ঘাস ফড়িং আর মাকড়সার ম্যাক্রো ফটোগ্রাফি।১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷
প্রথমত আমি ফড়িংয়ের ফটোগ্রাফি আপনাদেরকে দেখালাম। কারণ আমার কাছে ফড়িং ভালো লাগে। ছোট বেলায় আমরা ফড়িংগুলো নিয়ে অনেক খেলা করতাম। তবে আমার এটাও মনে আছে আমি যখন পাখি পুষতাম,তখন পাখির জন্য ছোট-ছোট ফড়িংগুলো ধরে এনে পাখিকে খাবার জন্য দিতাম। এগুলো খুবই চতুর প্রকৃতির পোকা।এক জায়গা থেকে অন্য জায়গায় লাফিয়ে চলে যেতে পারে।
ফড়িং গুলোকে ঘাসফড়িং নামে বলা হয় তার আমার জানামতে এগুলো ঘাসে ঘাসে লাফিয়ে চলে,ঘাস খায় এবং ঘাসের রঙের মতো বলে এগুলোকে ঘাসফড়িং বলা হয়। যাইহোক এটা আমার সম্পূর্ণ নিজের ধারণা।
ঘাসফড়িং এর মধ্যে এটি একেবারে ছোট একটি ফড়িং।আর এই ফড়িং গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা অনেক জায়গায় লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারে বলে এগুলোর ফটোগ্রাফি করা একটু কষ্টকর।এটি লাউ পাতার উপরে বসে ছিল কিছুক্ষণ, তখনই আমি এর ছবি তুলে নিলাম। আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম,তারমধ্য থেকে ভালো কিছু ছবি শেয়ার করলাম।
এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মাকড়সার ফটোগ্রাফি। আর এই মাকড়সা দেখতে খুবই সুন্দর। আমার দেখা মতে আমি অনেক ধরনের মাকড়সা দেখেছি।
সবগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। এগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন ধরনের ডিজাইনের মাকড়সাগুলোর ধরন আলাদা আলাদা।
এই মাকড়সাটির পা গুলো দেখতে কিন্তু হালকা হলুদ রংয়ের।এর গায়ের রঙ কিছুটা কালো। তার সাথে বিভিন্ন রঙ রয়েছে। এই মাকড়সাটি দেয়ালের উপরে বসে ছিল। এটি বাসা থেকে বের হয়ে এখানেই রয়েছে।
মাকড়সা দেয়ালের উপরে এমন ভাবেই বসেছিল যেন সে রোদ পোহাচ্ছিল। এটি যখন সেখানে বসে ছিল আমার কাছে তখন এর ফটোগ্রাফি করতে খুবই ভালো লেগেছিল। কারণে এটি সেখানেই বসে ছিল, সেখান থেকে নড়াচড়াও করেনি। সুন্দর করে বসে থাকার কারণে আমি এই ফটোগ্রাফি গুলো করতে পেরেছি।
আমার আজকের এই ম্যাক্রো ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
মোবাইল ও পোস্ট সংক্রান্ত বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | জে-৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | https://maps.app.goo.gl/UDfbMXwkkmkM8Vs6A |
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি দারুন সব ফটোগ্রাফি করেছেন।আপনার ছবি তোলার হাত অনেক ভালো। ঘাসফড়িং এর ছবিগুলো আমার কাছে বেশী ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু আপনার নিজের হাতে তোলা ঘাস ফড়িং ও মাটড়সার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
অনেক ধন্যবাদ আপনাকে।
ঘাস ফড়িং আর মাকড়সার ম্যাক্রো ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর লাগছে ঘাসফড়িং দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এরা লাফিয়ে লাফিয়ে চলে এইটা দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল সুন্দর করে উপস্থাপন করা ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাইয়া
বাহ দারুন মাইক্রো ফটোগ্রাফি করেছেন তো ঘাসফড়িংয়ের মাকড়সার সত্যি আপনার ফটোগ্রাফির তারিফ করতেই হয়।
ভাইয়া,এটা তো ম্যাক্রো ফটোগ্রাফি, মাইক্রো না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপু আপনার ঘাস ফড়িং আর মাকড়সার ম্যাক্রোফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা দেখে বোঝা যাচ্ছে। আপনার ম্যাক্রোফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ম্যাক্রো ফটোগ্রাফি মানে অনেক ধৈর্যের বিষয়,
ম্যাক্রো ফটোগ্রাফি মানে বিশাল অভিজ্ঞতার বিষয়।
ম্যাক্রো ফটোগ্রাফি মানে অনেক ফোকাসের সামঞ্জস্য।
ধন্যবাদ আপনার নিজের করা ম্যাক্রো ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ছন্দময় মন্তব্য করার জন্য।
ঘাসফড়িং এর অসাধারণ মাইক্রো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই দক্ষতা সাথেই ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যিই অসাধারণ। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
ভাইয়া,মাইক্রো না তো ম্যাক্রো ফটোগ্রাফি।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
দিদি কতটা ধৈর্য্য এবং দক্ষতা থাকলে এত সুন্দরভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করা যায়। খুব সুন্দর ভাবে ঘাসফড়িং আর মাকড়সার ম্যাক্রোফটোগ্রাফি করেছেন দেখে সত্যিই খুব ভালো লাগল। মোবাইলের মাধ্যমেই এত সুন্দর ফটোগ্রাফি করেছেন না জানি ক্যামেরা হলে আরো কত সুন্দর ফটোগ্রাফি করতেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ম্যাক্রোফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে দিদি,সুন্দর মন্তব্য করার জন্য।
ম্যাক্রোফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে আপু।আমি মাঝে মাঝে ম্যাক্রোফটোগ্রাফি করে থাকি। আপনার পোকামাকড়ের ম্যাক্রোফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।শুভ কামনা আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া