রেনডম ফটোগ্রাফি -: ৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ।

in আমার বাংলা ব্লগ4 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম ফটোগ্রাফি আগে থেকেই করা থাকে। আবার কিছু কিছু ফটোগ্রাফি নতুন করে তোলা হয়েছে। এখান থেকে বেছে বেছে কিছু ছবি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করা হয়।তবে আজকে সাতটি ছবিতে ভিন্ন ভিন্ন কিছু রূপ দেখাবো। যেগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা। আমার বাংলা ব্লগে দেখা যায় অনেকেই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। সেগুলো দেখতে খুবই ভালো লাগে ।

আসলে ফটোগ্রাফি করতে কম বেশি সবাই খুব পছন্দ করে। আর ফটোগ্রাফি গুলো যখন অন্যকে দেখানো হয় তখন তারা যদি প্রশংসা করে তখন আরো বেশি ভালো লাগে। ঠিক তেমনি আপনাদের উৎসাহ পেয়ে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। আজকে ৭টি ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে এক ফাঁক দেখে আসুন আমার ফটোগ্রাফি গুলো।



পাতাবিহীন গাছ


IMG-20250119-WA0383.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ দাড়িয়ে আছে। যেখানে কোন পাতা নেই কিন্তু অনেক ফল রয়েছে। যারা এক দেখাতে চিনতে পারবেন তাদেরকে সাধুবাদ জানাই। এটা হল বাদাম গাছ। বাদামে ভরপুর হয়ে রয়েছে। কিন্তু একটা বাদামের পাতাও এখানে দেখা যাচ্ছে না। গাছটার ফটোগ্রাফি করেছিলাম চিড়িয়াখানায় যাওয়ার পর। চিড়িয়াখানায় গিয়ে দেখলাম এমন একটা গাছ। দেখে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করে নেয়া যাক।



হরেক রকম মাছ


20250112_100608.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই শীতে আমাদের বাড়িতে একপুকুরে সেচ দেয়া হয়েছিল। এই পুকুরে ব্যাপক রকমের মাছ ছিল।বন্যার কারণে বিভিন্ন রকম মাছ আমাদের পুকুরটাতে এসে জমেছে।শীতের মাঝামাঝিতে যখন সেচ দেয়া হয়েছিল তখনকার মাছ এগুলো। এত এত মাছ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন ঝাঝরি ভর্তি কয়েকরকম মাছ। আরও অনেক মাছ উঠেছিল।সেগুলো আবার আলাদা আলাদা করে রাখা হয়েছিল। এবারের মাছ দেখে সবাই ভীষণ খুশি ছিল।



কাঠগোলাপ গাছ


20241230_093153.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



এই ছবিটা আরও কিছুদিন আগের।গত বর্ষায় এই কাঠগোলাপ গাছটা আমার হাজব্যন্ড এনেছিল। ছাদে অনেক রকম গাছের মাঝে এইটাও স্থান পেয়েছিল।কিন্তু দুঃখের বিষয় হলো এটা বাড়ছে না। যত দ্রুত বাড়বে ভেবেছিলাম তেমনটা হচ্ছে না।আমার এই গাছের সাথে আমার ছোট খালামণি একটা গাছ কিনেছিল। সেটা বড় হয়ে ফুলও ধরেছে।কিন্তু আমার গাছটা বেশি বড় হয়নি।দেখাযাক কখন বড় হয় আর ফুল দেয়।যখন বড় হবে তখন একটা ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।



টিয়া পাখি


IMG-20250119-WA0339.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



দেখতেই পাচ্ছেন কতগুলো টিয়া পাখি একসাথে বসে আছে।এটাও তুলেছি চিড়িয়াখানায়।সেখানে এত এত জাতের পাখি যে ফটোগ্রাফি করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম।যাই হোক এখানে অনেকগুলো টিয়া পাখি ছিল। ছোট ছোট টিয়া পাখি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সবগুলো প্রায় একসাথে বসে ছিল। উপরে একটা স্ট্যান্ড এর মধ্যে। সেখানে অনেক কিচিরমিচির শব্দ হচ্ছিল। আসলে শব্দগুলো বেশ ভালই লাগছিল। সবাই বেশ উপভোগ করছিল এই মুহূর্তগুলো।



মাটির ব্যাংক


IMG-20250119-WA0398.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12



আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তরমুজের আকারে একটা মাটির ব্যাংক। যেটা তরমুজের এক ফালি হিসেবে ছিল। তার পাশে অনেকগুলো মাটির ব্যাংক ছিল। যেগুলো দেখতেও খুব সুন্দর ছিল। চিনামাটির এই ব্যাংকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের এই মাটির ব্যাংকগুলো ছিল সেখানে। চিড়িয়াখানা থেকে বের হয়ে যেতে পথে একটা দোকানে এই ব্যাংকগুলো ছিল।



