হলুদ বড় গাঁদা ফুলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করব। এই ফটোগ্রাফি গুলো আমি আমার পূর্বের কলেজ ক্যাম্পাস থেকে করেছিলাম। আগে যখন কলেজে পড়তাম শীতের সময় আমাদের কলেজে যে বাগান করা হতো সেখান থেকে ফটোগ্রাফি করে এনে তোমাদের সাথে শেয়ার করতাম। তবে এইবার যেহেতু কলেজে আর নিয়মিত যাওয়ার সুযোগ নাই, সেই কারণে শীত চলাকালীন সময়ে কলেজ ক্যাম্পাসের তেমন কোন ফটোগ্রাফি শেয়ার করা হয়নি। তবে সরস্বতী পুজো উপলক্ষে কলেজে যাওয়ার সুযোগ হয়েছিল এইবার। সেই কারণে বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। যাইহোক, প্রত্যেক বছরই আমাদের কলেজ ক্যাম্পাসে ফুলের বাগান, ফলের বাগান করা হয়ে থাকে। এগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে।

20250202_140145.jpg

20250202_140115.jpg

20250202_140110.jpg

অন্যান্য বার গাঁদা ফুলের গাছ প্রচুর পরিমাণে লাগানো হলেও এবার দেখলাম তুলনামূলক কম লাগানো হয়েছে। তাছাড়া শীতের শুরুর দিকটাতে এই গাঁদা ফুল বেশি ফুটতে দেখা যায়। তবে সারা শীত জুড়ে এই ফুলগুলো ধাপে ধাপে ফুটতে থাকে। এই ফুলের ঘ্রাণ আমার কাছে বেশ দারুন লাগে। এই ফুলগুলো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে । তাছাড়া বিভিন্ন আকার আকৃতিরও হতে দেখা যায়। এই ফুলগুলোর সৌন্দর্য বেশ অসাধারণ । যাই হোক, কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরির সময় এই ফুলগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

20250202_140141.jpg

20250202_140130.jpg

20250202_140133.jpg

20250202_140137.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনব্যারাকপুর, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 2 months ago 

আপনাদের ক্যাম্পাসের বাগান থেকে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। শীতকালের ফুলগুলোর মধ্যে গাঁদা ফুল অন্যতম। আর এগুলো এখন বিভিন্ন রঙ এর দেখা যায়। আপনি হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

গাদা ফুলের ফটোগ্রাফি গুলো একদম মনোমুগ্ধকর হয়েছে। দারুণ ফটোগ্রাফি করেছেন আপনি।গাদা ফুলের কালারটা খুবই ভালো লাগছে আমার। ধন্যবাদ দাদা আমাদের সাথে চমৎকার সুন্দর সুন্দর গাদা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য

 2 months ago 

শীতকাল আসলেই বিভিন্ন ধরনের গাঁদা ফুল দেখা যায়। আপনি হলুদ রঙের বড় গাঁদা ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। আপনার ধারন করো প্রতিটি ফটোগ্রাফি খুবই ক্লিয়ার। ভালো লাগলো ভাইয়া ফুল গুলো দেখে। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

হলুদ বড় গাঁদা ফুলের অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার করা ফটোগ্রাফি আসলেই অনেক সুন্দর হয়।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই হলুদ বড় গাঁদা ফুলের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

শীতকালে বিভিন্ন ধরনের রঙিন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম, যা প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। আপনার তোলা হলুদ গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। প্রতিটি ছবিতে ফুলের সৌন্দর্য এতটাই স্পষ্ট যে, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। প্রকৃতি প্রেমীদের জন্য এমন সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি সবসময়ই খুব সুন্দর হয়, যা আমাদের চোখ ও মনে প্রশান্তি এনে দেয়। আরও দারুণ সব ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন।

 2 months ago 

কলেজ ক্যাম্পাসে বাগান থাকলে আসলেই খুব সুন্দর লাগে দেখতে। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। গাঁদাফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার বেশ ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বড় সাইজের হলুদ গাদাগুলো দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগে। এককথায় চমৎকার বলতে হয়। দারুণ লাগল দেখে আপনার ধারণ করা গাদা ফুলের ফটোগ্রাফি গুলো। চমৎকার করেছেন আপনি ভাই। ধন্যবাদ আমাদের সাথে গাদা ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

কলেজ ক্যাম্পাস থেকে আপনি অনেক সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি করছেন যেটি দেখে অনেক চমৎকার লাগলো ।ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.030
BTC 83020.64
ETH 1671.11
USDT 1.00
SBD 0.69