অসাধারণ সুন্দর সাতটি আলোকচিত্র।
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে ফুল ও প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। ইদানিং অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতেও বেশ আনন্দ পাই। কারণ আপনারা এত সাপোর্ট করেন সত্যিই বলার মতো না।
এত বেশি অনুপ্রেরণা দেন যে কোন বিষয়ে তাই কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ-গাছালি। সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের ফুলের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এমন ফটোগ্রাফি নিতে অনেক ভালো লাগে। আগে ফটোগ্রাফি তেমন করতে পারতাম না তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগের সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে এবং ফটোগ্রাফি করতে করতে কিছুটা হলে ও সুন্দর হচ্ছে। তাই প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি যাতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। চলুন তাহলে শেয়ার করা যাক আমার আজকের কিছু ফুলের এবং প্রকৃতির রেনডম ফটোগ্রাফি।
নয়ন তারা ফুল
এই ফুলের ফটোগ্রাফি টা হচ্ছে নয়ন তারা ফুল। নয়ন তারা ফুল দেখতে আমার অনেক ভালো লাগে। গাঢ় পিংক কালারের নয়নতারা ফুলটি দেখতে অসাধারণ ছিল। আমরা সবাই কম বেশি সকলেই ফুল অনেক বেশি পছন্দ করি ফুল দেখতে অনেক ভালবাসি। ফুল হাতে নিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায় কিন্তু গাছে থাকলে সুন্দর বৃদ্ধি করে। নয়ন তারা ফুলের অনেক সুন্দর সুন্দর কালার দেখেছি আমি তবে এই ফুলের কালারটি কিন্তু অসাধারণ ছিল। আগে শুধু সাদা নয়ন তারা ফুল দেখেছিলাম। এখন কিন্তু বিভিন্ন কালার মিক্স করা নয়ন তারা ফুল দেখতে পাওয়া যায়। এই ফুলের ও দুইটি কালার আছে একটি পিংক কালার অন্যটি হচ্ছে মাঝখানে লাল।
চন্দ্র মল্লিকা
ফুল এমন একটি জিনিস যা শুভ কাজ কিংবা যেকোন ভালো ও শুভ মুহূর্তে ফুল দিয়ে কাজটি শুরু করা হয়। ফুলের মাঝে গেলে মনটা একদম ভালো হয়ে যায়। ফুল মানুষের মনকে সতেজ করে তুলে। এখন যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটা তো খুব সুন্দর কালার মিক্স করা। ফুল এমনিতে দেখতে ভালো লাগে কিন্তু এমন সুন্দর কালার মিক্স করা ফুল দেখলে কি লোভ সামলানো যায় বলেন তো বন্ধুরা? এই চন্দ্রমল্লিকা ফুল দেখতে তো ভালো লাগছিল পিংক কালারের মাঝখানে গাঢ় লাল রং দেখতে অসাধারণ ছিল ফুলটি। সাথে সাথে ফটোগ্রাফি নিয়ে নিলাম ভাবছি সে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।
গাঁদা ফুল
এখন যে ফটোগ্রাফি শেয়ার করেছি যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন আপনারা একটি গাঁদা ফুল। এই হলুদ কালারের গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর। আমারা গ্রামে কিংবা শহরে এমন কোন বাড়ি বা অফিস কিংবা বাগান বাদ যায় না সবখানে গাঁদা ফুল দেখতে পায়। তবে গাঁদা ফুলের কিছু ছোট প্রজাতির এবং কিছু বড় প্রজাতির গাছ রয়েছে। তবে প্রত্যকটা ফুলের মধ্যে আলাদা আলাদা সুন্দর বিরাজ করে। এই হলুদ কালারের গাঁদা ফুলটি ও দেখতে অনেক বড় সাইজের ফুলের জাত ছিল তবে এটিই ছিল মিডিয়াম।
মিলি ফুল বা কাঁটা মুকুট ফুল
এই ফুলের নাম আমার একদম জানা ছিল না। ফুল তো ফুলই যে কোন ফুল দেখতে তো অনেক ভালো লাগে। যদি একটা ফুল বাগানে যাই আমরা সেখানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। কিন্তু আমার নির্দিষ্ট ভাবে কোন ফুলকে ভালো লাগে না সবগুলো ফুল আমার অনেক পছন্দের। এই ফুলটির নাম হচ্ছে মিলি ফুল বা কাঁটা মুকুট ফুল। এই ফুলের নাম আমার আগে জানা ছিল না আমার বাংলা ব্লগে এমন সুন্দর কাঁটামুকুট বা মিলিফুল দেখতে পায় সব সময়। আমিও ফুলের গাছ থেকে অনেকগুলো মিলি ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ফুলের নাম অনেক বার দেখেছি কিন্তু মনে ছিল না। যখন চার্জ করি তখন দেখতে পাই মিলি ফুল বা কাঁটা মুকুট ফুল নাম এসেছে।
বন্য ফুল
বন্যফুল তো আমার বরাবরই অনেক সুন্দর লাগে। যদিও নাম না জানা ফুল তাই আমরা সবাই বন্যা ফুল বলি। কারণ রাস্তাঘাটে কিংবা বন জঙ্গলে এসব ফুল দেখা যায় বলে। রাস্তা দিয়ে হাঁটার সময় এই ফুলগুলো দেখতে পেয়েছিলাম একটা অপরিচ্ছন্ন জায়গাতে। কিন্তু ফুলগুলো এত সুন্দর ছিল তাই যেয়ে ফটোগ্রাফি করে নিয়েছি। ফুলের একটি তোপের মধ্যে তিন চারটি কালার ছিল সবগুলো একই তোপের মধ্যে ছিল। ফুলের গাছগুলো গায়ে লাগাতে বেশ গন্ধ পেয়েছিলাম। এমন গন্ধ গাছের মধ্যে এত সুন্দর ফুল ফোটে সৃষ্টির যেন এক অপরুপ দান।
বাঙ্গি ফল
