ইনডোর প্ল্যান্ট এর কিছু ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
৮ ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ।
১৮ ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
আমার কাছে ইনডোর প্লান্ট খুব ভালো লাগে। আমি অনেক দিন আগে দোয়েল চত্বর থেকে একটা স্ন্যাক প্লান্ট কিনেছিলাম। গাছটা অনেক সুন্দর হয়েছিলো মাঝে মাঝে মাঝে রোদে দিতাম কিন্তু কিছু দিন পর গাছটা আস্তে আস্তে মারা গিয়েছে বেশ খারাপ লেগেছিলো। এর পর যখন বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম তখন তো তারা প্রতারণা করে খারাপ টা ধরিয়ে দিলো। তারপর বাসার কাছাকাছি থেকে কিনেছিলাম ঐটা এখনো আছে। আর রাজশাহী এ তে ভাইয়া যেই বাসায় থাকে সেই বাসার ছাদ থেকে এক আপুর কাছ থেকে দুইটা ইনডোর প্লান্ট এনেছিলাম। এগুলাই ঠিকে আছে এখন অব্দি।
এই ছবি গুলো তুলেছিলাম ছাদ কৃষির প্রোগ্রামে গিয়েছিলাম সে খান থেকে। আমার কাছে সব গুলো গাছ অনেক ভালো লেগেছে। কিন্তু দাম অনেক বেশি। ভেবেছিলাম দাম একটু কম হলে কিছু কিনে আনতাম।
এই ক্যাটাস গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। এই যেমন লাল হলুদ ও কমলা কালারের। আমার কাছে লাল তা বেশি ভালো লেগেছে। এই ছোট ক্যাটাস এর দাম ৩৫০ না যেন ৪০০ চেয়েছিলো। এক দাম বলাতে আর কেনা হয়নি।
অনেকটা গোলাপের মত। তবে পাতার মাথায় ছোট ছোট লাল লাল কাটা রয়েছে। দাম তা মনে নেই তবে ১০০০ কিংবা ৯০০ বলেছিলো।
এগুলার পাতা থেকেই আবার পরিপূর্ণ গাছ হয়। আমি পাতা চেয়ে এনেছিলাম পরে মনে ছিল না তাই পাতাটা লাগাতে পারিনি।
এই ক্যাটাস গুলো বেশ ভয়ানক কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে। বিভিন্ন কালারের কিন্তু অনেক বড় বড় শক্ত কাঁটা রয়েছে।
এইটার কোন ফুল নেই ,কিন্তু কাটা রয়েছে।
এইটি আরেক ধরণের ইনডোর প্লান্ট।
অনেক রকমের ক্যাটাস এক সাথে। দেখতে বেশ ভালো লাগছে।
এই গাছ গুলো মাটি ছাড়া হয় কোন রকম কাঠের উপর রেখে মাঝে মাঝে পানি দিলেই হয়।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | indoor plant |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ইনডোর প্যান্টে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। জেনে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য সত্যি অসাধারণ। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলেই ক্যাকটাস এর সৌন্দর্য অসাধারণ। আমার কাছেও বিভিন্ন রকম ক্যাসটাস বেশ ভালো লাগে।ধন্যবাদ
জাষ্ট অসাধারণ 😍
আভি তো ঐ লাল রঙের ক্যাকটাসের থেকে চোখ সরাতে পারছি না। আমি দেখি ওরকম একটা গাছ সংগ্রহ করবো। প্রতিটি ছবি অসম্ভব সুন্দর ছিল।
ধন্যবাদ আপু এই অসাধারণ ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
করেন করেন ভাইয়া সংগ্রহ ,তারপর বাড়লে আমাকে দিবেন ,অনেক দাম বিদায় কিনতে পারছি না। 😊😊
আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে আপু আপনার এই ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু আপনার লালা ক্যাটাস গাছ গুলো অসাধারণ ছিল। আসলে এই গুলো দাম অনেক বেশি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলেই লাল ক্যাকটাস বেশ সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে।
ইনডোর প্লান্ট গাছগুলো ঘরে অনায়াসে অনেকদিন রাখা যায়। মাঝে মাঝে একটু রোদে দিলে আর কোন অসুবিধা হয় না। ১-২ দিন পর পর পানি দিলেই চলে। আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ইনডোর প্লান্ট এর ফটোগ্রাফি করেছেন। যেগুলা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তারপর কিছু কিছু ইনডোর প্ল্যান্টের সহজে বাঁচানো যায় না,এগুলোর বিশেষ যত্ন নেওয়া লাগে।ধন্যবাদ আপনাকে
ইনডোর প্ল্যান্টের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমিও গত সপ্তাহে কিছু ইনডোর প্ল্যান্টের ছবি শেয়ার করেছিলাম যার অনেকগুলো আপনার সাথে মিলে গিয়েছে। যাই হোক আপনার গুলো বেশি সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে লাল ক্যাকটাস এর ছবি বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
আসলে ইনডোর প্ল্যান্ট তো তাই মিলে গিয়েছে।যদিও আমি খেয়াল করিনি আপনার ফটোগ্রাফি গুলো।যাই হোক ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
একই গাছ বা ফুলের ছবি হলে ত মনে হয় সমস্যা নেই। আপনার লেখা, ডিভাইস, ফটোগ্রাফি প্যাটার্ন ত অবশ্যই ভিন্ন। আমি এমনি বলেছি মিলে গিয়েছে তাই। ধন্যবাদ আপু।
আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপু এই ধরনের মেলা থেকে গাছ কিনলে সেই গাছগুলো কিছুদিন পর মারা যায়। আপনি ভালো করেছেন পাশের নার্সারি থেকে গাছ কিনে। যাই হোক অনেক অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আর বলিয়েন আপু মেলার কিছু কিছু স্টল অনেক ধোঁকা দিয়ে গাছ বিক্রি করে।আসলে ভালো গাছ পাওয়া ভাগ্যের ব্যপার।ধন্যবাদ
ওয়াও চোখ ধাঁধানো ফটোগ্রাফ ৷ প্রতিটি আলোকচিত্র ছিল অসাধারণ ৷ ইনডোর প্ল্যান্টের প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছিল আপু ৷আমি তো প্রতিটি ছবি জুম করে দেখছিলাম ৷
সর্বোপরি অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
কেন ভাইয়া এমনি দেখা যাচ্ছিলো না জুম করে দেখছেন🤪🤪।ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
ইনডোর প্যান্ট এর ফটোগ্রাফি গুলো অসাধারণ ফটোগ্রাফি। সত্যি আপনার ফটোগ্রাফি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে।
আমার ইনডোর প্ল্যান্ট এর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।
আজকে আপনি আমাদের মাঝে দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রায় সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যাকটাস গাছ কখনো সামনে থেকে দেখার সুযোগ হয়নি। তবে আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে ভালই লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে বিভিন্ন রকমের ক্যাসটাস আমার বেশ ভালো লাগে। অনেক দাম তাই কিনতে পারিনি।ধন্যবাদ