। এই ফুলের কালার কম্বিনেশন আমার কাছে দেখতে একটু বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফি গুলো।
অনেক ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে তাই। আপনাদের ভালো লাগা মানে হচ্ছে এত কষ্ট করে শেয়ার করার সার্থকতা।
জারুল ফুলের নাম এর আগে শুনেছি কি না জানি না ৷ তবে আজকে দেখে ভালো লাগলো ৷ জারুল ফুল দেখতে অনেক সুন্দর একটি ফুল ৷ বাড়ির ঘড়ের দেয়ালের পাশে বেশ সুন্দর করে ৷ সবমিলে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ফুল বিষয়ে সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷
হ্যাঁ আমারও প্রথম দেখা কিন্তু ফটোগ্রাফি নিতে বেশ ভালো লাগছিল। আমি ভাবছি কখনো যদি সম্ভব হয় একটা জারুল ফুল গাছ লাগাব একটা গ্রামের বাড়িতে একটা শহরের বাড়িতে।