বাঙ্গি তো আমার অনেক পছন্দের একটি ফল। এই ফল খেতে যেমন ভালো লাগে তেমনি ফলের ফ্লেভারটাও আমার অনেক ভালো লাগে। এই বছর প্রথম বাঙ্গি ফল কিনেছি খাওয়ার জন্য। এত সুন্দর ছিল বাঙ্গি ফলটি অনেক ফ্রেশ ছিল তাই কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছি। তাই ভাবলাম বাঙ্গি ফলের একটি ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। আপনাদের সাথে তো বাঙ্গি জুসের একটি রেসিপি ও শেয়ার করেছি। এই ফল আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং খেতে অনেক সুস্বাদু লাগে।
সবুজ ধান ক্ষেত
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ ধানের ক্ষেত একটি। গ্রামে গেলে এমন সুন্দর সবুজ ক্ষেত দেখতে পাওয়া যায়। গ্রামে গেলে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূলের ক্ষেত দেখতে পাওয়া যায়। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন বিকেল বেলায় হাঁটার জন্য বের হয়েছিলাম। কিছুদূর হেঁটে যাওয়ার পরে এমন সুন্দর একটি সবুজ ধানের ক্ষেত দেখতে পাওয়া যায় দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। খোলা আকাশের নিচে এমন সবুজ ধানের ক্ষেত দেখতে অসাধারণ দেখায়। আমি তো প্রায় সবার ফটোগ্রাফি পোস্টের মধ্যে সবুজ ধানের ক্ষেত দেখতে পাই অনেক ভালো লাগে আমার কাছে।
আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমারো ভাল লাগতেছে। |
---|
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
লোকেশন-কক্সবাজার, বাংলাদেশ | w3w |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আসলেই আপু আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। আমার বাংলা ব্লগে ইদানিং খুব চমৎকার ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। আপনার ফটোগ্রাফি গুলোও মনোমুগ্ধকর ছিল। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার ফটোগ্রাফি এত সুন্দর দেখে অনেক বেশি উৎসাহ জাগে। তাই প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/4yejyd
আমার অপ্রিয় ফলগুলোর একটা হলো বাঙ্গী।আগে লম্বা আকারের বেশি দেখতাম।গত বছর থেকে দেখতেছি কুমড়ার মতো শেইপ এই বাঙ্গীগুলোর।
ছবিগুলো সুন্দর ছিল।শুভ কামনা রইলো।
সবকিছু তো সবার প্রিয় হবে এমন কথা নেই আপনি ঠিক বলছেন। কিন্তু আমার অনেক প্রিয় একটি ফল হচ্ছে বাঙ্গি খেতে অনেক ভালো লাগে।
আসলেই আগে আমি নিজেও একেবারে ফটোগ্রাফি করতে পারতাম না এখন সবার দেখাদেখি একটু আকটু চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার।আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। সবগুলো ফুল বেশ সুন্দর। কালারগুলোও মিষ্টি বেশ।ধন্যবাদ
ঠিক বলছেন আপু আসলে চেষ্টা করলে সফলতা আসে। আমি একদম ফটোগ্রাফি করতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে করার চেষ্টা করি সুন্দর করার।
সাপোর্ট জিনিসটা অনেক বড় আপু। আসলে কোন কিছু শেয়ার করলে যখন সকলের উৎস মূলক মন্তব্য দেখি তখন কাজ করার আগ্রহ আরো বৃদ্ধি পায়। যাইহোক অসাধারণ লেগেছে ফটোগ্রাফি গুলো।
ঠিক বলছেন আপু কোন কিছুতে যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে অনেক বেশি আগ্রহ জাগে অনেক বেশি ভালো লাগে করতে।
আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে বন্যফুল আর সবুজ ফসলের ক্ষেত। এমন সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে।
আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব দারুন।দেখতে খুবই অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব সময় খুবই ভালো লাগে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফির ভালো ছিল। তবে আমার কাছে বাঙ্গির ফটোগ্রাফি এবং বন্যা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ আপু আসলে বন্য ফুলটা অনেক সুন্দর ছিল। এছাড়া বাঙ্গি তো আমার অনেক ফেভারিট একটি ফল।
আপনার ছবিগুলো জাস্ট অসাধারণ ছিল। বিশেষ করে নয়নতারা ফুল আমি যতবারই দেখি প্রতিবার আমার আমি নতুন সৌন্দর্য খুঁজে পাই।
সত্যিই আপু ইদানিং ছবি তুলতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর সবার উৎসাহ আমাদের কাজের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ আপু এই চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমারো অনেক ভালো লাগে এখন ফটোগ্রাফি করতে।
আপনি যেটাকে বন্যফুল বলছেন সেটার আসল নাম ল্যান্টেনা ফুল। ফটোগ্রাফি করতে আজকাল সবাই কম বেশি পছন্দ করে। আমার নিজেরও ভালো লাগে ফটোগ্রাফি করতে। কোথাও ঘুরতে গেলে বা ভালো কিছু দেখলে সাথে সাথে ফটোগ্রাফি করে থাকি। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া নামটি বলার জন্য আর ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে।