গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি🌺📷🌻(পর্ব-২) [10% beneficiary for @shy-fox]
হ্যালো স্টিমীট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা সবাই প্রতিনিয়ত আমাদের পোস্টে ভিন্নতা আনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করার পাশাপাশি ফটোগ্রাফি, ক্রাফট, চিত্রাঙ্কন এবং রেসিপি পোষ্ট লিখে থাকি। এতে করে সাধারণ ব্লগারদের আমাদের কনটেন্টগুলো পড়ার প্রতি একঘেয়েমি না এসে বরং আগ্রহ বেড়ে যায়। এউদ্দেশ্যে আজকে আমি সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। |
---|
বাংলার সৌন্দর্য মূলত গ্রামীণ প্রকৃতিতেই বিদ্যমান। গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যের জন্য বাঙালিরা হয়তো বিশ্বের অন্যান্য দেশের কাছ থেকে কদর পেয়ে থাকে। কারণ শহুরে সৌন্দর্য তো বিশ্বের প্রায় সকল দেশে বিদ্যমান রয়েছে। আর আমি বেশিরভাগ সময় সাধারণত শহরাঞ্চলে কাটাই। এজন্য গ্রামীণ সৌন্দর্য দেখার আগ্রহ আমার মধ্যে একটু বেশি কাজ করে।তাইতো সময় সুযোগ পেলেই গ্রাম দেখার জন্য ঘুরতে বেরোয়। সেটা হোক বন্ধু-বান্ধব কিংবা অন্য কেউ। যখন যার সঙ্গে সময় সুযোগ হয়ে ওঠে তার সঙ্গেই গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে চলে যায় প্রকৃতির নিকটে।
প্রথম পর্বে আমি আমার বন্ধুর সঙ্গে বাইকে করে গ্রামে গিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছি। এ পর্বে আরো কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করব।
- উপরোক্ত ফটোগ্রাফিটি হলো একটি খেজুর গাছের। খেজুরের গাছ থেকে ছোট হওয়ায় মাটির উপর দাঁড়িয়ে থেকে খুব কাছ থেকে ছবিটি ক্যাপচার করতে পেরেছি। ছবিটি বেশ ভালো লেগেছিল আমার। আশা করি ছবিটা আপনাদেরও ভালো লাগবে।
- সামনে বেশ কয়েকটি গাছপালা ছিল। গাছগুলোর মধ্যে দিয়ে গোধূলি লগ্নের অর্থাৎ রক্তবর্ণ আকাশের সৌন্দর্য বেশ উপভোগ করা যাচ্ছিল। সুন্দর এই মুহূর্ত ফ্রেমে বন্দী করে নিলাম। আশাকরি ছবিটা আপনাদের ভাল লাগবে।
- উপরোক্ত ছবি দুটির ইউক্যালিপটাস গাছের এবং অপরটি বট গাছের।গাছ দুটি বিশালাকৃতির ছিল। গ্রীষ্মকালে বিশাল আকৃতির গাছ দুটি বিস্তৃত অঞ্চল জুড়ে ছায়া প্রদান করে। আপনাদের সঙ্গে ছবি দুটির শেয়ার করার উদ্দেশ্যে ক্যাপচার করেছিলাম।
- বর্তমানে গ্রামের ছোট ছোট রাস্তাগুলো আর কাঁচা রাস্তা নেই। বেশিরভাগ রাস্তাগুলোয় পাকা করা হয়েছে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছবি তিনটি উঠেছিলাম। ছবি তিনটির একটি রাস্তার একপাশে অবস্থিত একটি দেয়ালের পাশের উচু গাছের এবং অপর দুটি রাস্তার অপর পাশে থাকা একটি পুকুরের। যদিও পুকুরের পানিতে ময়লা জমে জমে কুৎসিত আকার ধারণ করেছে। এ ফটোগ্রাফি তিনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
সবকিছু মিলে আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি সাজানো। যদিও খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না। তবে আমার বাংলা ব্লগ এ লেখালেখি শুরু করার পর থেকে মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর আমার প্রচেষ্টা থেকে ছবিগুলো উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা।
ধন্যবাদ সবাইকে।
@mahamuddipu
Photography | @mahamuddipu |
---|---|
Device | Vivo Y19 |
Location | Link |
গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। কারণ গ্রামের ফটোগ্রাফি গুলো খুবই ন্যাচারাল হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন ।শুভকামনা রইল আপনার জন্য।
ছবি গুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ আপনি তো খুব সুন্দর সুন্দর গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো খুবই ভালো লাগছে। গ্রাম অঞ্চলে ফটোগ্রাফি গুলো আসলে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম।
এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি দেখে ভালোই লাগতেছে। বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখলে কেমন জানি প্রকৃতি উপভোগ্য মনে হয়।আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন,আর আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি ভাই। গ্রামীণ প্রকৃতির দৃশ্য দেখলে মন অনেক ভাল হয়ে যায়। সেখানকার গাছপালা, নিস্তব্ধ পরিবেশ, কাঁচা মাটির গন্ধ সবকিছুই খুবই মনোরম। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত প্রদান করার জন্য।
গ্রামীণ ফটোগ্রাফি গুলো খুব ভাল ছিল। দেখতে ভালো লাগছে। বিশেষ করে গাছের ছবিগুলো।উপস্থাপনা বেশ ভালো ছিল। আপনি খুব ভালোভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু আলোকচিএ গুলো শেয়ার করার জন্য।
খুব সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি তো অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। বিশেষ করে দ্বিতীয় ফটোগ্রাফি টা খুবই চমৎকার লাগলো দেখে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍
আপনার এত সুন্দর প্রশংসা ভরা মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গ্রামীণের প্রাকৃতিক দৃশ্য গুলো আমার সবসময় অনেক ভালো লাগে আমি খুব উপভোগ করি এটা। ফটোগ্রাফির মাধ্যমে কিছু গ্রামীণ প্রকৃতি দেখতে পেলাম যা অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার গ্রাম প্রকৃতির প্রেম দেখে আমি মুগ্ধ। অনেক কিছু ভাবনা ফুটে তুলেছেন।তারিফ করছি।
ধন্যবাদ আপনাকে।
🌹
অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে কিছু গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সবগুলো ছবি অনেক সুন্দর লাগতাছে দেখে। 2 এবং 4 নম্বর ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর কিছু গ্রামীণ প্রকৃতির ছবি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
গ্রামের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। তবে ফটোগ্রাফিতে যদি একটুও সেচুরেশন বাড়িয়ে দিতেন তাহলে ফটোগ্রাফি গুলো দেখতে আরো চমৎকার লাগতো। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।
ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী সময়ে আমি আরো ভালোভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করব।