ফটোগ্রাফি!!

in আমার বাংলা ব্লগ27 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ২৮ ই মার্চ ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000575864.jpg


আশাকরি সবাই ভালো আছেন সুস্থ‍্য আছেন। আমি মোটামুটি ভালো আছি। অনেকদিন হলো আপনাদের সাথে কোন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে নেওয়া হয় না। এর কারণ আমি ফটোগ্রাফি করার সময় একেবারেই পাই না। খুব একটা বাইরে বের হওয়া হয় না। পাশাপাশি এখানে ফটোগ্রাফি করার মতো জায়গা নেই বললেই চলে। সেই উচু ভবন রাস্তা যানবাহন এগুলোর ফটোগ্রাফি করতে আমার মোটেও ভালো লাগে না। মোটামুটি কয়েকটা ফটোগ্রাফি ধারণ করেছিলাম গত মাসে। পাশাপাশি আমার গ‍্যালারিতেও কিছু ফটোগ্রাফি ছিল। ঐগুলো এখন আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।



1000575851.jpg

1000575852.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করা আমার ইউনিভার্সিটির চতুর্থ তলা থেকে। ওখান থেকে বাইরে টা দেখতে বেশ সুন্দর লাগে। অসাধারণ একটা ফিল পাওয়া যায়। চারিদিকের উচু ভবনের সাথে চোখে পড়ে অসংখ্য গাছপালা। ক্লাসের ফাঁকে কিছু সময়ের জন্য প্রায়ই আমি এখানে গিয়ে দাঁড়ায়। বাইরে টা একটু খেয়াল করে দেখতে থাকি। গতসপ্তাহে এইরকম একটা সময়ে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


1000576220.jpg

1000576221.jpg


  • ফেব্রুয়ারিতে আমি বাড়ি গিয়েছিলাম প্রায় ৩ মাস পরে। আর বাড়ি গেলে বাড়িতে এখন খুব একটা থাকা হয় না। একদিন বিকেলে সময় করে চলে গিয়েছিলাম আমার সেই পছন্দের জায়গা টাই মধুমতী নদীর ধারে। যদিও আমাদের স্থানীয় মানুষ এটাকে গড়াই নদী বলে। বিকালে নদীর পাড়ে বসে সময় অতিবাহিত করছিলাম। ঐ সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। বেশ অসাধারণ একটা পরিবেশ ছিল।


1000575856.jpg

1000575857.jpg


  • বাড়িতে গেলে কুষ্টিয়া যাওয়া টা অভ‍্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর কুষ্টিয়া গেলে সময় করে নিজের ক‍্যাম্পাসে একটা দিন আমি যাই। যদিও এখন সেরকম কারো দেখা পাই না। গিয়ে নিজে নিজে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসি। ঐদিন দুপুরের দিকে ক‍্যাম্পাসে গিয়েছিলাম। দেখি অনেকেই ক্লাস বাদ দিয়ে মাঠে ক্রিকেট খেলছে যেমন টা আমরা খেলতাম। সবকিছু আগের মতোই আছে শুধু আমরা নাই।


1000575858.jpg

1000575859.jpg


  • এই ফটোগ্রাফি টা আমার গ্রামের মধ্যে থেকে ধারণ করা। একেবারে দুপুরবেলা ধারণ করেছিলাম আমি ফটোগ্রাফি টা। একটা অসাধারণ পরিবেশ ছিল। চারিদিকটা সবুজ প্রকৃতি বেষ্টিত। গ্রামের পরিবেশ টা সবসময় এমনই থাকে। তবে এটা অনূভব করার জন্য সময় থাকে না আমাদের।


1000575861.jpg

1000575860.jpg


  • ঐদিন বইমেলায় গিয়েছিলাম। বেশ অনেক টা সময় ঘুরাঘুরি করেছিলাম বইমেলায়। বেশ অনেক গুলো বই কিনেছিলাম। ততক্ষণে বেশ কিছুটা খিদেও লেগে গিয়েছিল। বাইরে এসে দেখি একজন ভূট্টা পুড়িয়ে বিক্রি করছে। এটা আমার বেশ পছন্দের। আমি একটা অর্ডার দেয়। ঐসময় আমি ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


1000575862.jpg

1000575863.jpg


  • কয়েক মাস আগে বাংলাদেশে হয়ে গেল বিপিএল। একদিন চলে গিয়েছিলাম বিপিএল দেখতে। এই প্রথম আমার বিপিএল দেখতে যাওয়া। যেহেতু একই স্টেডিয়ামে খেলা হয়। একর্ট টিকিট দিয়েই দুইটা ম‍্যাচ দেখা যায়। ম‍্যাচ দেখার সময় আমি গ‍্যালারির এই ফটোগ্রাফি ধারণ করেছিলাম। বেশ অনেক মানুষ গিয়েছিল ঐদিন খেলা দেখতে। ছুটির দিনে মানুষ একটু বেশিই হয়ে থাকে।


1000575864.jpg

1000575865.jpg


  • এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম ফার্মগেট মেট্রো স্টেশন থেকে। মতিঝিল যাওয়ার জন্য আমি মেট্রো পাস নিয়ে উপরে গিয়েছি। গিয়ে দেখি ট্রেন এর প্রবেশদ্বার ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আমি মেট্রো টা মিস করলাম। এখন আমাকে অপেক্ষা করতে হবে। অবস্থা টা এমন ট্রেন চলে গেল আমি চেয়ে চেয়ে দেখলাম হয় হা হা।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। ক্যাম্পাসের ফটোগ্রাফি টি বেশ চমৎকার হয়েছে। এরকম খেলা প্রতিদিনই ক্যাম্পাসে চলতেই থাকে। বাড়িতে আসলে ক্যাম্পাসে আসেন জেনে ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি হলেও বেশ চমৎকার হয়েছে। চমৎকার বর্ণনার সহিত সুন্দর ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাই।

 27 days ago 

আপনার ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে। আসলে আজকে যে সমস্ত ছবি আমাদের সাথে শেয়ার করেছেন সেগুলি আপনার জীবনের চলাফেরার ছবি। ইউনিভার্সিটি বাড়ি মেট্রো সবকিছু মিলিয়ে অসাধারণ কোলাজ মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.032
BTC 93411.22
ETH 1763.94
USDT 1.00
SBD 0.86