লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান (Madame Tussauds)পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১৪
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত দুইদিন ধরে আমাদের এখানকার ওয়েদার খুবই খারাপ। প্রচন্ড বাতাস, সাথে রয়েছে বৃষ্টিপাত।শরীরটাও ভালো লাগছেনা, জ্বর জ্বর ফিল করছি। খারাপ ওয়েদারের কারণে হয়তোবা এরূপ অনুভূত হচ্ছে।যাই হোক লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১৪ তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম London Madame Tussauds এর চতুর্থ পর্ব যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি রাখা আছে।আজকে Madame Tussauds এর ৫ম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের পর্বে দেখতে পাবেন দেশ বিদেশের পরিচিত ও অপরিচিত কিছু সেলিব্রেটি, তাদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইংল্যান্ডের বরিস জনসন। এছাড়াও আরো কিছু পরিচিত অপরিচিত মুখ রয়েছে হয়তো আপনারা কাউকে চিনতে পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
কোন এক বিউটিশিয়ান হবে হয়তো, দেখতে কত সুন্দর লাগছে তাকে। একেবারেই নিখুঁতভাবে বানিয়েছে।
লোকটি চেয়ারের এক সাইডে হাত রেখে কত সুন্দর ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। আর ওই চেয়ারে বসে তার ভক্তরা তার সাথে সেলফি তোলে।
স্টাচুর মতো দাঁড়িয়ে রয়েছেন লোকটি। কেউ কি জানেন তাকে?
তিনি কিং চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুর পর রাজার আসনে বসেন। আর পাশে রয়েছেন তার স্ত্রী।
ওনাকে চিনি না, হয়তো রাজপরিবারের কেউ ছিলেন।
এই হাস্যজ্জল মুখটিকে সবাই চিনেছেন,নতুন করে আর আমাকে পরিচয় করিয়ে দিতে হবে না। মনে হচ্ছে একেবারে জলজ্যান্ত মানুষটির দাঁড়িয়ে আছেন।
বরিস জনসন দাঁড়িয়ে রয়েছেন টেন ডাউনিং স্ট্রিটে তার ঘরের সামনে।
উপরে আয়োজন গুলো ছিল বাচ্চাদের বিনোদনের জন্য।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপু আমাদের এই দিকে ও একি অবস্থা গত দুই তিন দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি পূজই তো ভালো হবে কাটানো হয়নি৷
আপু আমি দেখেছি এর আগেও আপনি অনেক এরকম নিদর্শনীয় পোস্ট শেয়ার করেছেন৷ সত্যি বলতে ছবিগুলো দেখবি একবারে অবিকল বাস্তবিক মানুষ মনে হচ্ছে ৷
আসলে এদেরকে এভাবেই বানানো হয়েছে বোঝার কোন উপায় নেই এরা মানুষ না মূর্তি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
বুঝার উপায় নেই এগুলো যে মোমের তৈরি। একদম বাস্তব মনে হচ্ছে। চেয়ারের পাশে লোকটি দাড়াঁনো দেখে মনে হচ্ছে বাস্তব একজন লোক দাড়িঁয়ে আছে। সবাই গিয়ে চেয়ারে বসে তার সাথে ছবি তুলছে। তবে স্ট্যাচু মত লোকটিকে চিনতে পারলাম না। কে উনি আপু?
