রেনডম ফটোগ্রাফি-:৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
রেনডম ফটোগ্রাফি মানেই ভিন্ন কিছুর আয়োজন। বিভিন্ন রকম ছবি এখানে তুলে ধরা যায়।আজ আমি তেমনই কিছু ভিন্ন ভিন্ন ছবি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আজকের ছবিতে মূলত কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব।আজকের ফটোগ্রাফি গুলো বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করা। অনেক অনেক নার্সারিতে যখন ঘুরতে যাই তখন বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি তুলে থাকি। আর সেই বিভিন্ন রকম ফটোগ্রাফি গুলো গ্যালারির মাঝে আবদ্ধ হয়ে থাকে। আপনাদের মাঝে শেয়ার করা হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করা যাক। সেখান থেকে বেছে বেছে কিছু ফটো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
চন্দ্রমল্লিকা ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলের ছবি তুলেছিলাম নার্সারি থেকে।চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন জাতের রয়েছে।কিছু কিছু ফুল আছে একদম অল্প পাপড়ি যুক্ত। কিন্তু এই ফুলগুলো দেখতে অনেক পাপড়িযুক্ত।দেখে ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুলগুলো বিভিন্ন জায়গায় লাগানো থাকে।তবে নার্সারিতে গেলে বিভিন্ন রকম ফুল দেখা যায়।
স্ন্যাপড্রাগন ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এই ফুলের নাম জানা ছিল না। গুগল থেকে সার্চ করেই নামটা জানলাম।এই ফুলের ফটোগ্রাফি করেছি অনেক আগে।তবে নার্সারি থেকেই করেছিলাম।কিন্তু এটা আমাদের এরিয়ার নার্সারি ছিল না।অন্য কোথাও গিয়ে তুলেছি ঠিক মনে নেই।যাইহোক হলুদ রঙের এই ফুলটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ভাবলাম আজকে এই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করা যাক।
বেগুনী পিটুনিয়া ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এই ছবিগুলো অন্য একটা নার্সারি থেকে তুলেছিলাম। সেখানে বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল ছিল। যদিও এই ফুলগুলো আলাদা জায়গায় সুন্দর করে সাজানো ছিল। দেখতে ভীষণ সুন্দর লাগছে। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল সেখানে ছিল। এখন বেগুনী রঙের পিটুনিয়া ফুলের ছবি শেয়ার করলাম। শীতের সময় বেশি দেখা যায় এই ফুল। এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।
জিপসোফিলা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
পৃথিবীতে যে কত প্রকারের ফুল রয়েছে সেগুলো আমাদের জানা নেই। বিভিন্ন রকমের ফুলের নাম পর্যন্ত আমরা জানি না। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম আমি কখনোই শুনিনি। তবে যখন গুগল সার্চ করলাম তার সাইন্টিফিক নাম দেখতে পেলাম। একদম ছোট ছোট ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একদম ঘাসের মতো গাছে ছোট ছোট ফুলে ভরপুর ছিল।
হাজারি গোলাপ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
আমি এই প্রথমবারের মতো হাজারী গোলাপ ফুল দেখেছিলাম। যেদিন দেখেছিলাম তখন তো একদম অবাক হয়ে গেলাম । আসলে এতগুলো গোলাপ ফুল একসাথে ফুটে রয়েছে যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। হাজারী গোলাপগুলো একসাথে অনেকগুলো ফুটে। ছোট ছোট গোলাপ ফুল গুলো যখন থোকায় থোকায় ফুটে থাকে তখন খুবই ভালো লাগে। এই ছবিটা আমার ভীষণ প্রিয়।ভাবলাম অনেক আগের তোলা ছবি আপনাদের মাঝে শেয়ার করা যাক।
গোলাপ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
গোলাপের বিভিন্ন জাতের মধ্যে এই জাতের ফুলটা ভীষণ সুন্দর লাগে। দেখতে একদম আকর্ষণীয় লাগছিল।অল্প কয়েকটা পাপড়িযুক্ত এই গোলাপ ফুলের ছবিটা তুলেছিলাম নার্সারি থেকে। আসলে নার্সারিতে গেলেই মূলত বিভিন্ন রকম ইউনিক ফুল দেখা যায়।যাইহোক কিছু ছবি রয়ে গেছে সেখান থেকেই ভাবলাম এই ছবিটা শেয়ার করে ফেলি ।
