হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে সবজি বাগানের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি ।আপনারা হয়তো সবাই জানেন আমি সবজি বাগান তৈরি করতে অনেক পছন্দ করি ।যখনই সুযোগ পাই তখনই সবজি বাগানে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে থাকি ।নিজের বাড়িতে সবজি বাগান থাকলে সবজি খাওয়া যায়। যেগুলো শরীরের জন্য অনেক ভালো ।শাকসবজি খেলে তক সুন্দর থাকে। আমি যখন সময় পাই তখন সবজি বাগানের একটু যত্ন নিয়ে থাকি ।বিশেষ করে বিকেল বেলায় সবজি বাগানে আমি পানি দিয়ে থাকি। সবজি বাগানে নিয়মিত পানি দিলে গাছগুলো অনেক সতেজ থাকে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক সবজি বাগানের কিছু ফটোগ্রাফি।

Location
এটা হলো চিনা বাদাম। চিনা বাদাম খেতে আমার অনেক ভালো লাগে। আমাদের বাড়ির পাশে দেখতে পেলাম অনেক সুন্দর চিনা বাদাম ধরেছে ।তাই দূর থেকে একটা চিনা বাদামের ছবি তুলে নিয়েছি।

Location
এটা হলো চাল কুমড়া গাছের ফুল ।এই ফুল গুলো হলুদ রঙের হয়ে থাকে। হলুদ রঙের ফুল দূর থেকে দেখতে অনেক ভালো লাগে ।যখনই আমার চোখে পড়লো তখনই কাছে যেয়ে আমি ছবি তুলে নিয়েছি।

Location
এটা হলো আমার সবজি বাগানের টমেটো গাছ। টমেটো গুলো এখনো তেমন একটা পাকেনি। সবগুলো টমেটই কাঁচা আছে। এই টমেটোগুলো আমি তুলে নিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করে থাকি। মাছ দিয়ে চচ্চড়ি করলে এমন কাঁচা টমেটো খেতে অনেক ভালো লাগে।

Location
এটা হলো লাউ, লাউটা তেমন একটা বড় হয়নি। এমন ধরনের লাউ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে।


Location
এটা হলো বাগুন, বাগুনগুলো আসলেই অনেক সুন্দর ধরেছে । বাগুন গাছগুলোতে নিয়মিত পানি দেওয়া হয় বলে অনেকগুলো বাগুন মাঝেমধ্যে ধরে থাকে।

Location
এটা হল লাল শাক গাছ। কিছুদিন আগে আমি লাল সাগের বেছন ছিটিয়ে দিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই দেখছি অনেক বড় হয়ে গিয়েছে লাল শাকগুলো ।লাল শাক ভাজি করলে খেতে আমার অনেক ভালো লাগে।

Location
এটা হল পুঁইশাক গাছ ,পুঁইশাক গাছ তেমন একটা বড় হয়নি। নিয়মিত পুইশাক গাছে পানি দিলে কিছুদিনের মধ্যে অনেক বড় হয়ে গেলে পুঁইশাক গুলো রান্না করে খাওয়া যাবে।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | রেসিপি |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।


শাক সবজির বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। সবগুলো শাকসবজি অনেক টাটকা। টাটকা জিনিস গুলো দেখতেও ভালো লাগে। চাল কুমড়া ফুলের চমৎকার একটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। লাল শাক তো আমার অনেক প্রিয়। ছোট ছোট লাল শাক দেখেই খেতে ইচ্ছে করছেন। চমৎকার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
নিজের এরকম একটা সবজি বাগান থাকলে আসলেই ভালো হয়। তাজা তাজা শাকসবজি খাওয়া যায়। আপনার বাগানে বেশ কয়েক ধরনের শাকসবজি হয়েছে দেখছি। লাভ এবং বেগুনের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গাছ এরকম সবজি থাকলে দেখতে আসলেই ভালো লাগে।
টুইটার প্রমোশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু সেখানে আপনার এ্যাকটিভিটিস একদম জিরো, Daily Task চ্যানেলে যে নির্দেশনাগুলো দেয়া হয় সেগুলো যথারীতি পালন করার অনুরোধ করা হলো।
ঠিক আছে ভাইয়া ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে এই ফটোগ্রাফিগুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলো যেভাবে আপনি এখানে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ দেখা যাচ্ছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ এই ফটোগ্রাফি গুলো দেখে যেন মনে হচ্ছে একেবারে সবজির বাগানের মধ্যে হারিয়ে গেলাম৷
বেগুন, লাল শাক পুই শাক,টমেটো,লাউ চাল কুমড়ার ফুল সব গুলো দারুণ ফটোগ্রাফি। আপনি যে ফল কে চিনা বাদাম বলছেন আমরা তাকে জাম্বুরা বলে থাকি।আপনি চমৎকার করে সব গুলো সুন্দর সবজির ফটোগ্রাফি করেছেন ও ফটোগ্রাফি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।