ধন্যবাদ আপনাকে
আসলেই এগুলো একেবারেই নিখুঁতভাবে বানানো বোঝারই উপায় নেই। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন যিনি আমিও আমিও জানি না তিনি কে।
আপু কয়েকদিন আগেই আপনি অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়েছেন। দোয়া করি জ্বর বা কোন অসুস্থতা যেন আপনাকে স্পর্শ না করতে পারে। আপনার লন্ডনের ঐতিহ্যবাহী স্থানের পোস্টগুলো খুব ভাল লাগে। মাদাম তুসাদ এর গত চারটি পর্ব আমি দেখেছি, খুব ভাল লেগেছে। এই পোস্টেও আপনি খুব পরিচিত কিছু সেলিব্রেটির মমির ছবি শেয়ার করেছেন। তাদের মধ্যে কিং চার্লস, বারাক ওবামা বরিস জনসন খুবই পরিচিত মুখ। বারাক ওবামা মমির মতই বাস্তবেও হাস্যোজ্জ্বল। বাচ্চাদের সেগমেন্টে হাল্ক, সেরেক, টিংকার বেল এগুলো আমার খুব পরিচিত। আমি এদের মুভি দেখেছি। ধন্যবাদ আপু পরিচিত কিছু সেলিব্রেটির মমির ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়ার জন্য।
ছবির মানুষগুলো একেবারে সত্যি সত্যি মনে হচ্ছে। মোমের যে একেবারেই মনে হচ্ছে না।প্রতিটি ছবি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকে।
লন্ডনে ঐতিহ্যবাহী এই ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ফটোগ্রাফি বিশেষ করে মূর্তি গুলো দেখে বোঝা যাচ্ছে না এগুলো আসলে না নকল।চেয়ারে হাত থেকে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এবং তার ভক্তরা সেই চেয়ারে বসে ছবিটি তুলছে দেখে বোঝার উপায় নাই যে মূর্তি দাঁড়িয়ে রয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া বোঝার উপায় নেই এগুলো যে মূর্তি।
বিউটিশিয়ান মেয়েটিকে খুবই চমৎকার লেগেছে। একেবারে নিখুঁত দেখতে মেয়েটি। এছাড়া চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে বোঝাই যাচ্ছে না যে মোমের তৈরি। একেবারে বাস্তব মনে হচ্ছে। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা লোকটাকে চেনা চেনা লাগছে। কিন্তু নাম মনে করতে পারছি না। আমার কাছে বারাক ওবামাকে একটু অন্যরকম লেগেছে। কিন্তু বরিস জনসনকে একেবারে বাস্তব মনে হচ্ছে।
আমার কাছেও বিউটিশিয়ান মেয়েটিকে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
যদি এর আগে আপনার ম্যাডাম থাসডেচ এর পর্ব গুলো দেখিনি। তবে আজকে দেখে খুবই ভালো লাগলো। আর মোমের মমি গুলো দেখে বুঝার কোন কায়দা নেই যে এগুলো মোমের তৈরি। দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে হাস্যজ্জল ছবি তুলেছিলেন প্রত্যেকটা গুণীজন। অসাধারণ ছিল আপনার উপস্থাপনা। বেশ ভালো লাগলো দেখে, লন্ডনে এত সুন্দর মোমের মূর্তির প্রতিমা গুলো দেখে হৃদয় ছুঁয়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।
আমার চোখ তো ছানাবড়া হয়ে গেলো।দেখে বোঝার উপায়ই নেই যে মোমের তৈরি।
আর ওই স্ট্যাচুর লোকটাকে চিনতে পারিনি আমি।
কিং চার্লসের স্ট্যাচু ওয়ালা ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।শুভ কামনা জানাই 😊
আমারও অনেক ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে।
আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি অসুস্থ হয়ে পড়েছেন জেনে সত্যি খারাপ লাগলো। আপু আপনার সুস্থতা কামনা করছি। দোয়া করছি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাইহোক আপু মোমের মূর্তিগুলো দেখে মনে হচ্ছে যেন একেবারে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি। স্টাচুর মতো যে লোকটি দাঁড়িয়ে আছে উনাকে আমি চিনতে পারিনি আপু।
জ্বী আপু তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, ধন্যবাদ তোমাকে।
মোমের মূর্তি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে । তবে বিউটিশিয়ান মেয়েটির মূর্তিটি সত্যিই চমৎকার হয়েছে । দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটি মেয়ে বসে আছে । বরিস জনসনের মূর্তিটিও চমৎকার হয়েছে । তবে বারাক ওবামার মূর্তিটি আমার কাছে বেশি ভালো লাগেনি। আর স্ট্যাচুর মত যে লোকটি দাঁড়িয়ে তাকে চিনতে পারিনি । ফটোগ্রাফিগুলো বেশ ভালো ছিল । খুব ইনজয় করেছেন মনে হচ্ছে ।আর বাচ্চারাও বেশ আনন্দ পেয়েছে এগুলো দেখে । আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেই দোয়া করছি । ধন্যবাদ ।
ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে।