৭ টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম #12|| ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।


20220920_202507-COLLAGE.jpg



সবাইকে শুভেচ্ছা। কি অবস্থা সবার। কেমন আছেন সবাই। আমি ভালো আছি অনেক। আজ আবহাওয়া টা বেশ। বেশি গরম ও না। আবার ঠান্ডাও না। হালকা বাতাস আছে। এমন আবহাওয়া হলে আর কি লাগে। যাই হোক আজ আমার শহরের কিছু রেনডম ছবি নিয়ে হাজির হলাম । আজ একটু ব্যাতিক্রম ধর্মি করার চেস্টা। আজ রাতের কিছু রেনডম ছবি শেয়ার করবো। আশা করি উপভোগ করবেন সবাই। সব গুলো ছবি সাম্প্রতিক সময় এর। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি।


#১

IMG_20220917_001154.jpg

Location

সেদিন ব্লাড দিতে গিয়েছিলা। রাতে রুগির পরিবার কল দিয়ে খুব রিকুয়েষ্ট করে। আমি আর ফেলতে পারিনা। চলে গেলাম। আসলে আমরা যারা সেবামূলক সংগঠন গুলোতে কাজ করি তারা কখনো না করতে পারিনা। হাসপাতাল এ যেয়েই ছবিটি তুলেছিলাম। ভালোই লেগেছিলো সেদিন।


#২

IMG_20220917_001829.jpg

Location

রাতের বেলা ওভারব্রিজ এর ছবি। দেখতে দারুণ লাগে। মানুষ ছিলো না বেশি। থাকবেই কি করে। রাত ১ টা বাজে যে। সব কিছু ছিলো নিস্তব্দ। নিস্তব্দ পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে। যদিও ভুতুরে পরিবেশ এর মতন মনে হয়। তবুও ব্যাপারটা কিন্তু বেশ উপভোগ করার মতনই।


#৩

IMG_20220917_001220.jpg

Location

নীল আলোর কারণে গাছের পাতা গুলো নীল রঙ ধারন করেছে। আর এর জন্য দেখতেও বেশ সুন্দর লাগছে। এমন আলোকিত পরিবেশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি জানিনা আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমি খুব উপভোগ করি জিনিসগুলো।


#৪

IMG_20220916_223201.jpg

Location

সেই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এখানে ব্লাড দিতে এসেছিলাম সেদিন। হাসপাতালটি বিশাল বড় এখানে আমিও ট্রিটমেন্ট করিয়েছি। ট্রিটমেন্ট বলতে ডাক্তার দেখিয়ে ছিলাম দু'একবার। তবে আমার আব্বু এখানে ভর্তি ছিল কোন এক সময়। সেদিন রাতে গিয়েছিলাম তাই হয়তো ছবি অতটা ভালো আসেনি।


#৫

IMG_20220917_001441.jpg

https://w3w.co/shortens.enormous.appendix

রাতের বেলা যখন আলো পড়ে গাছের পাতাগুলো আলোকিত হয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তেমনই একটি পরিবেশে ছবিটা তুলেছিলাম।


#৬

IMG_20220917_001600.jpg

Location

নীল আলো দেখতে বেশ ভালো লাগে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডেকোরেশন এর কাজে এই লাইট গুলো ব্যবহার করা হয়েছে। রাতের বেলা লাইট গুলোর আলো বেশ সুন্দর লাগে। যারা রাতে এই হাস্পাতালে গিয়েছেন তারা হয়তো দেখেছেন।


#৭

IMG_20220917_001348.jpg

Location

উপরে সেটি ছিলো লাইট তবে দেখতে অনেকটা চাদের মতই লাগছে। আমি হঠাত দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ভাবলাম আপনাদের দেখাই। তাই ছবি তুলে ফেললাম।



