শৈশব অনুভূতির সাথে মাশরুম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

প্রকৃতি কিংবা পরিবেশের প্রতি আমার একটা ভালো অনুভূতি কাজ করে, ইতিমধ্যে আমি অনেকগুলো কনটেন্ট এর মাধ্যমে সেটা প্রকাশ করার চেষ্টা করি করেছি। আসলে কিছু বিষয় থাকে, যত বেশী উপভোগ করি ততো বেশী আকর্ষনবোধ করি সেটার প্রতি। প্রকৃতি এমন একটা বিষয়, যার প্রতি মমতা কিংবা আবেগ কোনটাই কমে না, বরং দিন দিন বাড়তে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে সেটা কতটা কার্যকর এই বিষয়ে আমার কোন ধারনা নেই, কিন্তু আমার ক্ষেত্রে বেশ কার্যকর এটা নিশ্চিত করতে পারি।

আসলে আমার শৈশব কেটেছে বিখ্যাত এক নদীর তীরবর্তী অঞ্চলে। যার কারনে অনেক কিছুই গভীরভাবে উপভোগ করার সুযোগ আমি পেয়েছিলাম। এখনকার মতো নদীর তীরগুলো দখলদারদের অধীনে ছিলো না তখন, দুইপাশে কোন শিল্পাঞ্চল ছিলো না, এখন যে রকম দৃশ্যমান। আমি দেখেছি তখন এক অঞ্চল হতে অন্য অঞ্চলে নৌকা বোঝাই করে মালামাল পরিবহন করতে, তাও দাড়টানা নৌকা। বর্তমান প্রজন্মতো দাড়টানা নৌকা কি জিনিষ সেটাই চিনেন না, জিজ্ঞাসা করা হলে সাথে সাথে গুগল এ ঢুকে যান, হে হে হে। ভাগ্যিস গুগল সুবিধা আছে, নইলে তো খুঁজেই পেতেন না কিছু!

IMG_20211127_082541.jpg

বর্ষায় তখন ভিন্ন কিছু উপভোগ করতাম, তীরবর্তী অঞ্চলসমূহ পানিতে তলিয়ে যেত, আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিনের জন্য চলে যেতাম নদীর পাড়ে এবং মাছ ধরতাম মনের সুখে, সাথে চলতো পিকনিক এর আনন্দ। আবার বর্ষা ছাড়া অন্য সিজনগুলোতে নানা ধরনের সষ্যের হাসি এবং ভিন্ন ধরনের একটা আমেজ থাকতো। আলু চাষের পর বহুবার আমি নিজেও আলু টুকিয়ে পুড়ে খেয়েছি, হে হে হে। সত্যি সেই সময়ের অনুভূতিগুলো এখনো মিস করি। এখনতো নদীর তীর বলতে কিছুই নেই, বরং নদী ভরাট করে সেটাও দখলের প্রতিযোগিতা চলছে। সবুজ প্রকৃতি কোথায় থাকবে?

সত্যি দিন যত পাবে, পরিবেশ এবং তার চারপাশে নানা ধরনের পরিবর্তন ঘটতে থাকবে। আমরা যে বিষয়গুলো উপভোগ করেছি, সেটা বর্তমান প্রজন্মের কাছে অচেনা আবার বর্তমান প্রজন্ম যা উপভোগ করছে আগামী প্রজন্ম সেটা চিন্তাও করতে পারবে না। পরিবর্তনের স্রোতে সবকিছুর পরিবর্তন ঘটছে এবং ঘটতে থাকবে। যার একটা দারুণ প্রভাব পড়ছে এবং পড়বে প্রকৃতির উপর। বিষয়টি নিয়ে এখনই প্রকৃতি প্রেমিকরা এখনো সোচ্চার রয়েছেন, যদিও তার মাধ্যমে কিছুই হচ্ছে না এবং হবেও না। কারন প্রকৃতি প্রেমিকদের হাত খুব বেশী শক্তিশালী না।

IMG_20211127_082545.jpg

IMG_20211127_082551.jpg

যাইহোক, কিছু অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে, কারন তখন খুব বেশী সময় উপভোগ করতাম নদীর পাড়ে বসে। প্রায় প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কাটাতাম, বেশ ভালো অনুভূতি কাজ করতো তখন। আজ সেই পরিবেশটা সত্যি অনেক মিস করি, সেই অনুভূতিটাকে ফিরে পেতে চাই কিন্তু আর পাবো কিনা সেটা জানি না! আজকে ভিন্ন অনুভূতির সাথে ছোট মাশরুমের কিছু ফটোগ্রাফির দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব, আশা করছি দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20211126_151609.jpg

IMG_20211126_151614.jpg

IMG_20211126_151619.jpg

IMG_20211126_151621.jpg

IMG_20211126_151628.jpg

IMG_20211126_151636.jpg

IMG_20211126_151645.jpg

IMG_20211126_151716.jpg

IMG_20211126_151719.jpg

IMG_20211126_151726.jpg

IMG_20211126_151731.jpg

IMG_20211126_151753.jpg

IMG_20211126_151757.jpg

IMG_20211126_151811.jpg

W3W Location Code: https://what3words.com/stood.wishing.replied
Device: Redmi 9, Xiaomi

