রেনডম ফটোগ্রাফি। ৭টি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফিতে আজকের ব্লগ।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
রেনডম ফটোগ্রাফি মানেই ভিন্ন কিছুর আয়োজন। বিভিন্ন রকম ছবি এখানে তুলে ধরা যায়।আজ আমি তেমনই কিছু ভিন্ন ভিন্ন ছবি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আজকে আপনাদের মাঝে ডিসি পার্কে গিয়ে যে ফটোগ্রাফিগুলো করেছিলাম সেখান থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে এত এত ফটোগ্রাফি যে এগুলো শেয়ার করতে করতে শেষ হচ্ছে না। যাইহোক আজকে ভিন্ন রকমের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ইচ্ছার ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
ডিসি পার্কে যে ফটোগ্রাফিগুলো করেছিলাম তার মাঝে অনেক অনেক ফটোগ্রাফি রয়ে গিয়েছে। তাই ভাবলাম সেগুলো রেনডম ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে ফুলটা দেখছেন এটার নাম আমার জানা নেই। যখন গুগল সার্চ করেছিলাম তখন ইচ্ছার ফুল নামেই দেখানো হয়েছে। যাই হোক এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ছোট ছোট গাছের মধ্যে ছোট ছোট ফুল একদম নজরকাড়া ছিল।
চন্দ্রমল্লিকা ফুল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে এই সাদা রঙের ফুলটা ভীষণ সুন্দর হয়। তবে এটা অনেকটাই ফ্যাকাশে হয়ে গিয়েছে। যেহেতু আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম আর এজন্যই মূলত অনেকগুলো ফুল ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চন্দ্রমল্লিকা ফুলগুলো আলাদাভাবে খুব সুন্দর করে সাজানো ছিল। অনেকগুলো ফুল একসাথে ছিল, দেখতেও সুন্দর লাগছিল। ভাবলাম ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করা যাক।
নৌকা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
নৌকা প্রদর্শনীতে যাওয়ার আগে ডান পাশ একটা উঁচু জায়গায় এই নৌকাটা রাখা হয়েছে। যদিও খুব বেশি বড় না ছোট একটা নৌকা ডেকোরেট করে খুব সুন্দর করে রাখা হয়েছিল। এটা দেখতে দূর থেকে সুন্দর লাগছিল। তাই দূর থেকে একটা ফটোগ্রাফি করে নিয়েছি।
বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy M12
এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টব একসাথে একই রকম ফুলে সাজানো আছে। বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলগুলো এখানে রয়েছে। তবে চন্দ্রমল্লিকা ফুলগুলো এখানে খুব বেশি একটা ফুটেনি। গাছগুলো একদম ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে শীতের সেই সময়টায় এত পরিমাণ ধুলোবালি ছিল যে প্রত্যেকটা গাছ ধুলোয় পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
ডেকোরেটিভ কেইল
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
এটা ফুল বলবো নাকি অন্য কিছু সেটাই খুঁজে পাচ্ছি না। নামটাও জানা ছিল না। তাই গুগল থেকে এই নামটাই পেয়েছি। দেখতে একদম পাতাকপি বা বাঁধাকপির গাছের মতোই লাগে। তবে বাঁধাকপি ছিল না। শুধুমাত্র পাতাগুলো খুব সুন্দর ভাবে ছড়ানো ছিল। এটা অনেকটাই সাজানোর মতো একটা গাছ হয়। তবে এজন্যই এর নামটা হয়তো ডেকোরেটিভ কেইল।
গোলাপ
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
খুব বেশি গোলাপ গাছ ছিল না। এই কমন গোলাপ ফুল টা দেখেছিলাম। আসলে এটা একটু বিস্ময়কর বিষয় ছিল। কারণ পুরো বাগানের মধ্যে তেমন বেশি গোলাপ গাছ লাগানো হয়নি। বিভিন্ন বিদেশী জাতের ফুলগুলো ছিল। যাই হোক এই গোলাপ ফুল টা আলাদা ভাবে ফুটেছিল। একটা ছবি তুলে নিয়েছিলাম। আর আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম।
ওয়ালেরিয়ানা
What 3 Words Location
Device Name- Samsung Galaxy A12
এই ফুলগুলো অনেকটাই নয়নতারার মতো দেখতে। তবে এগুলো নয়ন তারা ফুল নয়। এই ফুলের নামটাও আমার জানা ছিল না। গুগল থেকে সার্চ করে এই নামটা পেয়েছি। দেখতে একদম নয়নতারা ফুলের মতোই লাগছে। তবে এখানে অনেক রকম ফুল রয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার একসাথে লাগানো হয়েছে। দেখেই ভীষণ সুন্দর লাগছিল। আসলে এই গাছগুলো যখন দেখছিলাম তখন খুব বেশি ভালো লেগেছিল।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
পোস্টের বিবরণ
ধরন | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @bristy1 |
ডিভাইস | Samsung Galaxy M12 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Task 4
https://x.com/bristy110/status/1904561992150712393
Upvoted! Thank you for supporting witness @jswit.
ধন্যবাদ
Task 1
https://x.com/bristy110/status/1904412007064862788
Task 2
https://x.com/bristy110/status/1904413169256436202
এত মনোমুগ্ধকর এবং সুন্দর দেখতে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল এক কথায় খুব চমৎকার। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
চারটি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দিয়ে আপনি আপনার পোস্টটি সাজিয়েছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মতো ছিল। এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Task 3
https://x.com/bristy110/status/1904560620835680616