আজকের দিনটির কিছু ফটোগ্রাফি || আকাশের সৌন্দর্য
হ্যালো বন্ধুরা.. সবাইকে স্বাগতম,
আমার বাংলা ব্লগে
আমার বাংলা ব্লগে
বাংলা ২৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রিয় বন্ধুরা আমার , কেমন আছেন সবাই ? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন ৷ আমিও ভালো আছি ৷ তো আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি নিরব বাংলাদেশ থেকে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে ৷ ফটোগ্রাফি করতে আমরা সবাই পছন্দ করি ৷ আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি ৷ ব্যবহার করা স্মার্টফোন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি ক্যামেরা বন্দি করতে আমার অনেক ভালো লাগে ৷ যদিও ব্যবহার করা স্মার্ট ফোনটা বেশ পুরনো সেই হিসেবে ক্যামেরাও বেশ একটা ভালো না ৷ তবুও আমি চেষ্টা করেছি ভালো কিছু ছবি তোলার ৷ আশা করি আমার তোলা ছবিগুলি আপনাদের সবার ভালো লাগবে ৷
সকাল বেলা সূর্য উঠার সুন্দর দৃশ্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আজকের ফটোগ্রাফি গুলো মূলত আজকের দিনের বিভিন্ন সময় তোলা ৷ সকাল বেলা সূর্য ওঠার পরে কয়েকটি ছবি তুলেছি , দুপুর বেলা কয়েকটি এরপর বিকাল ও সন্ধ্যা মাঝামাঝি কয়েকটি ছবি তুলেছি ৷ সেই ছবিগুলোই আজ আপনাদের মাঝে শেয়ার করবো ৷ এবং আজকের দিনটি কেমন ছিলো তা নিয়েই কিছু কথা লিখবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷ সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ রইলো ৷
সকাল বেলার দৃশ্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
সকাল বেলা বাড়ির পাশেই রাস্তায় দারিয়ে ছিলাম ৷ তখন পূর্ব দিকে লাল টকটকে সূর্যটা উঠতেছে ৷ আকাশটাও ছিলো পরিষ্কার এবং উজ্জ্বল ৷ সূর্য ওঠার সেই দৃশ্যটা ছিলো দেখার মতো ৷ তাই ইচ্ছে হলো সেই সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করতে ৷ তাই কিছু না ভেবে সকালের সেই সুন্দর মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিলাম আপনাদের সবার সাথে শেয়ার করবো বলে ৷ যদিও খালি চোখে দেখার সৌন্দর্য টা ছিলো ক্যামেরা বন্দি ছবির থেকে কয়েক গুণ বেশি ৷
দুপুর বেলার দৃশ্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
দুপুর বেলা ৷ দুপুর বেলা আজকের আকাশ ছিলো রোদ্দুর ৷ সূর্যের সমস্ত আলো মনে হয় আজকের দুপুর বেলা দিয়েছে ৷ প্রচন্ড রোদ ছিলো আজকের দুপুরে ৷ আকাশে অনেক সাদা সাদা মেঘও ছিলো ৷ যদিও সকাল বেলার মেঘগুলো একটু কালো কালো ছিলো ৷ আজকের দুপুর বেলার আকাশ এমন উজ্জ্বল ছিলো ৷
বিকাল বেলার দৃশ্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
বিকাল বেলা আজকের আকাশ ছিলো মেঘলা ৷ মাঝখানে একটু বৃষ্টিও হয়েছে ছিটে ফোটা ৷ ছিটে ফোটা বলতে দু-একটা পানির ছোট ফোটা পড়েছে ৷ আকাশে তখন প্রচুর মেঘ ৷ যদিও কিছুক্ষণ পর আমার একটু সূর্য উঠেছিলো ৷ আজকের বিকালটাও ছিলো অনেক সৌন্দর্যের ৷
সন্ধ্যাকালীন সুন্দর দৃশ্য
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আজকের সন্ধ্যা টা অনেক সুন্দর ছিলো ৷ সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়ার আগে বেশ রোদ উঠেছিলো ৷যার জন্য সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়ার সময় পশ্চিম দিকের আকাশটা লালচে ছিলো ৷ অনেক সুন্দর একটি সন্ধ্যা ছিলো আজকে ৷ আমি দারুণ ভাবে উপভোগ করেছি আকাশে বিভিন্ন সুন্দর মুহূর্ত গুলো ৷
বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার তোলা ছবিগুলি আপনাদের ভালো লেগেছে ৷ সাথে আজকের সুন্দর দিনটি আপনার ভালো লেগেছে ৷ পরবর্তীতে আরো ভালো কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ৷ আজ এখানেই বিদায় ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আমার পোষ্টটি সময় নিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ৷ বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | রিয়েলমি সি এগারো |
আর্ট & ফটোগ্রাফি | নিরব |
তারিখ | ১১ সেপ্টেম্বর ২০২২ ইং |
লোকেশন | বাংলাদেশ |
সকাল দুপুর বিকেল সন্ধ্যে সমস্ত মুহূর্তগুলো আপনি ক্যামেরা বন্দী করেছেন প্রকৃতির। সত্যিই আপনার ক্যামেরার এই ছবিতে প্রকৃতি অপরূপ হয়ে উঠেছে। খুবই সুন্দর লাগলো আজকের আপনার পোস্ট।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য
আমি তো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আর আপনি খালি চোখে দেখে কি রকম ফিল করেছেন তাই শুধু পাচ্ছি। আপনি প্রচন্ড রোদের মধ্যে দারুন দারুন ফটোগ্রাফি করেছেন। পুরনো smartphone হলেও ক্যামেরা এখনো খুবই দারুণ। আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি তুলে ধরার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ৷ আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ৷
আপনার দিনের প্রতিটি মুহূর্তের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার ছিল ।আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সকাল, দুপুর ও সন্ধ্যার ফটোগ্রাফি গুলো ।খুব সুন্দর করে আপনি গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যেটি সত্যি চমৎকার লাগছে দেখতে ।আপনার স্মার্টফোনটা বেশ পুরনো হলেও ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন হয়েছে ।ধন্যবাদ আপনাকেI
ধন্যবাদ আপনাকে আপু ৷ আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো আমার ৷
আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগুলো করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর অবস্থান করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য