সাদা পিটুনিয়া
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
শীতের সময়ের খুব জনপ্রিয় একটা ফুল হলো পিটুনিয়া ফুল। আর পিটুনিয়া ফুলের অসংখ্যা কালার রয়েছে। আর সেই কালারের মধ্যে উপরে একটা ছবি শেয়ার করেছি। সেটা ছিল বেগুনের রঙের পিটুনিয়া। আর এখন সাদা রঙের পিটুনিয়া ফুলের ছবি শেয়ার করলাম। সাদা রঙের পিটুনিয়া ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অনেকগুলো একসাথে ফুটে বিধায় বেশ ভালোই লাগে দেখতে। যাইহোক অনেক ছবি রয়েছে সাদা পিটুনিয়ার। ভাবলাম একটা শেয়ার করে ফেলি।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
পোস্টের বিবরণ
ধরন | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @bristy1 |
ডিভাইস | Samsung Galaxy M12 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন, যেগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আজকেও আপনি মুগ্ধ হওয়ার মত খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফুলের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমি তো চোখ ফেরাতে পারছিলাম না, ফটোগ্রাফি গুলোর দিক থেকে।
খুবই ভালো লাগলো আমার প্রতিটা ফটোগ্রাফি দেখে উপভোগ করেছেন শুনে। ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🥰🥰❤️
https://x.com/bristy110/status/1900781163947655278
৭টি ভিন্ন ভিন্ন ছবিতে আজকের ব্লগ সাজিয়েছেন দেখে চোখ জুড়িয়ে গেল। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে পিটুনিয়া এবং হাজারি গোলাপ ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আমার ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর কয়েকটি ফুলের ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু। এই ফুলগুলি ভীষণ আনকমন এবং সব জায়গায় দেখা যায় না। যেমন স্ন্যাপড্রাগন ফুল আমি প্রথম আপনার ছবিতে দেখলাম। এছাড়াও হাজারী গোলাপের ছবিটিও ভীষণ সুন্দর লাগলো। অসাধারণ কিছু ফুলের ছবি তুলে শেয়ার করেছেন বলে ধন্যবাদ।
জ্বী ভাইয়া আমার কাছে অনেক অনেক ফুল রয়েছে যেগুলো আগে আমি নিজেও দেখিনি। কিন্তু নার্সারিতে গিয়ে দেখলাম, ধন্যবাদ আপনাকে।
আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দেখে ভীষণ ভালো লেগেছে। তবে স্ন্যাপড্রাগন ও সাদা পিটুনিয়া ফুলগুলো আমার মন বেশি আকর্ষণ করেছে। সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি ছিল। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি একেবারে নজর কেড়ে নিয়েছে। তবে সাধারণের পিটুনিয়া ফুলগুলো বেশি স্বচ্ছ এবং সুন্দর লাগছে। এতগুলো ফুল একসাথে দেখে মনটা ভরে গেল। ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি ভীষণ ফুল প্রেমি মানুষ। তাই প্রতিটি ফুলের সৌন্দর্য আমার কাছে অনন্য। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আসলে ফুল দেখলে যে কারোরই ভালো লাগে। খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য দেখে, ধন্যবাদ আপু।
সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দরময় ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্ণনা করে আরো বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো উপভোগ করেছেন এবং সুন্দর মন্তব্য করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর ফটোগ্রাফি দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। প্রথম চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি এবং হাজারী গোলাপের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ছিল আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি। ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার হাজারি গোলাপ তো খুবই অসাধারণ। ধন্যবাদ আপনাকে।