চোখ জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফি // 10% বেনিফিশিয়ারি @shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলাব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

Picsart_22-02-14_23-53-15-373.jpg

আজ সারাটাদিন আমি ভীষন ব্যস্ত ছিলাম তাই কোনো প্রকার পোস্ট করতে পারি নাই। আজ একটা কনফারেন্স এরকাজে ব্যস্ত ছিলাম। যে কারনে আমাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। এই কাজের ফাঁকে আমার সুন্দর একটা ফুলের বাগানে যাওয়ার সুযোগ হয়েছিল। মনে হচ্ছিল আমি যেনো ফুলের রাজ্যে চলে এসেছি। সেখান থেকে আমার ভালো লাগা কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।।

20220212_213220.jpg
20220212_213151.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এটি একটি চায়না রোজ ফুলের ছবি গোলাপ ফুল পছন্দ করে না এমন হয়তো খুঁজে পাওয়া যাবেনা। এই ফুলটি আমাদের সকলের কাছেই প্রিয়।

20220212_172155.jpg
20220212_172200.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এই ফুলটির দুই রকম নাম শোনা যায় একটি নাম ক্যালেন্ডুলা আর স্থানীয়ভাবে আমরা একে চন্দ্রমল্লিকা হিসেবে চিনি। এটি বিভিন্ন কালারের হয়ে থাকে তারমধ্যে হলুদ কলারটি আমার কাছে বেশি প্রিয়।

20220212_213332.jpg
20220212_171533.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এই ফুলগুলো আমার কাছে নতুন দেখছি মনে হচ্ছে আপনাদের মনে নাও হতে পারে। আমি এগুলোর নাম না জানার কারণে বাগানে কর্মরত লোকটির কাছে জেনে নিলাম। ফুলটির নাম ভারবিনা কি অদ্ভুত নাম তাই না।

20220212_171417.jpg
20220212_171410.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এখানে প্রথম ছবিতে ফুলটির নাম ডায়ান্থাস জেনে নিলাম আর পরের ছবিতে একত্রে ডায়ান্থাস এবং চাইনিজ পিংক নামক ফুলের ফটোগ্রাফি নেয়ার চেষ্টা করেছি।

20220212_172119.jpg
20220212_172115.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

ফুলটির নাম ডালিয়া পিনাটা অসম্ভব সুন্দর একটি ফুল। আমার কাছে খুব খুব ভালো লেগেছে ফুলটি আশা করি আপনাদেরও ভালো লাগবে। ফুলের কোনো বাগানে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়।

20220212_172128.jpg
20220212_172046.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এখানে ডালিয়া ফুলের অন্যরকম আরেকটি প্রজাতি খুঁজে পেলাম যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এদিকে সময় খুবই সীমিত ফুল দেখে তো মন মানছে না কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো হযবরল অবস্থা।

20220212_171403.jpg
20220212_171359.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

অনেকগুলো অর্থাৎ অনেক প্রকার ফুল এর ছবি দেখতে পাচ্ছি এরমধ্যে থেকে আমি মেরিগোল্ড ফুলটি ফোকাস করবো। ফুলটি দেখতে গাঁদা এবং চন্দ্রমল্লিকা ফুলের মত দেখতে লাগলেও এর কিছুটা ভিন্নতা আমার কাছে ভালো লেগেছে।

20220212_172052.jpg20220212_172033.jpg
20220212_172030.jpg20220212_171346.jpg
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি A-10
লোকেশনw3w location
ফটোগ্রাফারমাইদুল ইসলাম

এই বাগান দেখতে না আসলে আমি বুঝতেই পারতামনা যে ডালিয়া ফুলের এতগুলো প্রজাতি আছে। আর এই ফুলটি দেখতেও খুব সুন্দর ডালিয়া ফুলগুলোর জন্য বাগানটির সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এইসব জায়গায় এর আগেও অনেকবার এসেছি কিন্তু এইরকম ভালোলাগা কাজ করেনি কখনো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোনো কিছু শেয়ার করার উদ্দেশ্য যখন ফটোগ্রাফি নিতে যাই তখন নতুন করে এই ভালোলাগা গুলো উপলব্ধি করতে পারছি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

Sort:  

আপনার চোখ জুড়ানো ফুলের ফটোগ্রাফিক গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ফুল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কম আছে। আর ফুলের মধ্যে ডালিয়া ফুল সৌন্দর্যে অদ্বিতীয়। যদিও ফুলটির কোন ঘ্রান নেই। তবে ঘ্রানের অভাবটা পূরণ করে ফেলেছে এর অসাধারণ রূপ বৈচিত্র দিয়ে। অনেক ভালো লাগলো আপনার এই পোস্টটি।

 3 years ago (edited)

আসলে ডালিয়া ফুলের সৌন্দর্য্য বলার মতো না মানে বর্ণনার উর্ধ্বে। ধন্যবাদ। শুভকামনা রইলো।

 3 years ago 

ফুল আমাদের সবার প্রিয়, তার মধ্য থেকেও অনেকের কাছে পছন্দ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে যার কারনে প্রতিটা ফুলের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে।আমাদের মাঝে শেয়া করার জন্য অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সত্যিই চোখ জুরানো ফুলের ফটোগ্রাফি। সবগুলো ফুলে মিষ্টি সুন্দর। ফুল আমার কাছে অনেক ভালো লাগে। কালকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটি জায়গায় জায়গায় ফুলের দোকান, কি যে ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।

 3 years ago 

আমার পোস্টে আসার জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আসলেই চোখজুড়ানো ফটোগ্রাফি ছিল প্রত্যেকটি। ফুল সবাই মোটামুটি পছন্দ করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ডালিয়া ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ফুল পছন্দ করেনা এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর আপনি অসাধার ফুলের ফটোগ্রাফি করেছেন। আর এত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো উপহার দিয়েছেন সত্যিই দারুণ ছিল। আর আপনার ডায়ানাস ফুলটি সত্যিই অসাধারণ লেগেছে, দেখতে দারুণ। আর আমাদের সাথে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যা আসলেই আমরা প্রত্যেকে ফুল ভালোবাসি। ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন দেখলাম। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে যত্ন নিয়ে করেছেন। এজন্যই ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে ‌ মনে হচ্ছে সব গুলো ফুল একদম জিবন্ত। কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে ডালিয়া ফুল। ডালিয়া ফুল আমার অনেক পছন্দের। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ফুল একপি পবিত্র জিনিস। প্রায় সবাই ফুল পছন্দ করে। ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। বিশেষ করে গোলাপ ডায়ান্থাস এবং ডালিয়া ফুলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ওয়াও ভাইয়া শীতকালীন ফুলের অসাধারণ ফটোগ্রাফি করে দেন সত্যিই আপনার ফটোগ্রাফি করে কি করতে হয় কোন গ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে ডালিয়া ফুল শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি কোনটা রেখে কোনটা প্রশংসা করবো বুঝতে পারছিনা তবে সব থেকে বেশি ভালো লেগেছে ডালিয়া পিনাটা সুন্দর করে প্রতিটি ফুলের নিচে ধাপে ধাপে বর্ণনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ডালিয়া ফুলটা আমারও খুব পছন্দের। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। আপনার জন্য শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84372.25
ETH 2223.46
USDT 1.00
SBD 0.68