কুমড়ো গাছ


20250205_090633.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এই কুমড়ো গাছটা আমাদের ছাদের উপর করা হয়েছিল। আসলে ছাদের উপর কমবেশি অনেক ধরনের শাকসবজি করা হয়ে থাকে। লাউ কুমড়ো থেকে শুরু করে বিভিন্ন রকম শাকসবজি সেখানে লাগানো হয়। আর এই কুমড়ো শাকটা অনেক দিন আগের তোলা। যখন নতুন করে কুমড়শাকের গাছটা চারিদিকে ছড়ানো শুরু করেছিল তখনকার ছবি। কুমড়া শাক খেতে ভীষণ ভালো লাগে। আর সেটা যদি নিজেদের হাতে রোপন করা গাছের শাক হয় তাহলে তো কথাই নেই,পুষ্টিগুণে ভরপুর থাকে।



আর্টিফিশিয়াল ফুলের টব


20250221_201615.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12

এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের টব। যেগুলো অনেক বড় সাইজের। বাসা বাড়িতে কিংবা ঘরের কর্নারে যে কোন জায়গায় এই ফুলের টবগুলোর স্থান দেয়া যায়। দেখতে ভীষণ সুন্দর লাগে। এখানে অনেকগুলো টব ছিল।এগুলোর প্রাইজ অনেক বেশি। এমনিতেই আর্টিফিশিয়াল যে কোন ফুলের প্রাইজ বেশি থাকে। তবে বড় সাইজের আর্টিফিশিয়াল ফুলের টব গুলোতো আরো অনেক বেশি চাহিদা।



সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনরেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 days ago 

আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।বিশেষ করে পাতা বিহীন গাছের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখেছেন এবং প্রশংসনীয় মন্তব্য করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

Screenshot_20250228-102958_Chrome.jpg

Screenshot_20250228-102629_Chrome.jpg

 4 days ago 

এত মনোমুগ্ধকর দেখতে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। কারণ আপনি আপনার সবগুলো ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর ভাবে। আমি তো সবগুলো ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতেই পারছিলাম না। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পাতা বিহীন গাছের ফটোগ্রাফি।

 4 days ago 

আসলে ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি আপনাদের সাথে শেয়ার করতে আরো বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 4 days ago 

বসন্ত এসে পাতাবিহীন গাছ গুলো কে পাতায় ভরিয়ে দিবে।গাছ গুলো কে একদম উজ্জীবিত করে তোলবে। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা পাতাবিহীন গাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে পাতাবিহীন গাছ গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

 4 days ago 

জ্বী ভাইয়া পাতাবিহীন গাছ গুলো দেখতে অন্যরকম সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 4 days ago 

আপু আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কাঠগোলাপ গাছ বড় হচ্ছে না যেহেতু সেহেতু আপনি জায়গা পরিবর্তন করতে পারেন অথবা বড় কোন টবে স্থানান্তর করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 4 days ago 

অনেকটা বড় টবে এই গাছটা লাগিয়েছি ভাইয়া। তবুও কোন রেসপন্স পাচ্ছি না। দেখি অন্য টবে ট্রান্সফার করা যায় কিনা।

 4 days ago 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।

 4 days ago 

ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে আর আপনাদের মাঝে শেয়ার করতেও ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।

 4 days ago 

পাতা শূন্য গাছের ফটোগ্রাফি টা দারুন ছিল। পাতা ছাড়াও গাছের অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। আপনার ক্যাপচার করা বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ছিল। হলুদ টিয়া পাখিটা সামনাসামনি দেখতে পারলে আরো ভালো লাগতো। টিয়া পাখি আমি বেশ পছন্দ করি। তরমুজ আকৃতির মাটির ব্যাংক টা বেশি ইউনিক লাগছে দেখতে। ধন্যবাদ আপু দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 days ago 

পাতা শুন্য গাছটা আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল আপু।আর সবগুলো ফটোগ্রাফিই বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ।

 4 days ago 

আসলেই তো সাতটি ফটোগ্রাফিয়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ছিলো। তবে বন্যার সময় আপনাদের দেখতেছি মোটামুটি লাভই হয়েছে , কেননা পুকুরে অনেক মাছ আটকে গিয়েছিলো। যাই হোক আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি চোখ জুড়ানো ছিলো। এরকম মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলি সুন্দর বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 days ago 

জ্বী ভাইয়া বন্যার কারণে আমাদের এরিয়ার পুকুর গুলোতে বেশ ভালই মাছ ঢুকেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

এইবার সবার পুকুরে অনেক মাছ ঢুকেছে। আসলে বন্যার কারণে চারিদিকে এবারে মাছের খেলা গিয়েছে। যাই হোক সবার মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

এবার প্রচুর মাছ পেয়েছে। আর সবাই বেশ খুশি ছিল ভাগেও অনেক মাছ পড়েছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83733.06
ETH 2098.97
USDT 1.00
SBD 0.63