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

শৈশবের স্মৃতি গুলো বড়ই সুন্দর। ভাইয়া আপনার শৈশবে কাটানো মুহূর্তগুলোর কথা পড়ে কেন জানি আমার শৈশবে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি কথা বলতে শৈশব বড়ই সুন্দর ছিল। সময় যাচ্ছে আর চারপাশের পরিবেশ এবং আমাদের মানসিকতা দুটোরই পরিবর্তন হচ্ছে। আপনার পোস্টটি যখন পড়েছিলাম তখন আমার ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমি আমার গ্রামের বাসায় যেতাম তখন আমার আরো বন্ধুদের সাথে খেলতে যেতাম এবং সেখানে গিয়ে অনেক সময় নদীর পাড়ে ঘুরতে যেতাম। আমার গ্রামের বাসার পাশে একটি ছোট্ট নদী বয়ে চলেছে। আজও সেই নদীটি রয়েছে কিন্তু আগের সেই সৌন্দর্য এবং স্নিগ্ধ পরিবেশ সেটা আর নেই। সে নদীতে চলত নৌকা। আর এখন প্রায় সবকিছুই বিলুপ্তির পথে। কেন জানিনা সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কখনোই উপলব্ধি করতে পারবে না। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও এখনই সবাইকে অনেক বেশি সোচ্চার হওয়া উচিত। দারুন কিছু কথা এবং দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু, আসলে শহরের জীবনে সবচেয়ে বেশী মিস করি প্রকৃতির সজীবতা। যার কারনে মাঝে মাঝে মনে চায় শৈশবের সেই অতীতের স্মৃতির মাঝে হারিয়ে যাই।

 3 years ago 

আপনার ব্যাঙের ছাতার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া। ব্যাঙের ছাতা দেখেই আমার মাথায় ছোটবেলার সেই কাহিনী গুলো মনে পড়ে যায় যখন কিনা ভাবতাম যে বৃষ্টি এলে ব্যাঙ বুঝি এই ছাতার তলে গিয়ে লুকতো ।হাহাহাহা
আমিও নদীর দেশের ছেলে তাই দাড়টানা নৌকো চিনতে আমাকে আর গুগলের সাহায্য নিতে হয়নি,,,😜
আর আলু পুড়িয়ে খেতে আমারও কিন্তু বেশ ভালো লাগে।
সবকিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতা জেনে সেই পুরনো দিনের কথা আমার নিজেরও মনে পড়ে গেল ভাইয়া।

 3 years ago 

জ্বী ভাই, একদম তাই আর চিন্তা করতাম এই ছাতার নীচে ব্যাংঙ থাকে কিভাবে, হা হা হা এখন এগুলো মনে হলে বড্ড হাসি পায়। ধন্যবাদ আপনার অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

ভাই আপনার শৈশবের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শৈশবের সেই স্মৃতি গুলো জানতে পারলাম। আসলে দাড়টানা নৌকা এখন আর দেখা যায় না। আগে আমাদের যমুনা নদী দিয়ে দাড়টানা নৌকা অনেক দেখা যেত।শৈশবের কাটানো স্মৃতিগুলোই ভাল ছিল। দিনগুলো কত মজা করেছি। কোন চিন্তা ভাবনা নাই। মনের আনন্দে সারাদিন খেলাধুলা করেছি। কত না ভালো ছিল।শৈশবের স্মৃতি গুলো জানতে পেরে খুবই ভালো লাগছে। আর আপনার মাশরুমের ফটোগ্রাফি গুলো অসাধারণ। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসাধারণ কিছুর উপর অভিজ্ঞতা হলো ,আমি এই ছোটবেলা গুলো পাইনি কখনো। তবে যা পেয়েছি তা ও কিছু কম না। তবে ভাইয়া আপনার গল্প পড়ে আমি চলে গিয়েছিলাম আপনার ছেলেবেলায়। অনেক বেশি এনজয় করলাম আপনার সত্যি কারের গল্প। অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার শৈশবের কথা শুনে আমার শৈশব এর কথা মনে পড়ে গেলো তখন বেশী একটা বুঝতাম না। বৃষ্টির সময় এমন মাশরুম অনেক দেখতাম কিন্তু এগুলাকে তখন মাশরুম ভাবতাম না। সত্যি বলতে মাশরুম কি সেটাই জানতাম না। এগুলাকে তখন ব্যাঙের ছাতা ভাবতাম। ভাবতাম বৃষ্টির সময় হয়তো এখানে ব্যাঙ বসে থাকে।😂😂

 3 years ago 

আমি সত্যিই আপনার দেখানো মাশরুম ছবি পছন্দ, আমার বন্ধু শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ.

 3 years ago 

আসলেই ভাই আপনি একজন প্রকৃতি প্রেমী মানুষ। আর ভাই একদম ঠিক বলেছেন কথাগুলো ।আমরা যারা নতুন প্রজন্মের আছি তারা অনেকই অনেক কিছু মিস করেছি । আবার আমাদের পড়ে যারা আসবে তারাও একই কথা বলবে। আসলে সমাজ পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল সমাজে সবচেয়ে বেশি পরিবর্তন হয় প্রকৃতির। এখন অনেক নদীই ভরাট হয়ে গেছে বালু দিয়ে। আপনি যেটা বললেন ঐটা এখন শুনলে সত্যিই অবাক লাগে । কিন্তু এখনও আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে প্রকৃতিকে বাঁচাতে পারি। আর হ্যাঁ, মাশরুমের ছবিগুলো খুব সুন্দর এসেছে দাদা।

 3 years ago 

ভাই আপনার এই মাশরুম দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেল কারণ আমরা ছোট বেলায় এই সব মাশরুম যাকে আমরা ব্যাঙের ছাতার বলতাম। আর এগুলো দিয়ে অনেক মজার মজার খেলা করতাম। সত্যি আপনার মাশরুম ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64