আমার তোলা সেরা তিনটি ফটোগ্রাফি
আচ্ছালামুয়ালাইকুম প্রিয় পাঠক এবং লেখক, আজ আপনাদের সাথে সেয়ার করব আমার তোলা সেরা ফটোগ্রাফি গুলো। আসা করি ছবি গুলো আপনাদের ভালো লাগবে।
আমি একটা সময় ফটোগ্রাফি নিয়ে পরে থাকতাম।
ফটোগ্রাফি এবং ফটশপের কাজে মোটামুটি জ্ঞান আছে। আর এই জ্ঞানের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে সেয়ার করতে যাচ্ছি।
১# কসমস ফুল, এই ছবিটি আমার কাছে সব থেকে বেশী ভালো লেগেছে তাই এটা দিয়েই শুরু করলাম
ছবিঃ ১৩ ফেব্রুয়ারি ২০২০
স্থানঃ হাসেম পুর, নোয়াখালী
ক্যাপচারঃ আমি নিজ হাতে ক্লিক করেছি
ডিভাইসঃ অপ্পো এ৯ ২০২০
ছবিটি বিক্রির উদ্দেশ্যে সুটারস্টকে প্রথম পাবলিশ করেছি । সুটারস্টক লিঙ্ক
সৃষ্টিকর্তা ফুল দিয়ে প্রকৃতিকে কত সূন্দর করে সাজিয়ে রেখেছে, তা এই ছবিটি দেখলে অনুধাবন করতে পারি। এই ফুলের নাম 'কসমস ফুল'। এই নামে আরো অনেক প্রজাতির ফুল রয়েছে। এটা "কসমস ফুল" প্রজাতির একটি প্রজাতি।
ফুল গাছেই ভালো মানায়। সুস্থ-সবল আর জ্ঞানী মানুষ কখনো গাছ থেকে ফুল ছিরতে পারে না।
এই ফটোগ্রাফি আমার কম্পিউটার স্কৃনের ওয়ালপেপার করে রেখেছি।
২# আমার 'গুড্ডু' সোনা (বিড়াল)
এ যেনো ভালোবাসার ছায়াতল, তার চাহনিতে আমি হারিয়ে যাই দয়ার সাগরে।
ছবিঃ আগষ্ট ২০২১
স্থানঃ সখিপুর, টাংগাইল
ক্যাপচারঃ আমি নিজ হাতে ক্লিক করেছি
ডিভাইসঃ অপ্পো এফ ১৯ প্রো
পোষা প্রানি জগৎএর সবথেকে কিউট প্রানি বিড়াল।
আমার এই পোষা বিড়াল গুড্ডুকে নিয়ে একটা পোষ্ট করবো ইনশাআল্লাহ।
৩# ফরিং / প্রজাপতি
বয়স যখন নতুন কিছু দেখার, তখন এই ধরনের পোকা সব সময় নজর কেরে নিতো। যারা গ্রামে বড় হয়েছেন তারাই বুঝবেন এই ছবিটাকে।
ছবিঃ এপ্রিল ২০২২
স্থানঃ সখিপুর, টাংগাইল
ক্যাপচারঃ আমি নিজ হাতে ক্লিক করেছি
ডিভাইসঃ অপ্পো এফ ১৯ প্রো, ম্যাক্রো লেন্স
এটাকে কোন একরাতে প্রচন্ড ঝড় হওয়ার পরের দিন সকালে সিড়িতে দেখতে পাই। ঝড়ের বাতাসে উরে এসেছে, অনেক দূর্বল ছিলো, তাই কাছ থেকে ছবিটি তুলতে পেরেছিলাম। ছবি তুলে বাড়ির ছাদে রোদে রেখে দিয়ে ছিলাম, যাতে সুস্থ হয়ে ওর গন্তব্য খুজে নিতে পারে।
প্রিয় 'আমার বাংলা ব্লগ' বাসি,
যেহেতু সেরা ফটোগ্রাফি পোষ্ট তাই সেরা তিনটা ছবি আপনাদের সাথে সেয়ার করলাম, আমার তোলা আরো ফটগ্রাফি আমার স্টকে জমা আছে। তার ভেতরে একটা ছবি হয়তো কমিউনিটির রুল্স ব্রেক করে [মৃত প্রানির ছবি/কষ্টদায়ক], যদি রুল্স ব্রেক না করতো তাহলে সেটা এই পোস্টের ২য় স্থানে স্থান দিতাম।
যাইহোক,
সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।
আপনি খুব সুন্দর তিনটি ফটোগ্রাফি করেছেন। প্রজাপতির ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু বিড়ালের ফটোগ্রাফি দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। ফুলের ফটোগ্রাফিটাও দারুন ছিল।
ভয়ের কিছুই নেয় আপু, মুখের আর চোখ দুটো দেখেন, মায়া লাগবে। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য
আপনি খুব চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে ফড়িংয়ের ফটোগ্রাফি টা অসাধারন ছিল। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর হয়েছে বিড়ালের ফটোগ্রাফিটি। আর ফড়িংয়ের ফটোগ্রাফিটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই, এভাবে বলতে শুনলে অনেক ভালো লাগে। আপনার এমন উৎসাহ মূলক মন্তব্য পেয়ে মনের ভেতর খুবই আনন্দ এবং আগ্রহ সৃষ্টি হচ্ছে।
অসাধারণ আপনার ফটোগ্রাফি। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। এভাবেই কাজ চালিয়ে যান। আমরা আপনার পাশে আছি।বিশেষ করে মাছি এবং বিড়াল এর ছবিটি বেশি সুন্দর হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এরকম ভাবে পাশে থাকলে আরো উৎসাহ নিয়ে কাজ করতে পারবো।
ভাইয়া জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এইরকম ফটোগ্রাফি আমি আজকে প্রথম দেখলাম। সত্যিই অসম্ভব দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো এরকম কিছু আশা করব। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্তব্য পেলে অনেক আগ্রহ নিয়ে আরো সুন্দর পোষ্ট করতে পারবো
বাহ বাহ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যিই খুবই সুন্দর হয়েছে, তবে হাতের সাথে বিড়ালটা উঁকি মেরে তাকানো ওই ছবিটা খুব সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালই লেগেছে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই, ওটা আমার প্রিয় বিড়াল ছিলো, বাসায় আসলে ও সবসময় আমার কাছে আসতো
ফটোগ্রাফি গুলো সুন্দর, তবে আরো কিছু আলোকচিএ দিলে ভালো হত।ধন্যবাদ
মন্তব্য করার জন্য ধন্যবাদ। ফটোগ্রাফি নিয়ে এটাই আমার প্রথম পোষ্ট। আমি আমার সেরা ফটোগ্রাফি সেয়ার করেছি। এর পর থেকে আরো বেশী করে দিবো ইনশাআল্লাহ।
আপনার ফটোগ্রাফি গুলো আসলেই চমৎকার ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি টা আসলেই অনেক বেশি সুন্দর। আর শেষের ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে। অনেক ধন্যবাদ ভাইয়া, এভাবে পাশে থাকলে আরো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ
আপনার তোলা সেরা তিনটি ফটোগ্রাফি সত্যিই আমার কাছে অনেক অনেক সেরা মনে হচ্ছে। এই ছবি গুলো দেখলে আমার বিশ্বাস সকলের কাছেই ভীষন ভালো লাগবে। বিশেষ করে গুড্ডু সোনা বিড়ালের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। আপনার সেরা তিনটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই জান, আপনার মন্তব্যে অনেক খুশি হয়েছি, গুড্ডু আমার অনেক ভক্ত ছিলো। খুব শিগ্রই গুড্ডুকে নিয়ে পোষ্ট করবো
অতুলনীয়, যে কারো হৃদয় অনুভূতি সৃষ্টি করবে আপনার ফটোগ্রাফি গুলো। অনেক সুন্দর ভাবে বাস্তবতার আলোকে ও হলিউডের ফটোগ্রাফির মত ছবিগুলো তুলে ধরেছেন। বিড়ালের ছবিটি আমার কাছে সেরা ছবি লেগেছে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। বিড়ালের চাহনিটা আমারো অনেক ভালো লেগেছে। ওর মায়াবি চাহনিতে আমি মুগ্ধ।