শখের ফটোগ্রাফি পর্ব- ২৭||প্রকৃতির সৌন্দর্য ||১০%লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -৭ আষাঢ়,|১৪২৯ বঙ্গাব্দ||মঙ্গলবার ||গ্রীষ্মকাল||


GridArt_20220621_211801205.jpg


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে ।তাই চেষ্টা করি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।


ফটোগ্রাফি


IMG20220618183100_00-01.jpeg

IMG20220621171904_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • এলাকা ভিত্তিক প্রকৃতির রূপ আলাদা হয়ে থাকে।গ্রামে আপনি দেখতে পাবেন মানুষের জীবন যাত্রার মান তারা কিভাবে ফসল উৎপাদন করছে এবং নদীর ধারে অনেক সৌন্দর্য দেখতে পাবেন ।তারা নৌকা নিয়ে মানুষ পারাপার পড়ছে ছেলেরা নদীতে গোসল করছে এটাও অনেক সৌন্দর্য একটি দৃশ্য। প্রচন্ড গরমের এলাকার পাশেই নদীর ধারে একটি বাগানে বসে ছিলাম তখন সৌন্দর্য টি আমার চোখে পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।

ফটোগ্রাফি


IMG20220618183159_00-01.jpeg

IMG20220618183430_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • নদীর ধারে সূর্যাস্তের আগে কাটানো কিছু সময় আপনাদের মাঝে শেয়ার করলাম ফটোগ্রাফির মাধ্যমে। নদীর ধারে যে সকল গাছ থাকে সেগুলোর আলাদা একটা সৌন্দর্য আছে ।নদীর ধারে বেড়ে ওঠা বন এবং অন্য সকল গাছগুলো সূর্যাস্তের সময় দেখতে চমৎকার লাগে এটা সৌন্দর্যটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল।

ফটোগ্রাফি


IMG20220618183622_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • একটি জেলে নদীতে মাছ ধরছেন এটা নদী বলা যাবে না কানে কানে পানি এখন খুব কম এটা বিল জাতীয় একটি স্থান। বর্ষা মৌসুমে অবশ্যই এখানে পুরা পানিতে প্লাবিত হয়ে যায়। ওকে নিয়ে এদিক দিয়ে ঘুরাঘুরির মজাই আলাদা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছেন লোকটি মাছ ধরছেন। তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। বিকেলবেলা এমন সুন্দর্য দেখলে মন অনেক ভাল হয়ে যায়।

ফটোগ্রাফি


IMG20220621165823_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • ছেলেটি বড়শি দিয়ে মাছ ধরছে ।এই ছেলেটির মাছ ধরা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ছোট বেলা এমন মাছ কত ধরেছি সেগুলো এখনও খুব মনে পড়ে।সে বড়শি ফেলে খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে কখন মাছ তার বড়শিতে ধরা দেবে।

ফটোগ্রাফি


IMG20220614182258_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • এই ফুলটির নাম কচুরিপানার ফুল দেখতে বেশ দারুন লাগে। এটি সাধারণত পুকুর খালে বিলে জন্ম নেই।নদীতে ঘুরতে গিয়ে নদীর তীরে ফুলটি দেখে খুব ভালো লাগছিলো।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ছেলেটির মাছ ধরা দেখে আমারও ছোট বেলার কথা মনে পড়ে গেল ভাই। আপনি বেশ ভাল ভাল ছবি তুলে বেড়ান। এটি এক ধরনের নেশার মত কাজ করে। ফটোগ্রাফি করাটা এক ধরনের ভাল স্কিল ও ভাল একটা প্রফেশন। চালিয়ে যান ভাই। নদী পাড়ের সব কয়েকটি ছবিই আমার কাছে অনেক ভাল লেগেছে।

 3 years ago 

নদী পাড়ের সব কয়েকটি ছবিই আমার কাছে অনেক ভাল লেগেছে।

ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ।প্রতিটি ফটোগ্রাফির নীচে বর্ণনা দিয়েছেন পড়ে ভাল লাগল ।সূর্যাস্তের ছবিটি খুব সুন্দর ছিল। আবার কচুরিপানার ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ।প্রতিটি ফটোগ্রাফির নীচে বর্ণনা দিয়েছেন পড়ে ভাল লাগল ।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 3 years ago 

ভাইয়া আপনার শখের ফটোগ্রাফি দেখতে পেরে অনেক ভালো লাগলো। প্রতিটি ছবি দেখতে দারুণ লাগছে। আমিও মাঝে মাঝে আপনার মতই সময় সুযোগ পেলে ফটোগ্রাফি করি। যাইহোক নৌকা ও সূর্যাস্তের যাওয়ার ছবিটি অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া আপনার শখের ফটোগ্রাফি দেখতে পেরে অনেক ভালো লাগলো। প্রতিটি ছবি দেখতে দারুণ লাগছে।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনটা ভরে গেল ভাইয়া। নদীর ফটোগ্রাফি গুলো তো আমার এমনি অনেক ভালো লাগে। তারপর আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন, যা দেখে আরো বেশি ভালো লাগলো। বিশেষ করে কস্তুরী ফুলের ফটোগ্রাফিটা আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝ উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম।মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মুহূর্ত গুলো ক্যাপচার করার মত আনন্দদায়ক কাজ আর হয় না। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। কচুরিপানা ফুল, নৌকা, মাঝি সব মিলিয়ে একটি প্রাকৃতিক পরিবেশ এর সৌন্দর্য কে তুলে ধরেছেন। সূর্যাস্তের ছবিগুলো দারুণ তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

সুন্দর মুহূর্ত গুলো ক্যাপচার করার মত আনন্দদায়ক কাজ আর হয় না। খুব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দিয়ে আপনি সাজিয়েছেন আজকের এই শখের ফটোগ্রাফি। চমৎকার হয়েছে আপনার আজকে কত টাকা পোস্ট।

 3 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি দিয়ে আপনি সাজিয়েছেন আজকের এই শখের ফটোগ্রাফি।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 3 years ago 

ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ফটোগ্রাফি পারে একমাত্র প্রত্যেকটি জিনিসকে আমাদের স্মৃতির পাতায় সহজে ধরে রাখতে আর সেগুলো আমরা পরবর্তী সময়ে চাইলে দেখে নিতে পারব।

আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে নদীর ধারে সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো এবং কচুরিপানার ফুলের ফটোগ্রাফি টা অনেক ভাল লেগেছে।

 3 years ago 

আপনার ধারণ করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে নদীর ধারে সূর্যাস্তের ফটোগ্রাফি

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

ফটোগ্রাফির শখ আমারও আছে। তাই সুযোগ পেলেই বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আমি আমার ফোনে ক্যামেরাবন্দি করি।
অসাধারণ কিছু দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেক ফটোগ্রাফির সাথে চমৎকার বর্ণনা দিয়েছেন। খুব সুন্দর উপস্থাপনা ছিল ভাইয়া। শুভকামনা রইল।

 3 years ago 

অসাধারণ কিছু দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেক ফটোগ্রাফির সাথে চমৎকার বর্ণনা দিয়েছেন।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 3 years ago 

আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি করে আমার কাছে ভীষণ ভালো লাগে। এবারের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি করে আমার কাছে ভীষণ ভালো লাগে।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83853.39
ETH 1565.99
USDT 1.00
SBD 0.80