ক্যামেরা পরিচিতি
ক্যামেরাOneplus 7t
মোডওয়াইড
ফটোগ্রাফি এরিয়াঢাকা


তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।


░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |
Sort:  
 2 years ago 

সত্যি বলতে রাতের ফটোগ্রাফি গুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে। আর শহরের কিছু চমৎকার নাইট ফটোগ্রাফি করেছেন যেটা আসলেই প্রশংসনীয় ভালো থাকবেন সর্বদায়

 2 years ago 

হুম ভাই। তাইতো একটু ব্যাতিক্রম ভাবে ছবি তুললাম। ব্যাতিক্রম জিনিশ করতে কিন্তু ভালোই লাগে ভাই।

 2 years ago 

এটা সত্য কথা বলেছেন ব্যতিক্রম যে কোন জিনিস আসলে অন্যরকম ভালোলাগা কাজ করে।ধন্যবাদ আপনাকে সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আমাদের এদিকে আজ প্রচন্ড গরম পড়েছে ভাইয়া। ঘর থেকে বাইরে বের হওয়া যায় না। রাতের অন্ধকারে আপনি মুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ আপনাকে ভাইয়া এভাবে এগিয়ে যান।

 2 years ago 

আমাদের এইদিকে আজ নাতিশীতোষ্ণ ছিলো আবহাওয়া।

 2 years ago 

আপনি সেবামুলক সংগঠনে আছেন জেনে ভাল লাগল। আপনার রাতের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমার রাতের ফটোগ্রাফি বেশি পছন্দ। শহরে বিদুৎ যখন থাকে লাইটিং আলোতে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠে। অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করাব জন্য।

 2 years ago 

হুম আপু। শিগ্রই আমার ব্লাড দেওয়ার অনুভূতি দিয়ে একটি পোস্ট করবো।৷ আশা করি সেটিও পড়বেন৷

 2 years ago 

খুবই ভালো লাগলো বন্ধু মানুষের বিপদে এগিয়ে আসার জন্য, আমরা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষের সাহায্য করতে পেরেছি সত্যিই খুব ভালো লাগে আমরা বন্ধুরা এই গ্রুপটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। কুর্মিটোলা হাসপাতালে বহুবার যাওয়া হয়েছে কখনো এর ফটোগ্রাফি করা হয়নি খুবই সুন্দর লাগছে রাতের বেলা দৃশ্যগুলো।

 2 years ago 

রাতে আসলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতাল খুবই সুন্দর হয়ে উঠে। সেদিন না গেলে হয়তো বুঝতাম না।

ছবি গুলো ক্যাপচার খুবই চমৎকার হয়েছে ,রাতের বেলা ময়ূর গুলো দেখতে একদম জীবন্ত মনে হচ্ছে ।আর বিভিন্ন সংগঠনের কাজ করে মানুষের সেবা করে অনেক দোয়া আর ভালবাসা পান নিত্য দিন ,এক জীবনে এগুলো ছাড়া আর কি বা প্রাপ্য

 2 years ago 

হুম আপু। লাইট এর আলোয় আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আপনার তোলা সেই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আসলে বর্ননা দিলে সবাই সুন্দর ভাবে ছবি গুলো সম্পর্কে ধারনা লাভ করে৷

 2 years ago 

আপনার ফটোগ্রাফির লোকেশনগুলো নির্বাচনের ব্যাপারে আপনি অনেক সতর্ক ছিলেন। সেটা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে আর ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে ধারন করেছেন যা আসলে অনেক ইউনিট এবং ব্যতিক্রম লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

জ্বি আপু। ছবি গুলো কাছা কাছি যায়গায় তুলা। তবে সেখানেই দিন এর বেলা হলে আরো বেশ কিছু ছবি তুলতে পারতাম।

 2 years ago 

নাইট মুডে ছবিগুলো বেশ ভালই এসেছে।দেখতেও ভাই চমৎকার লাগছে।আর শেষের ছবিটা দেখে আমিও প্রথমে ভেবেছিলাম চাঁদ, পরে দেখি লাইটের আলো হাহা।

 2 years ago 

হেহে আমার মতই হয়েছে আপনার অবস্থা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67